কিভাবে Photoshop এ বাংলা টাইপ করা যায় অতি সহজে ভিডিও টিউন? বাংলা লেখার সহজ উপায়
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আজ অনেক দিন পর আবার টিউন করতে বসলাম। জানি না কেমন লাগবে? এবার আশা করছি ভালো ভালো কিছু টিউন করতে পারব। আজ একটা সহজ জিনিস দিয়েই শুরু করি। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এটি তাদের জন্য যারা নতুন Photoshop শিখছে।
Photoshop আমার খুব প্রিয় সফটওয়্যার। ফটোশপ নামটা জানে না এমন বোধহয় খুব কম লোকই আছে। এই সফটওয়্যার টি নানা কাজে আমাদের হেল্প করে। মানে কাজে লাগে। ফটো এডিট, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন ইত্যাদি নানা কাজে। বিয়ে বাড়ির কার্ড ডিজাইন করতে বা Birth Day কার্ড ডিজাইন করতে বা বাংলা লোগো ডিজাইন করার সময় খুব কাজে লাগে এটি। সফটওয়্যার টি যেমন কিছু টিপস খুব সোজা, আবার তেমনি কঠিন। এক কথায় জটিল চরম সফটওয়্যার। যে এটি ইউজ করেছে সে জানে এর প্রয়োজনিয়তা। এটি শেখার কোনো শেষ নেই। যেন অথই সাগর। যত practice ততই দক্ষ হয়ে ওঠা যায়।
যাই হোক এবার আসল কথায় আসা যাক। Photoshop এ English অতি সহজে টাইপ করা যায়। কিন্তু বাংলা লিখতে গেলে, না না রকম সমস্যা আসে, যেমন ?????????????? আমি অভ্র কি বোর্ড সফটওয়্যার টি ব্যবহার করেছি, বাংলা লিখতে গেলে এই সফটওয়্যার টি আমার খুব ভালো লাগে।
যাইহোক কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়? আমার মনে হয় লিখে বোঝানোর থেকে ভিডিও Tutorial ভালো হবে শেখার জন্য।
চলুন দেখা যাক এই ভিডিও টিউন টি।
ভিডিও লিঙ্ক : https://youtu.be/oO_xU87buLQ
https://www.youtube.com/watch?v=oO_xU87buLQ&feature=youtu.be
আরও ভালো টিউন পেতে সঙ্গে থাকুন, টিউমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না, নিজে জানুন এবং অন্যকে জানান। সবাই কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের টিউন শেষ করলাম। আবার দেখা হবে পরের টিউনে। সবাই ভালো থাকুন।
আমার বাংলা ব্লগঃ The Bangla Tutorial
পরের টিউন অবশ্যই থাকবে Professional Photoshop Tutorial নানা রকম টেক্সট Effect নিয়ে।
আমার YouTube Channel: How To Tips Tutorials
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি অবুস্থা? এই গুলা কি আপু?