আসসালামু আলাইকুম।
আজ আমরা টিউন করা শিখবো ধাপে ধাপে।
১। প্রথমে জিমেইলে লগ ইন করুন।
২। http://www.blogger.com এ যান।
৩। যে ব্লগে টিউন করবেন তার নামের পাশের টিউন বাটনে ক্লিক করুন।
৪। চিত্রটি দেখুন-
৪.১। ১ এ আপনার টিউন টাইটেল লিখুন।
৪.২। ৩ এ যদি HTML জানেন তবে HTML নাহলে কম্পোজ সিলেক্ট করুন।
৪.৩। ৪ এ টিউন লেখার সময় প্রয়োজন মত সিলেক্ট করুন।
৪.৪। ৫ এ লেবেলস বা বিভাগ লিখূন(লেখা ভালো)।
৪.৫। ৬ এ টিউনের লিংক ঠিক করুন(ঐচ্ছিক)।
৪.৬। ২ এ পাবলিশ, সেভ বা প্রিভিউ করতে পারবেন।
এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আসি।
৫। নিচের ছবিটি দেখুন-
যদি এইচটিএমএল-এ টিউন করতে চান তবে ২ নং অপশন আর না চাইলে অর্থাৎ সাধারণভাবে টিউন করতে চাইলে ১ নং অপশন সিলেক্ট করুন।
৬। নিচের ছবিটি দেখুন-
৬.১। ১ হলো আনডু আর রিডু অপশন।
৬.২। ২ এ ফন্ট আর সাইজ সিলেক্ট করুন
৬.৩। ৩ এ ফন্টের স্টাইল সিলেক্ট করুন।
৬.৪। ৪ এ লেখা বোল্ড, ইতালিক ইত্যাদি করুন।
৬.৫। ৫ এ টেক্সটের কালার, হাইলাইট কালার ঠিক করুন।
৬.৬। ৬ এ কোন টেক্সটকে লিংক করতে চাইলে সিলেক্ট করে লিংক বাটনে ক্লিক করুন।
৬.৭। ৭ এর অপশনটি ইমেজ আর ভিডিও আপলোডের অপশন। এখানে ফটো বা ভিডিও আপলোড করতে পারবেন।
৬.৮। ৮ হলো পেজব্রেক। যদি আপনি চান টিউনে রিড মোর দেখাবে অথচ আপনার টেমপ্লেটে এই অপশন না থাকে তবে যেখানে রিড মোর অপশন দেখাতে চান সেখানে কার্সর রেখে পেজব্রেক করুন।
৬.৯। ৯ এ লেখার এলাইন ও নাম্বারিং নিয়ন্ত্রণ করুন।
৬.১০। ১০ এ কোন টেক্সটকে উদ্ধৃতি আকারে প্রকাশ করুন।
৬.১১। ১১ নং অপশনে টেক্সটের সব স্টাইলিং রিমুভ করুন।
৬.১২। ১২ নং-এ স্পেল চেক করতে পারেন।
৬.১৩। লেখা ডান থেকে বামে না বাম থেকে ডানে তা সিলেক্ট করুন।
ফটো বা ভিডিও যুক্ত করা:
ব্লগে ফটো আর ভিডিও আপলোডের নিয়ম ৬.৭ এ দেখুন। কপি-পেস্ট করেও ছবি যোগ করতে পারেন। মানে গুগলে সার্চ দিয়ে ছবি ওপেন করে মাউসের ডানে ক্লিক করুন এবং Copy image করে পেস্ট করুন।
ভিডিও ইম্বেড করতে পারেন ইউটিউব থেকে। ভিডিও-তে মাউসের ডান ক্লিক করুন এবং Copy embed code এ ক্লিক করুন। ৫ নং অনুযায়ী টিউনের এইচটিএমএলে গিয়ে পেস্ট করুন।
সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
likher vitor link devo kivabe