আমাজন এফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০০ ডলার আয় করার প্ল্যান :: নিস সাইট কম্পিটিশন এনালাইসিস স্ট্রাটেজি [চেইন টিউন : পর্ব – ০৩]

গত পর্বে কীওয়ার্ড রিসার্চ সম্পর্কে লিখেছিলাম। ঐ লেখাটারই পরিপূরক লেখা আজকেরটি- কীওয়ার্ড কম্পিটিশন এনালাইসিস নিয়ে। আপনার সাইটটি রেংক করানোর জন্য আপনাকে কি কি করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে সেসব নিয়েই আজকের লেখাটি। চলুন তবে শুরু করা যাক।

 

একটি সতর্কবার্তা! কথাটা আমার কানে এসেছে তাই আপনাদের সতর্ক করে দিচ্ছি। অনুগ্রহ করে ভবিষ্যতে এরকম রিউমার ছড়াবেন না। কে একজন বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন- "আমাকে তিনি চেনেন, আমার সাথে তার চলাফেরা আছে।" চমৎকার, এটা সে বলতেই পারে। কিন্তু পরবর্তী কথাটা যা বলছে, তা আমার মোটেও পছন্দ না। সে বলছে- আমি নাকি টেকটিউনস-এ ফ্রি টিউটোরিয়াল দিয়ে কমিউনিটি বিল্ডআপ করছি ভবিষ্যতে পেইড টিউটোরিয়াল সেল এবং ট্রেনিং করানোর জন্য। কথাটা শুনে বেশ দুঃখিত হয়েছিযাইহোক, আপনাদের আবারও নিশ্চিত করছি- পেইড টিউটোরিয়াল বা ট্রেনিং করানোর কোনো প্ল্যান আমার নেই। ভবিষ্যতেও এসব করবো না। দয়া করে কেউ এরকম রিউমার ছড়াবেন না। সবাইকে ধন্যবাদ।

 

আমাজন নিস সাইট নিয়ে যারা কাজ করেন, তাদের মধ্যে যারা এক্সপার্ট তারা বেশিরভাগই বলেন- এই এনালাইসিস ব্যাপারটা খুবই মজার যদি আপনি গুগলের মেইন ভিউ অব পয়েন্টগুলো বুঝতে পারেন।
সুতরাং এনালাইসিস-এ যাওয়ার আগে গুগলের কিছু মেট্রিক্স সম্পর্কে আমাদের ক্লিয়ার থাকা আবশ্যক। এই লেখায় সেগুলো আলোচনা করবো। চেষ্টা করবো লেখায় টেকনিক্যাল ভাষা ব্যবহার না করে সহজবোধ্য নিজস্ব ভাষা ব্যবহার করার। যাতে করে আপনারা সহজে ব্যাপারটা বুঝতে পারেন। তাই কেউ পন্ডিতি করে আবার বলতে যাবেন না- বইয়ের সাথে তো আপনার সংজ্ঞা মিলছে না। তো আপনার কাছে যদি মনে হয়, আমার লেখা আপনার কাছে সমস্যা, আপনি প্রশ্ন করতে পারেন। আর আপনার যদি মনে হয়- বইয়ের ভাষা আপনার দরকার, তাহলে আমার টিউটোরিয়াল না পড়ে দয়া করে বই পড়ুন। সেটাই বরঞ্চ আপনার জন্য ভালো। আমার জন‌্যও। কী বলেন?

 

গুগলের এলগরিদম প্রায় নিয়মিতই আপডেট হয়। এবং কীওয়ার্ড এনালাইসিসে ভালো করার জন্য আপনাকে এসব আপডেট সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকতে হবে। এই জন্য কিছু ওয়েবসাইট, ব্লগ আপনাকে নিয়মিত পড়তে হবে। যেমন: গুগল ওয়েবমাস্টার ব্লগ, গুগল ইনসাইড সার্চ, ময ব্লগ, ম্যাট কাটস ব্লগসহ আরও বেশ কয়েকটি। এবং পড়তে পারেন আমার নিজের ব্লগ- এজন স্টার। এখানে আমি লিখি আমার নিজস্ব কাজের ধরণ। যা করে আমি সফলতা পেয়েছি সেগুলো জানতে পারবেন এখানে। আজকের লেখায় এবং আমার অন্যান্য লেখায় এরকম যেসব ব্লগের নাম আসবে সেগুলো নিয়মিত ফলো করবেন। পারসোনালি আমি নিজেও এসব ব্লগ পড়ি। আপনারাও পড়াশোনা নিয়মিত করবেন। এটা বেশ মজার এবং ফলপ্রসু। পড়বেন এবং কিছু বঝতে সমস্যা হলে "টিউমেন্ট" করবেন ঐ সাইটগুলোতে। দেখবেন ব্লগ অউনারের সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে। মার্কেটিং-এ যা আপনার খুবই কাজে লাগবে ভবিষ্যতে।

