আমাজন এফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০০ ডলার আয় করার প্ল্যান :: কীওয়ার্ড রিসার্চ : আমাজন এফিলিয়েট মার্কেটিং-এর সবচেয়ে গুরুত্ব অংশ [চেইন টিউন : পর্ব – ০২]

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। ভূমিকা পর্ব এবং প্রথম পর্ব টিউটোরিয়াল লেখার পর আপনাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আমাকে মুগ্ধ করেছে। আশা করি ১২তম পর্ব পর্য়ন্ত আপনারা এভাবেই সাথে থাকবেন। তবে সাথে থাকুন আর নাই থাকুন, আমি এই ১২ পর্ব টিউটোরিয়াল লিখবোই ইনশাল্লাহ। গত পর্ব পাবলিশ হওয়ার পর থেকেই অনেকে জানতে চাচ্ছেন কবে আবার দ্বিতীয় পর্ব পাবলিশ করা হবে?

তাদের সুবিধার জন্য আজকে একটা তিনমাসব্যাপী সম্ভাব্য টিউটোরিয়াল প্রকাশের ডেটলাইন দিয়ে দিলাম নিম্নে। এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু বলেছি ১২ পর্ব টিউটোরিয়াল আমি ৩ মাসে পাবলিশ করবো সুতরাং তারিখগুলো সেভাবেই সাজানো হয়েছে।

তাই দেখে নিন কীভাবে, কোনদিন কোন আর্টিক্যাল বা টিউটোরিয়াল পাবলিশ হবে:

তবে আগেই বলে রাখি- এই তারিখ অবশ্যই আমি মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু কোনো কারণে যদি লেট হয়ে যায় তাহলে ক্ষমা করবেন। যেমন পর্ব-০৪ এবং পর্ব-০৫ সম্ভবত আমি সময়মতো আপনাদের দিতে পারবো না। কারণ এই সময় আমি দেশের বাইরে থাকবো- বেড়াতে যাবো (দোয়া করবেন আমার জন্য), যদিও সাথে ল্যাপটপ থাকবে, এবং চেষ্টা করবো কোনো হোটেল রুম বা পাহাড়ের চূড়ায় বা কোনো কফিশপে বসে পর্ব দুটো লিখে ফেলার। কিন্তু বেড়াতে গিয়ে বেড়ানোর আনন্দ মাটি করে নয় অবশ্যই। সুতরাং আগেই আপনাদের জানিয়ে রেখে ক্ষমা চেয়ে রাখছি।

 

ভূমিকা পর্ব: আমাজন এফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০০ ডলার আয় করার প্ল্যান [চেইন টিউন] – যারা সহজ রাস্তায় ইনকাম করার চিন্তা করছেন, দূরে থাকুন! [পাবলিশ ডেট: ২৫-১১-২০১৫]

 

আমাদের ১২ পর্বের পরিপূর্ণ টিউটোরিয়ালসমূহ

পর্ব - ০১: আমাজন নিস সাইট প্ল্যানিং

পর্ব - ০২: কীওয়ার্ড রিসার্চ: আমাজন এফিলিয়েট মার্কেটিং-এর সবচেয়ে গুরুত্ব অংশ

পর্ব - ০৩: নিস সাইট কম্পিটিশন এনালাইসিস স্ট্রাটেজি

পর্ব - ০৪: নিস সাইটের জন্য পারফেক্ট ডোমেইন এবং বেস্ট হোস্টিং বাছাই

পর্ব - ০৫: পেইড ডোমেইন ও হোস্টিং-এর বিকল্প [যাদের ডোমেইন হোস্টিং কেনার সামর্থ নাই]

পর্ব - ০৬: সঠিক পদ্ধতি অবলম্বন করে নিস সাইট ডিজাইন [কোডিং জ্ঞান ছাড়াই]

পর্ব - ০৭: নিস সাইটের জন্য প্রয়োজনীয় কনটেন্ট লেখা/সংগ্রহ এবং সাজানো

পর্ব - ০৮: মাত্র একটি পদ্ধতি অবলম্বন করে নিস সাইটের অন-পেজ এসইও করুন পারফেক্টভাবে

পর্ব - ০৯: কীভাবে আমাজন এসোসিয়েটস একাউন্ট-এর জন্য এপ্লাই করবেন?

