সি++ নিয়ে আমি টিউটোরিয়াল লিখে আসছিলাম। কিন্তু অনেকেই বলছেন ভিডিও টিউটোরিয়াল হলে সবার বুঝতে ভাল হবে। সেটাকে কেন্দ্র করেই নতুন করে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি।আশা করি সবাই উপকৃত হবেন। সি++ খুব সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কেউ একটু সময় দিলেই খুব ভাল দক্ষ হতে পারেবে।আমি চেষ্টা করব একদম বেসিক থেকে টিউটোরিয়াল গুলো সাজাতে যাতে সবার বুঝতে সমস্যা না হয়। এরপরেও যদি মনে হয় যে অন্ন ভাবে টিউটোরিয়াল গুলো করলে আরও ভাল হবে সেক্ষেত্রে আমাকে জানান জেতে পারে আমি সেভাবে সাজাবো।
সি++ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের এই পর্বে কিছু বেসিক কোড নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন কিভাবে একটা প্রোগ্রামে অনেক গুলো লাইন ডিসপ্লে করা যায়। সেই সাথে কিভাবে প্রোগ্রামে অ্যালার্ম যোগ করা যায়। এবং কোন প্রোগ্রাম ডিসপ্লে করার সময় লেখা গুলো স্ক্রীন এর মাঝ বরাবর নিয়ে আসা যায়। আশা করি বুঝতে কোন সমস্যা হবেনা।
এই পর্বটি বুঝতে সমস্যা হলে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। সেই সাথে টিউমেন্ট করেও জানাতে পারেন। কোন সমস্যা হলে আমি সেটা পরবর্তী তিউতরিয়ালে আলছনা করে সমস্যা সমাধান দিয়ে দেব।ার অবসস্যই টিউমেন্ট করবেন টিউটোরিয়াল গুলো বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার হয়া যাবে।
ফেসবুকে আমি ঃ Mustakim Billah Hemel
সৌজন্যে ঃ টেক শিক্ষা
আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।