 

কীওয়ার্ড কম্পিটিশন এনালাইসিস সম্পর্কে আরেকটু বিস্তারিত বলার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন- আপনারা কি জানেন কেন আমরা কম্পিটিশন এনালাইজ করবো? যদি জানেন তাহলে সেটা খুবই ভালো। আর যদি না জানেন তাহলে আমি আমার মতো বলছি, আপনার জানার সাথে মিলিয়ে নিন- কীওয়ার্ড কম্পিটিশন এনালাইজ করে আমরা দেখবো এই কীওয়ার্ডটা নিয়ে কাজ করে আমরা সফলতা পাবো কিনা? পেলে কতদিন লাগবে? এবং কীভাবে কাজ করলে সফলতা পাবো। সফলতা পাওয়া মানে এই কীওয়ার্ডটা গুগলে রেংক করাতে পারবো কিনা? রেংক করানোর অর্থ হচ্ছে- এই কীওয়ার্ডটা দিয়ে যে ওয়েবসাইট তৈরি করবো সেটা আমরা গুগলের প্রথম পেজে আনতে পারবো কিনা? পারলে কীভাবে আনবো?

অর্থাৎ আমাদের নির্দিষ্ট কীওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দিলে প্রথম পেজে যে দশটা ওয়েবসাইটের লিংক আসবে সেগুলো এনালাইজ করে আমরা ডিসিশন নেবো আমরা যদি ঐ কীওয়ার্ড দিয়ে একটা সাইট বানাই তাহলে সহজে সে সাইটটা এই ১০ টা সাইটকে টপকে সবার উপরে আনতে পারবো কিনা?

ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার হলে ভালো। না হলেও অসুবিধা নেই। কারণ লেখটা এখনও শেষ হয়নি। এই লেখাটা শেষ হলে পুরো ব্যাপারটা আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি।

 

কম্পিটিশন এনালাইসিস কী?

কীওয়ার্ড বা নিস সাইট কম্পিটিশন এনালাইসিস কী সেটা উপরের প্যারাতে মোটামুটি বলেছি। এবার আরেকটু ক্লিয়ার হোন। ধরুন, আমি যদি “Best Coffee Maker” লিখে গুগলে সার্চ দিই, তাহলে গুগলের প্রথম পেজে ১০ টি লিংক শো করবে, রাইট? ঐ ১০ টা ওয়েবসাইট কি কারণে প্রথম পেজে আসছে সেগুলো আমরা খোঁজে দেখবো। এবং ঐ সাইটগুলোর দুর্বল দিক আছে কিনা সেগুলো খুঁজে নিয়ে আমরা এনালাইজ করে সিদ্ধান্ত নেবো আসলেই এই কীওয়ার্ডটা (“Best Coffee Maker”) নিয়ে আমরা কাজ করতে পারবো কিনা? আর কাজ করলে, কীভাবে কাজ করলে আমরা আমাদের সাইটটা প্রথমে নিয়ে আসতে পারবো? এবং নিয়ে আসাটা আমাদের জন্য হার্ড হবে নাকি সহজ হবে? এই সবই আমরা জানতে পারবো এনালাইসিসের ফলাফল থেকে। ঠিকাছে?

 

কীভাবে আমরা এনালাইসিস করবো?

আমাদের কম্পিটিটর খুব শক্ত নাকি সহজ সেটা বুঝতে পারা যায় কিছু সুনির্দিষ্ট মেট্রিকস ফলো করলে, হিসাব-নিকাশ করলে। এই বিষয়গুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলাপ করবো। একটা ব্যাপার- মেট্রিকস অনেক আছে। কিন্তু শুরুতেই যদি আমি সবগুলো নিয়ে বলতে যাই তাহলে আপনারা সমস‌্যায় পড়বেন বলেই আমি মনে করি। ন‌্যুনতম যে মেট্রিকসগুলো না হলেই চলে না, এবং যেগুলো খুবই দরকারি সেগুলো নিয়েই আমরা ডিসকাস করবো। নিস সাইট শুরু করার জন্য এই কয়েকটা মেট্রিকসই যথেষ্ট। গুরুত্বপূর্ণ মেট্রিকসগুলো হচ্ছে:

১. টাইটেলে কীওয়ার্ড
২. ব্যাকলিংক সংখ্যা
৩. পেজ অথোরিটি (পিএ)
৪. ডোমেইন অথোরিটি (ডিএ)
৫. ট্রাস্ট ফ্লো (টিএফ)
৬. সিটাশন ফ্লো (সিএফ)
৭. মেটা ডেসক্রিপশন এবং
৮. সাইটের বয়স

এই কয়েকটা জানাই যথেষ্ট। এই কয়েকটা মেট্রিকস প্রোপারলি এনালাইজ করতে পারলে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলেই আমি মনে করি। আমিও এগুলোই সাধারণত দেখি। চলুন এই মেট্রিকসগুলো নিয়ে আলোচনা করা যাক। তার আগে আপনাদের জন্য একটা গিফট...

 

কীওয়ার্ড এনালাইসিস শীট

যে কীওয়ার্ড নিয়ে কাজ করবেন সেগুলো সুন্দর করে লিপিবদ্ধ করে এনালাইজ করে সিদ্ধান্তে আসার জন্য আপনাদের জন্য একটা এক্সেল এনালাইসিস শীট গিফট করা হলো। এই এক্সেল শীটটি আমি আমার কাজে ব্যবহার করি। নিচের লিংক-এ অথবা ছবিতে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে নিচের ছবির মতো অংশে গিয়ে টুইটার, ফেসবুক বা গুগল প্লাসে ক্লিক করে শেয়ার দিলে এক্সেল শীটটি ডাউনলোড করতে পারবেন।

এনালাইসিস শীটটি আমি গিফট পেতে চাই

 

টাইটেলে কীওয়ার্ড

আপনার ব্রাউজারে http://www.google.com-এ যান। http://www.google.com.bd নয় অবশ্যই। http://www.google.com-এ গিয়ে সার্চ বারে লিখুন “Best Coffee Maker” তারপর এন্টার চাপুন। প্রথম পেজের ১০ টি লিংক দেখুন:


এভাবে আপনি যখন একটা কীওয়ার্ড লিখে সার্চ দেবেন তখন খেয়াল করুন প্রথম পেজে থাকা ১০ টি লিংকের টাইটেলে কীওয়ার্ডটা হুবহু দেয়া আছে কিনা? যদি থাকে তাহলে বুঝা গেলো ঐ সাইটের ভ্যালু বেশি। আর যদি না থাকে তাহলে ঐ সাইটের ভ্যালু কম, মানে ঐ সাইটের একটা দুর্বল দিক আছে। আপনি যদি ঐ কীওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে টাইটেলে অবশ্যই কীওয়ার্ড দেবেন। এভাবে ১০ টা সাইটের টাইটেলই চেক করবেন। এবং যে শীটটা দিয়েছি ঐ সাইটে লিপিবদ্ধ করবে হ্যাঁ অথবা না লিখে। হ্যাঁ মানে টাইটেলে কীওয়ার্ড আছে আর না মানে নেই। ওকে?

 

ব্যাকলিংক সংখ্যা

আশা করি ব‌্যাকলিংক সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে। ব্যাকলিংক হলো- আপনার সাইটের লিংক অন্য সাইটে থাকা। তবে আপনি যদি এসইও সম্পর্কে আপডেট থাকেন তাহলে জানতে পারবেন- ব্যাকলিংকের ব্যাপারটা এখন আর আগের মতো নেই। গুগল এখন রিলেটেড ব্যাকলিংককেই কাউন্ট করে। অর্থাৎ আপনার সাইট যদি হয় কফি মেকার নিয়ে তাহলে এই রিলেটেড সাইট থেকেই আপনার সাইটের ব্যাকলিংক হতে হবে। কিন্তু আপনার সাইটের ব্যাকলিংক যদি হয় কম্পিউটার রিলেটেড সাইট থেকে তাহলে গুগল সেটাকে নেগেটিভ হিসেবে ধরে নেবে। এতে আপনার সাইটের উপকারতো হবেই না, বরং আরও ক্ষতি হবে।
তো আপনার কম্পিটিটর সাইটগুলোর ব্যাকলিংখগুলো চেক করে দেখুন। প্রতিটার ব্যাকলিংক প্রোফাইল কেমন? যদি অনেক বেশি ব্যাকলিংক হয় তাহলে এই কীওয়ার্ড নিয়ে কাজ না করাই ভালো। একটা সাইটের ব্যাকলিংখ, ডোমেইন অথোরিটি এবং পেজ অথোরিটি দেখার জন্য ওপেনসাইট এক্সপ্লোরার ব্যবহার করুন। এটি যদিও পেইড টুল, তবে ফ্রি সাইন আপ করে নিলে প্রতিদিন কয়েকটি সাইটের ব্যাকলিংক চেক করতে পারবেন। এছাড়াও আরও সাইট আছে যেগুলো দিয়ে একটা সাইটের ব্যাকলিংক চেক করা যায়।

 

পেজ অথোরিটি এবং ডোমেইন অথোরিটি কী?

