Make FTP server from windows without any kinds of softwear by you won

হ্যালো, স্বাগতম সবাইকে টেকটিউনসসে।
আমাদের অনেকেরই ফাইল শেয়ার করার দরকার হয়ে থাকে
ফাইল শেয়ার করার জন্য FTP হল সব থেকে কার্যকর মাধ্যম।
আজ দেখাব কি করে আপনি নিজেই একটা এফটিপি বানাবেন।
যারা জানেন না FTP কি তাদের জন্য,   FTP  হল ফাইল শেয়ারিং প্রটোকল।
আপনি যদি ব্রডব্যান্ড লাইন ইউস করে থাকেন তবে অবশ্যই জানেন এটা কি।
পিসি টু পিসি ফাইল শেয়ার এর জন্য হোমগ্রুপ থাকলেও এটা মনে হয় আরও ভাল কাজ করে। এবং কাজ করে মজা পাবেন।

এর জন্য বেশি কিছু লাগবে না।
আমি আপাতত উইন্ডোজ ৭ এর জন্য দেখাব।
আমার পিডিএফ টিউটোরিয়ালে উইন্ডোজ ৭ এ উবুন্টু থিম ব্যবহার করা হয়েছে দেখে কেউ এটাকে উবুন্টু ভাববেন না।

শুধু মাত্র নিচের ড্রপবক্স লিংক থেকে পিডিএফ টা নামান, আর দেখে দেখে কাজ করুন।
আমি খুবি অলস তাই বেশি কিছু লিখতে চাইছি না।
যদি পিডিএফ দেখে কেউ না বুঝেন তবে, ইউটিবে একটা লিংক পেয়েছি সেটা দিয়ে দিলাম।
না বুঝতে পারলে টিউমেন্ট করুন।

# এডমিনের কাছে ক্ষমা চাচ্ছি যদি আগে কেউ এই নিয়ে টিউন দিয়ে থাকে তবে তা আমার চোখে পড়ে  নাই।

my fb id
কাজের কথায় আসি,
এখান থেকে পিডিএফ নামান।

আমাকে ইমেইল করতে পারেন এখানে, [email protected]

 

 

here is the pdf

এখানে ইউটিউব দেখুন।
youtube tutorial

সবাই ভাল থাকবেন। হ্যাপি টেকটিউনসিং।
টেকটিউনস্স আবার ফিরে পাক তার হারানো ঐতিয্য।

Level New

আমি জাহিদ অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস