গুগল ড্রাইভ আমাদের জীবনকে করেছে সহজ কিন্তু আমরা দেখব এটা দিয়ে জীবনকে কীভাবে আরও সহজ করা যায়।
গুগল ড্রাইভ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, এটার আপডেট ভার্সন দিয়ে আমরা আরও কতো কি করতে পারি তা দেখবো।
১। Crop ফটোসঃ গুগল ড্রাইভে আছে ফটো Cropping অপশন। আপনি আপনার ইচ্ছা মতো ছবি Crop করতে পারবেন।
আপনি একটা ছবি open করে Crop Icon সিলেক্ট করে আপনি ইচ্ছামতো রিসাইজ করতে পারবেন।
২। Add-Ons যোগ করাঃ ডকুমেন্টস এবং Spreadsheets এ আপনি পাবেন অনেক Add-Ons; যার মাধ্যমে আপনি দ্রুত বায়োগ্রাফি, Twitter Tweets doc আকারে সেভ করতে পারবেন।
নিচের ভিডিওতে দেখে নিতে পারেন--
আপনি Add-Ons, doc অথবা Spreadsheets ওপেন করলে পাবেন।
৩। আপনার Activity চেক করুনঃ ড্রাইভ ওপেন করে Small “i” আইকনে ক্লিক করলে আপনার সকল চেঞ্জ POP-UP দেখতে পাবেন।
৪। রিভিশন হিস্ট্রি দেখুনঃ File-“See Revision History “ থেকে ১০০ রিভিশন হিস্ট্রি দেখতে পারেন।
নিচের ভিডিওতে দেখে নিতে পারেন--
৫। Spreadsheets অফলাইনে ব্যবহার করুনঃ নতুন ড্রাইভে আপনি আপনার Spreadsheets ইন্টারনেট কানেকশন ছাড়াই অফলাইনে দেখতে পারেন।
৬। Keyboard Shortcuts ব্যবহার করুনঃ সকল Keyboard Shortcuts জানতে Hit “Shift” এবং “?” এবং ড্রাইভে Pop-Up আপনাকে সকল Shortcut for your Shortcut দেখাবে।
নিচের ভিডিওতে দেখে নিতে পারেন--
৭। Customize করুন কে, কি দেখবে? Setting থেকে আপনি কে Comments বা edits করতে পারবে তা ঠিক করে দিতে পারবেন।
৮। আপনার Email লাইফ আরও সহজতর করুনঃ 25MB এর বেশি আপনি GMAIL এ Attachment দিতে পারেন না, কিন্তু ড্রাইভের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
আশা করি কারও বুঝতে সমস্যা হবে না। তারপরও সমস্যা হলে আমাকে টিউমেন্ট করবেন।
ভালো লাগলে "নির্বাচিতটিউন মনোনয়ন" ভোট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।
আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।