পেজ অথোরিটি এবং ডোমেইন অথোরিটি ময.কম-এর দু'টি মেট্রিকস। একটা সাইটের বিভিন্ন দিক পর্যালোচনা করে ময ০ থেকে ১০০ পর্যন্ত একটা নাম্বার দেয়। আপনার কম্পিটিটর সাইটগুলোর পেজ অথোরিটি এবং ডোমেইন অথোরিটি যতো কম হবে ততই ভালো। প্রথম পেজে থাকা অন্তত ৩ টি সাইটের পেজ অথোরিটি এবং ডোমেইন অথোরিটি যেন ৩০-এর কম থাকে। যদি না থাকে এরকম, তাহলে ওই কীওয়ার্ড নিয়ে কাজ না করাই শ্রেয়। কারণ রেংক করাতে আপনার কষ্ট হবে। ডোমেইন অথোরিটি এবং পেজ অথোরিটি এবং অন্যান্য আরও কিছু মেট্রিকস চেক করার জন্য আপনার ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজারে মযবার এডন/এক্সটেনশন ইউজ করতে পারেন।

 

ট্রাস্ট ফ্লো (টিএফ) এবং সিটাশন ফ্লো (সিএফ) কী?

ট্রাস্ট ফ্লো এবং সিটাশন ফ্লো হচ্ছে ম্যাজেস্টিক নামক একটি সাইটের দু'টি মেট্রিকস। একটা সাইটের ভ্যালু যতো বেশি হয় সেই সাইটের ট্রাস্ট ফ্লো এবং সিটাশন ফ্লো তত বেশি হয়। আপনার কীওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে গুগলের প্রথম পেজে যে ১০ টি লিংক পেয়েছেন, খেয়াল করুন অন্তত ৩ টি সাইটের ট্রাস্ট ফ্লো এবং সিটাশন ফ্লো যেন ৩০-এর নিচে আছে কিনা? আর যদি ২০-এর নিচে থাকা ৩টি পান তাহলেতো খুবই ভালো। ট্রাস্ট ফ্লো এবং সিটাশন ফ্লো চেক করার জন্য ম‌্যাজেস্টিক এসইও সাইটটি ব্যবহার করুন। এটিও পেইড টুল। তবে ফ্রিতে সাইনআপ করে নিলে কয়েকটি সাইট ফ্রি চেক করতে পারবেন।

 

অন্যান্য মেট্রিকস

এছাড়াও মেটা ডেসক্রিপশন এবং সাইটের বয়স একটা ফ্যাক্টর। লিংকগুলোর হুইজ চেক করলে সাইটের বয়স সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আরকাইভস থেকে সাইটের হিস্টোরি সম্পর্কে বিস্তারিত দেখে নিন। আর মেটা ডেসক্রিপশন হচ্ছে- গুগলে সার্চ দেয়ার পর যে ১০ টি সাইট আমরা পেয়েছি, সেগুলোর টাইটেলের নিচে দেখুন ছোট্ট একটা প্যারা আছে- সংক্ষিপ্ত বর্ণনা। এটাই মেটা ডেসক্রিপশন। এখানে কীওয়ার্ড ব্যবহৃত হয়েছে কিনা দেখুন। যে সাইটে না হয়েছে সেটা মার্ক করুন এক্সেল শিটটিতে। যখন আমরা সাইট বানিয়ে অন-পেজ এসইও করবো, তখন দেখিয়ে দেবো কীভাবে মেটা ডেসক্রিপশন ব্যবহার করতে হয়।

 

লং টেইল প্রো দিয়ে কীওয়ার্ড এনালাইসিস

আপনারা জানেন- লং টেইল প্রো একটি পেইড টুল। কীওয়ার্ড রিসার্চ অধ্যায়ে এই টুলটি সম্পর্কে আপনাদের বলেছি। এখানে আরও কিছু জানতে পারবেন। এটি আসলেই খুবই মজার একটি টুল। যা আপনার কাজকে সহজসাধ্য করে দেবে। তবু আমি শুরুতে আপনাদেরকে এই টুলটি কিনতে অনুৎসাহিত করছি। কারণ টুলটি বেশ ব্যয়বহুল এবং শুরুতে গুগল এডওয়ার্ডস এবং ম্যানুয়ালি কাজগুলো করলে আপনার জন্য ভালো হবে। যদিও পারসোনালি আমি কীওয়ার্ড রিসার্চ এবং এবং এনালাইসিসের জন্য এই টুলটি ব্যবহার করি এবং পছন্দ করি। কেন করি? কারণ এটা আমার সময় বাঁচিয়ে দেয় এবং কাজটি সহজ করে দেয়। শুরুতে একটা স্ক্রিনশট দেখুন। খেয়াল করুন- স্ক্রিনশটে আমি কিছু রেডমার্ক করে দিয়েছি। এগুলো আবার বিস্তারতি বর্ণনা করেছি নিচে। আগে স্ক্রিনশটটি দেখুন:

 

Keywords – Best Coffee Maker: খেয়াল করুন- হলুদ “Find Keywords” বাটনের নিচে যে বক্স আছে ওখানে "Best Coffee Maker" লিখে আমি এন্টার চেপেছি। তাই এখানে কিছু হিসাব-নিকাশ দেখাচ্ছে। Keywords-এর নিচে Best Coffee Maker তাই শো করছে। এবং এই কীওয়ার্ড গুগলে সার্চ দিলে যে ১০ টা লিংক প্রথম পেজে দেখাতো, সেই ১০ টাই Title and URL-এ দেখাচ্ছে।

 

Local Searches – 27,100: অর্থাৎ “Best Coffee Maker” কীওয়ার্ডটি ইউএসএ থেকে গুগলে ২৭,১০০ বার সার্চ হয়। এটাই এখানে দেখাচ্ছে। মনে আছে- গুগল এডওয়ার্ডসে আমরা এই বিষয়টা ডিটেইলস দেখেছিলাম? এখানে এটা কতো সহজে দেখে নিতে পারলেন। তাই না?

 

Average Keyword Competitiveness – 45: এভারেজ কম্পিটিটিভনেস বা কেসি (KC) হচ্ছে লং টেইল প্রো সফটওয়্যারের একটা হিসাব। একটা কীওয়ার্ডের কম্পিটিটর এনালাইজ করে লং টেইল প্রো ০ থেকে ১০০ পর্যন্ত একটা মার্ক দেয়। শুধুমাত্র এই কেসি দেখেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই কীওয়ার্ড নিয়ে কাজ করবেন কি করবেন না? আমরা দেখছিলাম “Best Coffee Maker” কীওয়ার্ডটি। এই কীওয়ার্ডের কেসি দেখাচ্ছে ৪৫। অর্থাৎ এটি মোটামুটি একটা হার্ড কীওয়ার্ড। নিচের ছবিটি দেখে কেসি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন:

 

সার্বিকভাবে নতুনদের জন্য কেসি ৩০ বা এর নিচে হলেই কাজ করতে সুবিধা। তবে ৩৫ পর্যন্ত নিতে পারেন যদি আপনার কাজ করার এভিলিটি থাকে। কিন্তু শুরুতে তার বেশি না নেয়াই ভালো।

 

এছাড়াও অন্যান্যগুলো...

আরও কয়েকটা বিষয়ে আমি রেডমার্ক করেছি। যেগুলো নিয়ে উপরে আলোচনা করেছি। আশা করি বিষয়গুলো বুঝতে কোনো সমস্যা হয়নি। ডোমেইন অথোরিটি, পেজ অথোরিটি, সাইট এজ ইত্যাদি না বুঝতে পারলে উপরের অংশটা আবারও পড়ে নিন।

 

সর্বশেষ কথা

আজকের মতো এই পর্যন্তই থাকলো। বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন। অবশ্যই উত্তর দেবো। গত পর্ব আর এই পর্ব যদি আপনি ভালো করে বুঝে থাকেন তাহলে নিস সাইট সম্পর্কে আপনার কাজ ৭০% কমপ্লিট হয়ে গেছে ধরে নিন। সুতরাং এই পর্ব এবং কীওয়ার্ড রিসার্চ পর্ব বারবার পড়ার জন্য সাজেস্ট করবো আমি।

ভালো থাকুন, সাথেই থাকুন।

 

 

 

...
বি:দ্র: আগামী পর্ব বিদেশ থেকে বেড়িয়ে এসে তারপর লিখবো ইনশাল্লাহ। বেড়ানোর আনন্দ ১০০% উপভোগ করার জন্য সাথে ল্যাপটপ নিচ্ছি না। সুতরাং পরবর্তী পর্ব বিদেশ থেকে ফিরে লিখবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন সবাই, যেন সুস্থ্য দেহে ফিরে এসে আবার কাজে যোগ দিতে পারি এবং আপনাদের জন্য পরবর্তী পর্বগুলো সময়মতো লিখতে পারি। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি এজন স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tune tar jonno gotokal theke khub wait kortesilam
thanks vai

Level 0

Thanks for continue…

    শেষ পর্যন্ত কন্টিনিউ করা হবে ইনশাল্লাহ।

ভাল লেগেছে, চালিইয়ে যান ………।

টিউনের জন্য ২ দিন ধরে অপেক্ষা করছি।ধন্যবাদ

    দুঃখিত আপনাদের অপেক্ষায় রাখার জন্য। ব্যস্ততার জন্য দেরি হয়ে গেলো। পড়ে জানাতে ভুলবেন না কেমন হলো এই পর্ব? ধন্যবাদ সাথে থাকার জন্য।

আমার মনে হয় উনার আতে গা লাগছে 🙁 তাই, এমন করতেছে 🙁
কারো কথায় কস্ট পেয়ে প্লিজ টিউন করা স্টপ কইরেননা 😛
অনেক ভালো হইছে আজকের টিউনটা…

বস ভাল কোন উদ্দেশ্যে কাজ করার উদ্যেগ নিলে অনেকে অনেক রকম কথা বলবে তাতে আপনি মন খারাপ করবেন না। আপনি চালিয়ে জান আমরা আছি আপনার সাথে। ধন্যবাদ

    সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আর এম্নি এম্নি কমেন্টের শেষে তো ধন্যবাদ দিতেই হয়… 🙂

বস এ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে [email protected] এ আপনার একান্ত সহযোগীতা কামণা করছি। আর সর্ব সাকুল্যে বলতেহয় সুপার হিট,চালিয়ে যান।

    সহযোগিতার জন্যই তো শত ব্যস্ততা দূরে ঠেলে আপনাদের জন্য লিখতে বসেছি ভাই। এখন আপনাদেন যদি কাজে লাগে তাহলেই সার্থক হয় কষ্টটা… 🙂

Level 0

many many thanks, Allah apnake valo vabe deshe asar towfik dan korun.

apnra tune er jonno wait krtachilam vai,,jodio apnar blog theke agei pore niachi ei tutorial ta tao banglai aro valo vable clear hoilam

অনেক সুন্দর ভাই। আপনার পরবর্তী লেখা জন্য অপেক্ষায় রইলাম। আশা করি খুব শীঘ্র টিউন করবেন। আপনার জন্য শুভ কামনা রইল।

    পরবর্তী টিউটোরিয়াল শিগগিরই আসবে ইনশাল্লাহ। দোয়া করুন। আর সাথেই থাকুন।

Level 0

ভাই এই কয়দিন চরম টেনশনে ছিলাম। খালি আপনার টিউনের জন্যে………… এই টিউনটা দেখে জানে পানি আইসে 🙂

একটা প্রশ্ন,গুগল এডওয়ার্ডসে compition high আর low এর মানে কি?
কম্পিটিশন হাই হলে সুবিধা নাকি লো হলে সুবিধা??

    compition high মানে ওই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার কাংখিত সাইট প্রথম পেজে আনতে অনেক কাঠ-কয়লা পুড়াতে হবে যা খুব কস্টকর ও সময়সাধ্য ব্যাপার ।
    আর, compition low, মানে কি আশা করি এমনিতেই বুঝতে পারছেন 😛

    গুগল এডওয়ার্ডসের এই অপশনটা সম্পর্কে আমি কিছু বলিনি। যেটা বলিনি সেটার দরকার নেই ধরে নেবেন। তারপরও যেহেতু জিজ্ঞেস করেই ফেলেছেন, বিষয়টা ক্লিয়ার করছি, তবে আপাতত এটা আপনার দরকার নেই। কিন্তু জেনে রাখুন:

    “গুগল এডওয়ার্ডসে compition high আর low এর মানে” জানার আগে জেনে নিন- গুগল এডওয়ার্ডস মূলত কাদের জন্য? গুগল এডওয়ার্ডস হচ্ছে- গুগলে যারা বিজ্ঞাপন দেন সেই বিজ্ঞাপনদাতাদের জন্য। অর্থাৎ বিজ্ঞাপনদাতার সুবিধার জন্যই গুগল এই “গুগল এডওয়ার্ডস” অপশনটা তৈরি করেছে। কিন্তু যেহেতু সার্চ ভলিউমটা আমাদের মতো যারা গুগল নিয়ে কাজ করেন তাদের জন্যও কাজে লাগে, তাই সহজভাবে আমরাও এটা ব্যবহার করি।

    সুতরাং গুগল এডওয়ার্ডস-এর হাই/লো ব্যাপারটা আমাদের জন্য নয়, যারা গুগলে বিজ্ঞাপন দেবেন তাদের জন্য। এটা নিয়ে আমাদের মাথা আপাতত না ঘামালেও চলবে। কিন্তু আপনি যখন গুগলে বিজ্ঞাপন দেবেন তখন এটা আপনার কাজে লাগবে। ঠিক আছে? সো আপাতত এটা থেকে দূরে থাকাই আমাদের জন্য শ্রেয়। অযথা বেশি জেনে মস্তিষ্ক ভারি করে লাভ আছে?

ভাই মনে কিছু নিবেননা। আমি টাইটেল কীওয়ার্ড এর নিচের লাইন’টা বুঝি নাই।।

“”আপনি যদি ঐ কীওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে টাইটেলে অবশ্যই কীওয়ার্ড দেবেন। এভাবে ১০ টা সাইটের টাইটেলই চেক করবেন। এবং যে শীটটা দিয়েছি ঐ সাইটে লিপিবদ্ধ করবে হ্যাঁ অথবা না লিখে। হ্যাঁ মানে টাইটেলে কীওয়ার্ড আছে আর না মানে নেই”””

এখানে কোন টাইটেল’এ কীওয়ার্ড দিব বুঝি নাই ভাই। একটু হেল্প করেন।।

    এখানে টাইটেলে কীওয়ার্ড দেবেন বলতে উনি বুঝিয়েছেন যে,
    আমাদের নিস সাইটের টাইটেলে আমরা যেনো আমাদের কিওয়ার্ড ব্যাবহার করি 😛

    “টাইটেলে কীওয়ার্ড” পার্টে আমি গুগলের একটা স্ক্রিনশট দিয়েছি। ওটা ভালো করে খেয়াল করুন। সার্চে যেটা লিখেছি ওটা আমাদের কীওয়ার্ড, ঠিকাছে? ঐ কীওয়ার্ডটা সার্চ দেয়ার পর যে লিংকগুলো আমরা পেয়েছি ওখানটা ভালো করে দেখুন- প্রতিটা লিংকে একটা টাইটেল এবং এর নিচে ছোট একটা ডেসক্রিপশন আছে, তাই না? ঐখানের টাইটেল অংশটা দেখুন- সার্চ দেয়া কীওয়ার্ডটা ঐ টাইটেল অংশে আছে কি নেই? দেখুন আমি মার্ক করেছি রেড বর্ডার দিয়ে।

    ব্যাপারটা কি ক্লিয়ার করতে পারলাম? বুঝতে সমস্যা হলে জানান, দরকার হলে আরও ডিটেইলস লিখবো।

    প্রশ্নের জন্য ধনবাদ, ভালো থাকুন। সাথেই থাকুন।

Gift টার জন্য ধন্যবাদ। এটা আমদের অনেক কাজে আসবে।
১ টা প্রশ্ন ছিল।
Niche site সাধারনত যেকোনো ১ টা পণ্য নিয়া করতে হয়। আপনি বলেছেন।
আমি যদি Coffee maker নিয়া কাজ করতে চাই।
তাহলে google search এ
http://www.goodhousekeeping.com/appliances/coffee-maker-reviews/
এই ধরনের কিছু লিঙ্ক দেখায় উপরের সাইটটিতে Coffee maker ছাড়াও অনেক ধরনের পণ্য আছে।
তাহলে আমাদের Niche site কি, ১ টা পণ্য নিয়া হবে নাকি ১ই জাতীয় কিছু পণ্য নিয়া করা যাবে?

    আপনার প্রশ্নের উত্তর আগেও দেয়া হয়েছে। যখন আমার টিউটোরিয়ালগুলো পড়বেন, তখন বিভিন্নজনের করা প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তরসমূহও পড়বেন- আপনাদের জন্য কাজে লাগবে।

    যাইহোক, আবারও বলিছ- নিস সাইট মাত্র একটা প্রোডাক্ট নিয়ে করা যায় অথবা একই ধরণের একাধিক প্রোডাক্ট নিয়েও করা যায়। যেমন- আপনি কফি মেকার নিয়ে কাজ করলে একই সাথে একাধিক কোম্পানীর কফিমেকার নিয়ে কাজ করতে পারেন, কফি মেকারের এক্সেসরিজসমূহ সেল করতে পারেন ইত্যাদি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। বুঝতে সমস্যা হলে জানাবেন।

    ধন্যবাদ, সাথেই থাকুন।

ধন্যবাদ ভাইয়া ।। keep it up বুঝতে কোনো সমস্যা হয়নি।। খুব ভাল ভাবে বুঝিয়েছেন।।

অনেক সুন্দর ভাই। আপনার পরবর্তী লেখা জন্য অপেক্ষায় রইলাম। খুব ভাল ভাবে বুঝিয়েছেন।।

সত্যি দারুন!! ভাই অত্যন্ত সহজবোধ্যভাবেই বুঝিয়েছেন!!!
ভাই, যদি বিনা মূল্যে আমাদের উপার্জনের একটা পথ দেখিয়ে উপকার করতে চান তবে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব। কিন্তু দেখবেন আবার মাঝ পথে আমাদের সমুদ্রে ফেলে দিয়ে চলে যাবেন না যেন!!!!
যদি এমন চিন্তা মাথায় থাকে তো প্লিজ আপনি সরে যান। আমি আশা রাখি আমরা যারা আপনার দেয়া টিউটোরিয়ালগুলো গোগ্রাশে ভোগ করছি এদের মধ্যে প্রায় সবাই আমার মত সব হারিয়ে আজ নিঃস্ব হয়ে কারো একটু আশায় বুক বেধে বসে আছেন।
শুভ কামনায়!!!!

খুব দেরিতে হলেও আমি আপনার টিউন এর সন্ধান পাইলাম। অনেক ধন্যবাদ

আমাকে ফেসবুক গ্রুপে রাখার আবেদন করছি।

হ্যালো, সবার কী খবর? যা যা কাজ দিয়েছিলাম সব ভালো করে প্রাকটিস করেছেন বাসায়? না কি হাত-পা গুটিয়ে বসে আছেন পরবর্তী টিউনের জন্য? আমার বিশ্বাস সবাই প্রাকটিস করেছেন যথেষ্ট পরিমাণে।

আর আমিও পরবর্তী টিউন নিয়ে হাজির হচ্ছি এই সপ্তাহেই। পেছেনের টিউটোরিয়ালগুলো আরও একবার ভালো করে দেখে নিন… আসছে পরবর্তী পর্ব শিগগিরই… আপনি প্রস্তুত তো?

Level 0

THANKS BRO ……………. WAITING………………. WAITING ………………. AND WAITING……………….

ভাই অধীর আগ্রহে আছি! আপনার সাড়া পেয়ে যার পর নাই খুশি হলাম। আশাকরি সুস্থ্য ভাবেই ফিরে এসেছেন! দেশের বাইরে কেমন উপভোগ করলেন? আর আপনি কেমন আছেন?

ভাই কেমন আছেন? 2015 গিয়ে 2016 যাচ্ছে যাচ্ছে!! আপনি পরের টিউন করবেন কখন?
আপনার টিউনের অপেক্ষায় আছি!!! দয়া করে আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন প্লিজ!
আপনার শুভ কামনা করছি।

thanks alote, but i want your help in alltime and steps as a great tutor to do this work.please…..

শিগগিরই-এই শব্দটার সময় সিমা কত দিনের হয় ???

ভাই অধীর আগ্রহে আছি! পরবর্তী পোস্ট কবে আসবে ???

কি ভাই আপনি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন নাকি?
কিন্তু আপনি বলেছেন- “শুধুমাত্র পরিশ্রমী এবং সৎ যারা তারাই আমার এই পদ্ধতিতে ইনকাম করতে পারবেন”
তাহলে সেখানে কি ধৈর্যের কথাটা উল্লেখ করার প্রয়োজন ছিলনা?

আর যদি আপনি কোন ঝামেলায় জড়িয়ে থাকেন তবে দোয়া করি আপনি যেন তাড়াতাড়ি সে ঝামেলা এড়িয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন!!!!!

আপনার পরবর্তী টিউনের জন্য অধীর আগ্রহ নিয়ে আপনার শুভ কামনায় আছি!

অনেক কাঠ-খড় পুড়িয়ে ৪র্থ কিস্তি টিউটোরিয়াল লিখতে সমর্ত হলাম বন্ধুগণ। অনিচ্ছাকৃত দেরির জন্য আন্তরিক দুঃখিত। এই নিন লিংক: https://www.techtunes.io/tutorial/tune-id/418209

আপনার পরবর্তী টিউনের জন্য বুকভরা আশা নিয়ে অপেক্ষায় অাছি। জানিনা কবে শেষ অপেক্ষার পালা।

বন্ধুরা, আজকে প্রকাশ হলো ৫ম কিস্তি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেরি হওয়ার জন্য খুবই দুঃখিত। চেষ্টা করবো পরেরগুলো দ্রুত লিখতে। এই নিন লিংক: https://www.techtunes.io/tutorial/tune-id/427807

হ্যালো বন্ধুগণ, সুখবর!
পর্ব – ০৬ প্রকাশ হলো এই মাত্র। টাটকা পড়ে নিতে পারেন এখনই: https://www.techtunes.io/tutorial/tune-id/427962

যেকোনো পরামর্শ সমস্যা শেয়ার করতে ভুলবেন না একেবারেই… সাথেই থাকুন…. 🙂

বন্ধুরা, আজকে পাবলিশ হলো সিরিজের ৭ম পর্ব। সময় করে পড়ে নিতে পারেন: https://www.techtunes.io/tutorial/tune-id/429284

ধন্যবাদ। সাথেই থাকুন।

ভাইয়া, https://majestic.com/ মেজেস্টিক এর পরিবর্তে কি ইউজ করতে পারি? আমি আপনার টিউটোরিয়াল ফলো করছি। https://moz.com/researchtools/ose/ এই টুল ফ্রি তে ইউজ করতে পারছি কিন্তু মেজেস্টিক এ পারছি না। সেক্ষেত্রে মেজেস্টিক এর পরিবর্তে কি ইউজ করতে পারি?

গুগল সার্চ করে যেই লিঙ্ক গুলা পাচ্ছি, সেগুলো নিস সাইট কি না কিভাবে বুঝব? আপনার প্রদত্ত সিট এ ফোরাম পোস্ট ও QA Website এই দুইটা কলাম এর ইনফর্মেশন কোথায় পাব?

আমি আপনার টিউনটি অসম্ভম পছন্দ করছি।