এবার নিজেই যে কোন ভিডিও থেকে “থুম্বনাইল স্ক্রীনশট” তৈরি করুন ১ মিনিটের মধ্যে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? আশাক করি ভাল আছেন। আমি ও ভাল আছি আপনাদের দোয়াই।

যাই হোক, আজ আমি দেখা আপনাদের দেখাব কি করে একটি ভিডিও থেকে "থুম্বনাইল স্ক্রীনশট", মনে হয় বিষয়টা বুঝতে পারিননি।

ওকে কোন সমস্যা না, আগে ফটো টা দেখুন তাহলেই বুঝতে পারবেন।

আশা করি এবার বুঝতে পেরছেন।

এবার চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করবেন এরকম একটি থুম্বলিন স্ক্রীনশট।

প্রথমে এখান থেকে এই এপ টি নামিয়ে নিনঃ

thumbnailme_3.0_setup.exe

ইন্সটল করার পর ওপেন করুন, ওপেন করার পর এরকম নিচের ফটোর মতো দেখতে পারবেন।

এখানে ভাল করে দেখুন বাম পাশে সব সেটিংস, বিশেষ করে দুটি স্থানে লাল দাগ দিয়ে মার্ক করা আছে। উপরের টাই আপনি টাইটেল নাম দিবেন। আর নিচের টার বাটনে ক্লিক করে আপনার পিসি থেকে ভিডিও সিলেক্ট করবেন। তাঁর পর নিচের ফটোর মতো দেখতে পারবেন।

যখন আপনার ভিডিও টি সিলেক্ট হবে তখন নিচের ডান পাশে "Previes selected file" বাটন টি ভেসে উঠবে, তারপওর ক্লিক করলে আপনার থুম্বলি টি ক্যামন হবে তা দেখতে পারবেন। এবার সব ঠিক ঠাক থাকলে তাঁর নিচে স্টার্ট বাটনে ক্লিক করুন।

এবার তৈরি হয়ে গেলে আপনাকে এমন দেখাবে, আর আপনার ভিডিও টি যেখান থেকে সেলেক্ট করেছিলেন সেখানেই এই থুম্বলি টি সেভ হয়ে গেছে। আপনি যদি এই থুম্বলি টির আপলোড করে লিংক করে নিতে চান তাহলে। লাল মার্ক করা জাইগাই ক্লিক করুন।

তারপর আপলোড নাউ তে ক্লিক করুন। আপলোড হয়ে  গেলে নিচের ফটোর মতো দেখাবে।

এবার এখান থেকে আপনার পসন্দ মতো যেটা দরকার সেই লিংকটা কপি করে নিবেন। তারপর আপনার পসন্দ স্থানে পেস্ট করুন।

আসা করি সব বুঝতে পেরছেন। এরকম আরও অনেক কিছু পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ লাইফ ইজ টেকনোলজি

আর নিচে আমার টিউন থেকে কিছু টিউনের লিংক দিয়ে দিলাম, দেখে নিবেন আশা করি আপনাদের কাজে দিবে।

 

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস