শীতের সকালে ঘুম থেকে উঠেই মনে হল কিছু একটা করি। কি করি কি করি চিন্তা করতেই হটাত গতকালের কথা মনে হল। এক ছোট ভাই আবদার করে বসলো যে তার বেক্তিগত ডোমেইন থেকে ইমেল তৈরি করে সেখান থেকে ইমেইল করলে তা স্পাম হয়ে যায়, তার সমাধান দিতে। আমরা অনেকেই শেয়ার হোস্টিং ব্যবহার করি। যে কারনেই সেখান থেকে ইমেল পাঠালে তা স্পাম হয়।
বিসয়টি আরেকটু পরিস্কার করি। ধরুন আপনার একটি ওয়েব সাইট রয়েছে যার নাম হোল sample.com. এখন এই ডোমেইন থেকে আপনি একটি ইমেইল একাউন্ট তৈরি করলেন যার নাম [email protected].
এখন এই ইমেইল দিয়ে আপনি কারো নিকট ইমেইল করেছেন কিন্তু তা স্পাম বক্সে জমা হয়েছে। এইটা কে কিভাবে আমরা ইনবক্সে হিট করাতে পারি তা নিয়েই আজকের এই ক্ষুদ্র টিটোড়িয়াল। ভালো ভাবে বোঝার সুবিধার জন্য ভিডিও তৈরি করে দিয়েছি। দেখতে পারেন এখান থেকে।
গত পর্বে চেস্টা করেছিলাম ইমেইল মার্কেটিং নিয়ে কিছু লিখার জন্য। আগামি পর্বে কিভাবে White Hat Formula ব্যবহার করে ইমেইল খুজে বের করতে হয় তা দেখাবো।
নিজে যতটুকু জানি তা সবসময় সবার সাথে শেয়ার করি। জানার জন্য এখনও হা পিত্তেস করে খুঁজতে থাকি। যতটুকু সফলতা পেয়েছি তা এই টিটি থেকে। তাই আমার অনুরোধ দয়া করে কেও কপি করবেন না। অসামাজিক নোংরা টিউনকারিদের টিটি হতে বিতারিত করা হোক। মৌলিক লেখকদের মূল্যায়ন করা হোক।
ধন্যবাদ সবাইকে।
আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজে লাগব ধন্যবাদ।