আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমি সব সময়ই চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার তাই আজকেও নিয়ে আসলাম অন্য কিছু। আজকে আপনাদের জন্য দিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও টিউটোরিয়াল সিরিজ "ওয়েব ডিজাইন" যা কিনা সম্পূর্ণ বাংলায় এবং যুগোপযোগী।
ওয়েব ডিজাইন কি?
নেট নিয়ে যাদের ঘাটাঘাটি করার অভ্যাস তাদের কাছে শব্দটা হয়ত নতুন নয় কিন্তু যাদের নেই তাদের জন্যই বলছি, আমরা যখন কোণ ওয়েবসাইটে ঢুকি তখন যে পেইজটি আমাদের সামনে লোড হয় এটি একটি ওয়েব পেইজ। আর এই ওয়েব পেইজের ডিজাইন করাকেই ওয়েব ডিজান বলে।
কেন করা হয়?
আমারা প্রত্যকেই চাই আমাদের নিজ নিজ ওয়েবসাইট হোক আকর্ষণীয়। যাতে কেউ প্রথমেই পেইজটি ভিজিট করে যেন আরো দেখতে চায়, আবারো ঢুকার ইচ্ছা যাগে। আর এই জন্যই আপনার ওয়েবসাইটকে আরো সুন্দর করার জন্যই করা হয় এই ওয়েব ডিজাইন।
কেন শিখব?
যারা ফ্রীল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়তে চান বা একজন সফল ওয়েব ডিজাইনার হতে চান তাদের জন্য ওয়েব ডিজাইন একটি দারুন প্ল্যাটফর্ম। Freelancer, upwork, guru, belancer সহ অনলাইন মার্কেটপ্ল্যাসে সবচেয়ে বেশি যে কাজ পাওয়া যায় তা হচ্ছে এই ওয়েব ডিজাইন। আর সবচেয়ে আশ্চর্যকর বলুন বা সুখবর বলুন একজন সফল ওয়েব ডিজাইনার হতে আপনার কোডিং সম্পর্কে আইডিয়া না থাকলেও চলবে। আমার দেওয়া টিউটোরিয়াল সিরিজটি দেখে খুব সহজেই আপনি হতে পারেন প্রফেশনাল ওয়েব ডিজাইনার।
ভিডিও সিরিজটিতে HTML, CSS, JavaScript, JQuery নিয়ে বানানো হয়েছে।যা কিনা একজন সফল ওয়েব ডিজাইনের জানা অত্যন্ত জরুরি।
সম্পূর্ণ বাংলা এই সিরিজটি দেখতে ঘুরে আসতে পারেন এই লিঙ্ক থেকে।
আর ভাল লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন নাহ। আরো শিক্ষামূলক টিউটোরিয়াল আসছে সামনেই।
ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ নাজমুল জাভেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jquery plugin nye tutorial den,