ল্যাপটপের ব্যাটারি সমস্যার সমাধান, ব্যাটারি ডিসচার্জিং হচ্ছে? তাহলে টিউনটি আপনার জন্য

প্রথমেই মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। প্রতিবারের মত আমি অভিশুভ আছি আপনাদের সাথে...

 

যারা ল্যাপটপ এর ব্যাটারি নিয়ে সমস্যায় ভুগতেছেন টিউনটি শুধু তাদের জন্য। আমি আজ আলোচনা করব কিভাবে ল্যাপটপ এর ব্যাটারি ডিসচার্জিং প্রবলেম বা ড্রেইনিং প্রবলেম সল্ভ করা যায় তা নিয়ে,

একটা কথা বলে রাখি আমি সেই সমস্ত বিসয় নিয়ে টিউন করে থাকি যেগুলো আমি নিজে প্রবলেমে পড়েছি এবং নিজে নিজে সল্ভ করেছি সেইগুলো নিয়ে...

আশা করি আজও আপনাদের ভাল কিছু উপহার দিতে পারব।

প্রথমেই আমি যে প্রবলেমে পড়েছিলাম সেই প্রবলেম নিয়ে আপনাদেরকে বলা উচিত বলে মনে করছি...

আমি আমার ল্যাপটপে উইন্ডোজ ১০ ইন্সটল দিই সপ্তাহদুয়েক আগে, তারপর আমার ল্যাপটপে যে সমস্যাটা হয় তাহলো আমি পিসি ফুল চার্জ করে অফ করে দিই, পরের দিন অন করে দেখি পিসি অন হচ্ছে না ব্যাটারিতে চার্জ নেই দেখাচ্ছে, পর পর ২/৩ দিন হওয়ার পরে কিছু বুঝে উঠার আগেই আমার ল্যাপটপের অরিজিনাল ব্যাটারিই ডেমেজ হয়ে যায়। তারপর আমি ব্যাটারি চেঞ্জ করি বাট প্রবলেম সল্ভ হয়না, বুঝলাম অন্য কোথাও সমস্যা আছে,

তারপর সেটা আমি অনেক কষ্ট করে সল্ভ করি যা আজ কে আপনাদের আমি দেখাব।

আপনার ল্যাপটপের বিহেভিয়ার কেমন দেখে নিন এইভাবে
Open CMD as Admin
First Type
cd %userprofile%/Desktop
Then type
powercfg -energy
its take 60sec

আসুন কাজের কথায় আসি

---প্রথমে আপনাকে শিউর হতে হবে যে আপনার ল্যাপটপ আসলেই অফ হচ্ছে কিনা-- অর্থাৎ আপনি যে সাটডাউন বাটনে ক্লিক করছেন তা কি সত্যি সত্যি কাজ করছে কিনা নাকি স্লিপ মুডে গিয়ে আছে ...

এটা শিউর হওয়ার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে

পাওয়ার অপশনে

সেখানে গিয়ে ক্লিক করুন

Choose What the power button do.

দেখবেন ফিল্ডগুলোতে ডিফল্ট হিসেবে কিছুই দেয়া নেই

আপনি নিচের চিত্রের মত কনফিগার করে নিন

সেইভ চেঞ্জ দিয়ে বের হয়ে আসুন।

যদি আপনার পাওয়ার বাটনে সমস্যা থাকে তবে তা সল্ভ হয়ে গেল।

আর যদি তারপরও নাহয় তবে আপনি পিসি অফ করার পুর্বে টাস্ক ম্যানেজার থেকে চলমান প্রোগ্রাম গুলো অফ করে তারপর পিসি অফ করুন(যেগুলো আপনি ক্লোজ করার পরও তাদের কিছু এপ্পস চলমান আছে) কারন হয়তো এইপ্রোগ্রাম গুলো সাইলেন্টলি অন থেকে আপনার ব্যাটারি ডিসচার্জ করছে।

আমি উপরক্ত দুইটি মেথড এপ্লাই করে ফেইলার হয়েছি, কিন্তু অনেকে আবার এই ট্রিক্স ইউজ করে উপকৃত হয়েছেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

এখন আমি যখন এই দুইটা কাজ করেও সল্ভ করতে পারিনি তখন আমি কি করেছি তাই দেখাচ্ছি।

আমি ডিভাইস ম্যানেজার থেকে

Intel management system টি রাইট বাটন ক্লিক ডিএবল করে দিই

চিত্রে দেখুন

এবং এটিতে কাজ হয় এবং আমার ল্যাপটপের ডিসচার্জিং প্রবলেম একদমই ঠিক হয়ে যায়

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি এখন ল্যাপটপ নিয়ে টেনশন মুক্ত। আপনারা যারা এই প্রবলেম ফেস করছেন তারা এটা করে দেখতে পারেন আশা করি কাজে দিবে।

খুব তাড়াতাড়ি লিখতে হল তাই ডিটেইলস বলতে পারলাম না তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সম্পুর্ন ডিটেইলস নিচে দেয়া ভিডিও তে আছে না বুঝলে দেখে নিন।

 

ভিডিও তে আরও ভালভাবে দেখানো হয়েছে বুঝতে না পারলে ভিডিও দেখুন এইখানে

যেকোনো কিছু জানতে চাইলে টিউমেন্ট করুন...
ফেসবুকে আমি এইখানে
সাথে থাকার জন্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে আমার চ্যানেল লাইক টিউমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ...
আশা করি পরবর্তীতে আপনাদের আরও মান সম্মত টিউটোরিয়াল উপহার দিতে পারব।

কষ্ট করে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এইখানেই বিদায় নিচ্ছি। শুভ রাত্রি

 

Level 0

আমি অভি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস