আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি।
আজ আমি হাজির হয়েছি অত্যন্ত দুইটি প্রয়োজনীয় জিপি সার্ভিস কিভাবে বিনা মুল্যে ব্যবহার করা যায় তা নিয়ে।
প্রথমে দেখি কিভাবে বিনা মূল্যে জিপির মিসকল আলার্ট সার্ভিস ব্যবহার করা যায়।
আপনি যদি স্বাভাবিক নিয়মে জিপির মিসকল আলার্ট ব্যবহার করেন এর জন্য আপনাকে প্রতি মাসে ১২.৮৫ টাকা দিতে হবে কিন্তু আপনাকে আমি যেভাবে শেখাব তার জন্য আপনাকে প্রতি মাসে ২.৫০ টাকা দিতে হবে সাথে পাবেন ২০টি SMS এবং ২০টি MMS।
মিস কল আলার্টঃ
প্রথমে ডায়াল করুনঃ *১১১*১১*২*১#
ডায়াল করলে জিপি আপনাকে দুইটা notification SMS দিবে। SMS দুইটি নিম্নরূপঃ
২য় টি নিম্নরুপঃ
ব্যাচ কাজ কপ্লিটেট। এবার প্রতি মাস হওয়ার এক থেকে দুই দিন আগেই আবার ডায়াল করুন *১১১*১১*২*১#। এতে আবার আপনি ২০টি SMS ও ২০টি MMS এবং ১ মাস ফ্রি মিসকল আলার্ট ফ্রি উপভোগ করতে পারবেন।
এভাবে আপনি সারা বছর মিস কল আলার্ট ফ্রি উপভোগ করতে পারবেন।
ফ্রি ওয়েলকাম টিউনঃ প্রথমে ডায়াল করুন *৪০০০*২৩#
তারপর নিম্নের মত Notification Message আসবে।
এবার আপনি 1 দিয়ে Reply করুন। আপনার কাজ শেষ। এ ক্ষেত্রে ৩০ দিন হওয়ার আগেই আপনাকে *৪০০০*২৩# ডায়াল করে ১ দিয়ে রিপ্লেই করতে হবে। না করতে জিপি মামু আপনাকে বাশ দিয়ে ৩৩+ভ্যাট+সম্পূরক শুল্ক কেটে নিবে।
এখনকার মত বিদায় নিচ্ছি। আবার অন্য সময় অন্য কোন ট্রিক নিয়ে হাজির হব।
কারো কোন সমস্যা হলে আমার ফেরসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন।
ফেসবুক আইডিঃশাহরিয়ার কবীর
আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
1 na diye kibabe riplay korbo