পর্ব - ১০: অফ-পেজ এসইও করুন সুনির্দিষ্টভাবে মাত্র তিন ধাপে

পর্ব - ১১: নিস সাইটে আমাজন এফিলিয়েট লিংক এড করুন আর শুরু করুন আর্নিং

পর্ব - ১২: নিস সাইট থেকে প্যাসিভ ইনকাম

তো আজকে পাবলিশ হচ্ছে দ্বিতীয় পর্ব। কথা আর বেশি না বাড়িয়ে চলুন টিউটোরিয়াল সম্পর্কিত কথায় চলে যাই:

 

উপস্থাপনা:

আজকের বিষয় হচ্ছে কীওয়ার্ড বাছাইকরণ বা কীওয়ার্ড রিসার্চ করে আমাদের কাঙ্খিত নিস সাইটের জন্য একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কীওয়ার্ড সিলেক্ট করা।

 

ভূমিকা:

কীওয়ার্ড বাছাই কেন এতো গুরুত্বপূর্ণ? কারণ কীওয়ার্ড বাছাইয়ের উপরই নির্ভর করছে আপনি নিস সাইটের মাধ্যমে সাকসিড হবেন কি হবেন না? প্রসংগত উল্লেখ্য, আমি আমার প্রথম তিনটি নিস প্রজেক্টে লস খেয়েছি ভুল কীওয়ার্ড নির্বাচন করার কারণে। আপনি যত পরিশ্রম আর যত টাকা ইনভেস্ট করেন না কেন, যদি আপনার কীয়ার্ড সিলেকশন ভুল হয় তাহলে কিছুতেই আপনি আপনার নিস সাইটটিকে র‌্যাংক করাতে পারবেন না। আর র‌্যাংক করাতে না পারলে আপনার ইনকাম জিরো এটাতো আর বলে দেয়া লাগে না, তাই না? সুতরাং বুঝতেই পারছেন এই পর্বটি হলো আমাদের সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ পর্ব।

 

কীওয়ার্ড কি?

কৗওয়ার্ড হচ্ছে এক বা একাধিক শব্দের সমষ্টি যা সার্চ ইঞ্জিনে সার্চ করার সময় লেখা হয়। গুগলে সার্চ দিলে কীওয়ার্ডের ডেফিনিশন পাবেন সুতরাং বইয়ের ভাষায় বুঝিয়ে আমি সময় নষ্ট করবো না। আমি আমার ভাষায় বলে যাবো যেটা আপনাদের জন্য বুঝতে সহজ হবে।
মনে করুন আপনি গুগলে সার্চ দেবেন কীওয়ার্ড সম্পর্কে জানার জন্য। তাহলে কী লিখবেন? আপনার লেখার নমুনা এরকম হতে পারে:
:: What is Keyword?
:: Definition of Keyword
:: Keyword
etc etc... তাই না? এই যে উপরে তিনটি শব্দ বা শব্দমালা লিখেছি তাদের প্রত্যেকটি একেকটি কীওয়ার্ড। আশা করি মূল ব্যাপারটি আপনারা ধরতে পেরেছেন।

 

পারফেক্ট কীওয়ার্ড কীভাবে খোঁজে পাবো?

যেহেতু আমি বারবার বলছি যে, কীওয়ার্ড বাছাই করতে হবে গুরুত্বসহকারে, না হলে নিস সাইট করায় আপনি ফেইল করবেন তাহলে নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগছে কীভাবে আমি পারফেক্ট কীওয়ার্ড পাবো? খোঁজার উপায়-ই বা কী? ওকে, ডোন্ট অরি। আমি আমার এই লেখায় বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবো। আমার বিশ্বাস, এই লেখা পড়ে শেষ করার পর থেকেই আপনি নিজেই হয়ে যাবেন কীওয়ার্ডের কারখানা। আপনার মাথায় শুধুই কীওয়ার্ড ঘুরতে থাকবে। কী বিশ্বাস হয় না? চলুন তবে হাতে-কলমে সেই প্রমাণ হয়ে যাক।

 

ব্রেইনস্টর্মিং এবং আইডিয়া জেনারেশন

ভালো কীওয়ার্ড পাওয়ার অনেক ওয়ে আছে। সবচেয়ে বড় ওয়ে হচ্ছে আপনার মস্তিষ্ক। সুপার কম্পিউটারের চেয়ে হাজারগুণ বা তারও বেশি ক্ষমতাসম্পন্ন আপনার মস্তিষ্ককে যদি পারফেক্টলিভাবে কাজে লাগাতে পারেন তাহলে আর আপনাকে কিছুর পেছনে ছুটতে হবে না। আমি আপনাকে বলছি আপনার “কমন সেন্স” বিষয়টার কথা। এই কীওয়ার্ড বাছাইয়ের জন্য যদি কমন সেন্স ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনিই হবেন সর্বেসর্বা। কীভাবে?

ধরুন আপনি অনলাইন থেকে কিছু কিনবেন। তো সেই বিষয়টি সম্পর্কে আপনার তেমন জানা নেই। তাহলে কী করবেন? গুগলে সার্চ করবেন, তাই না? মনে করি আপনি গুগল থেকে একটি “Coffee Maker” কিনবেন। যা দিয়ে আপনি ঘরেই সুন্দর ও সুস্বাদু কফি বানিয়ে খেতে পারবেন। কিন্তু কফি মেকার সম্পর্কে আপনি ভালো জানেন না। তাই আশ্রয় নিলেন মহামতি গুগল সাহেবের। গুগলে কীভাবে আপনি সার্চ দেবেন? দেখুন নিচের পদ্ধতিগুলোই কিনা?

:: Best Coffee Maker
:: Cheap Coffee Maker
:: Cheap Best Coffee Maker
:: Coffee Maker for Home
:: Best Coffee Maker for Home
:: Cheap Coffee Maker for Home
:: Coffee Maker Review
:: Best Coffee Maker Review
:: Top Rated Coffee Maker
:: Family Coffee Maker
:: Best Family Coffee Maker… ইত্যাদি ইত্যাদি।

উপরের সবগুলোই কিন্তু এক একটি কীওয়ার্ড। দেখুন একটি বিষয় “Coffee Maker” থেকে কতগুলো পাওয়ারফুল কীওয়ার্ড বেরিয়ে আসলো। এখন আপনি আপনার মস্তিষ্ক কাজে লাগিয়ে অন্তত ১০ টি কীওয়ার্ডের জন্য উপরের লিস্টটি তৈরি করুন। তাহলে আপনার কীওয়ার্ড সংখ্যা হবে: ১০X১১ = ১১০টি।

১১০টি কীওয়ার্ড নিয়ে যখন আপনার মস্তিষ্ক ভাববে তখন দেখবেন আপনার চিন্তার জগত কতটা সুদূরপ্রসারী হয়ে যায়। আপনি নিজেই নিজের ক্ষমতা দেখে অবাক হবেন।

কিংবা এমন হচ্ছে যে, আপনি আপনার মস্তিষ্ক কাজে লাগিয়ে সুদূরপ্রসারী চিন্তা করতে পারছেন না? প্রোডাক্টের নাম মনে করতে পারছেন না? বা আপনার মস্তিষ্ক থেকে প্রোডাক্টের নাম মাথায় আসছে না? কোনো আইডিয়া আসছে না? নো প্রোবলেম! পরের ধাপে চলুন।

 

আপনি কিন্তু কীওয়ার্ড রিসোর্স সেন্টার!

কী, আমার কথা বিশ্বাস হচ্ছে না? কিন্তু এ কথা যে সত্যি তা আপনাকে এখুনি হাতে-কলমে দেখিয়ে দিচ্ছি। আপনি নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

:: টিভি দেখেন? দেখুন টিভিতে কত কত প্রোডাক্টের বাহার। সেগুলো নিয়ে ভেবেছন?
:: খেলাধুলা করেন? খেলাধুলার সমাগ্রিগুলো যে অনলাইনে বিক্রি হয় সে খবর তো আপনার অজানা নয়। অজানা?
:: আপনার শখ কি? অন্যদের শখ বা আপনার শখের বস্তুগুলো নিয়ে ভেবেছেন?
:: কীসের প্রতি আপনার আকর্ষণ? ভাবুন, ভেবে ভেবে দেখুন...
:: ফ্রি টাইমে কী করেন? জিমে যান? নাকি অন্য কোনো কাজে ব্যয় করেন? জিমে দেখুন কত কত জিনিস। ভিয়েতনামি এক আমাজন এফিলিয়েট মার্কেটার জিম করার মাত্র একটা প্রোডাক্ট নিয়ে একটা নিস সাইট বানিয়ে মাত্র তিন মাস কাজ করে সেই সাইট বিক্রি করেছেন দশ হাজার ডলার। ভাবা যায়? কিন্তু এটা সত্যি।
:: আপনি পত্রিকা পড়েন? পত্রিকায় দেখুন কত কত বিজ্ঞাপন। সেখানে কিছু না কিছু বিক্রি করারই চেষ্টা। সেগুলো কিন্তু অনলাইনেও বিক্রি হয়। হয় না? সেগুলো নিয়ে কেন ভাবছেন না?
:: বই পড়েন? কিন্ডল বুক, ই-বুক ইত্যাদি বিক্রি করেও এখন অনেকে কোটিপতি। আপনি কেন দেরি করছেন?
:: আপনি কী ধরণের প্রোডাক্ট ইউজ করেন? জুতা-শার্ট-প্যান্ট-পারফিউম.... আরও কত কত! আরও একটু খোঁজে কেন দেখেন না?
:: পোষা প্রাণী আছে আপনার? যেমন বিড়াল, কুকুর, পাখি... ইত্যাদি। সেগুলোর খাবার, লালন-পালন পদ্ধতি, সরঞ্জাম, ওষুধপত্র, বিছানা-বালিশ, আসবাবপত্র, গিফট... কত কত আইটেম। আমেরিকানদের কাছে এগুলো হট আইটেম। অনলাইন থেকেই কেনা হয় সব।

... .. .এরকম আরও কত কত বিষয়-আশয়... খালি চোখ-কান একটু খুলে দিয়ে দেখুন আর ভাবুন। আপনি নিজেই কৗওয়ার্ডের রিসোর্স সেন্টার হয়ে যাবেন, গ্যারান্টি! দেখুন কয়েকদিন প্রাকটিস করে।

 

কীওয়ার্ড আইডিয়া নিন আমাজন থেকে

যেহেতু আমরা আমাজনের প্রোডাক্ট নিয়েই কাজ করবো সুতরাং আমাদের কীওয়ার্ড রিসোর্স সেন্টার হতে পারে আমাজন। আমাদের নিস সাইটটি এমনভাবে সাজানো হবে যে, কেউ যদি আমাজনের কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ দেয় আর সেই প্রোডাক্টটি সম্পর্কে যদি আমাদের নিস সাইটে কিছু লেখা থাকে তাহলে আমাজন সাইট না দেখিয়ে আমাদের সাইটটি-ই দেখাবে গুগল। ভাবছেন হয়তো, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কীভাবে সম্ভব তা ধাপে-ধাপে জানতে পারবেন, আমিই জানাবো। শুধু এটুকু ভাবুন- সম্ভব না হলে নিস সাইট পরিকল্পনা হতো না, এটা থেকে কোটি কোটি টাকা ইনকামের রাস্তাও বের হতো না।

আচ্ছা, আপনি কি জানেন আমাজনে কি কি প্রোডাক্ট বিক্রি করা হয়? সম্ভবত এর উত্তর আপনি দিতে পারবেন না। কারণ এটা বলা মুশকিল। তারচেয়ে বলা সহজ কি কি বিক্রি হয় না- যেহেতু দুনিয়ার প্রায় সব জিনিসই আমাজনে বিক্রি হয়। বিশ্বাস হয় না? একটু খোঁজ নিয়েই দেখুন। আপনি যা-ই কিনতে চান তা-ই আছে আমাজনে। সুতরাং আমাজন থেকেই আমরা কীওয়ার্ডের আইডিয়া নিতে পারি।

প্রথমেই আমাজনে কি কি ক্যাটেগরি আছে দেখে নিন এখানে: আমাজনের ক্যাটেগরিগুলো দেখুন। এই লিংকটিতে ক্লিক করলে নিচের মতো দেখতে পাবেন:

আমাজনের সব ক্যাটেগরি

এখান থেকে প্রতিটি ক্যাটাগরি, সাব-ক্যাটাগরি, সাব-সাব-ক্যাটাগরি দেখুন এক এক করে। যখন-ই নেটে বসবেন, ২০/৩০ মিনিট শুধু এই ক্যাটেগরিগুলো নিয়েই ঘাটাঘাটি করবেন। অনেক অনেক ক্যাটাগরি থেকে হয়তো এমন কোনো ক্যাটাগরির এমন কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা খুব পপুলার কিন্তু ঐ প্রোডাক্টের প্রচারণা তেমন করা হয়নি। ব্যাস! আপনি-ই শুরু করুন। দেখবেন এক মাসের মধ্যেই আপনার আর্নিং শুরু হবে। জ্বি, হ্যা, এটাই সত্যি।

 

কীওয়ার্ড আইডিয়া নিন গুগল থেকে

যেহেতু কিছু প্রয়োজন হলেই আমরা আরও বিস্তারিত জানতে গুগলে সার্চ দিই। সুতরাং গুগল অবশ্যই বড় একটা রিসোর্স সেন্টার। আর রিসোর্স সেন্টার মানেই আইডিয়া পাওয়ার বিশাল ভাণ্ডার। আমার পদ্ধতিটা দেখুন। ব্রাউজার ওপেন করে লিখুন: http://www.google.com তারপর এন্টার চাপুন। সার্চবারে লিখুন “Coffee Maker” আবার এন্টার চাপুন। যে পেজটি আসবে তার একেবারে নিচে দেখুন। দেখবেন “Coffee Maker”-এর রিলেটেড আরও বেশ কিছু কীওয়ার্ড এসেছে। হ্যাঁ, এগুলো এসেছে কারণ এগুলো লিখেও গুগলে অনেক সার্চ করা হয়। সুতরাং এগুলোও গুরুত্বপূর্ণ। স্ক্রিনশটটা দেখুন:

Keyword Related Searchwords by Google

 

নিস সাইটের জন্য পারফেক্ট কীওয়ার্ড বাছাইকরণ

এতোক্ষণ আমরা দেখলাম কীভাবে এবং কোথায় থেকে কীওয়ার্ডের আইডিয়া পাবো সে সম্পর্কে। তো আশা করি ইতোমধ্যে আপনাদের মাথা একটি কীওয়ার্ড রিসোর্স খনিতে পরিণত হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে উপরের লেখাটা আবার পড়ুন... আবারও পড়ুন। ইনশাল্লাহ হবেই। আর যদি ইতোমধ্যেই হয়ে থাকে তাহলে চলুন পরবর্তী ধাপে যাই।

আলহামদুলিল্লাহ, আমাদের মাথায় এখন কীওয়ার্ড আইডিয়া গিজ গিজ করছে। তো এখন কথা হলো- হাজারো কীওয়ার্ড থেকে কীভাবে আমাদের পারফেক্ট এবং প্রযোজনীয় নির্দিষ্ট কীওয়ার্ডটি খুঁজে বের করবো? এ ব্যাপারে আমি আপনাদের আগের পর্বগুলোতে বলেছি। এখন আবার বলছি। দু’ভাবে আপনাদের বিষয়টা দেখানো হবে:

১. ফ্রি মেথডে পারফেক্ট কীওয়ার্ড বাছাইকরণ
২. পেইড মেথডে পারফেক্ট কীওয়ার্ড বাছাইকরণ

আপনি জেনে আনন্দিত হবেন এবং সেই সাথে শংকিতও বোধ করবেন যে, অনেক অনেক ফ্রি মেথড আপনি পাবেন কীওয়ার্ড রিসার্চ এবং সিলেক্ট করার জন্য। কিন্তু আমি মাত্র একটি পদ্ধতি দেখাবো। যেটি পেইড মেথডের চেয়েও সেরা। এবং মজার ব্যাপার হলো- পেইড মেথডও এপিআই ইউজ করে এই ফ্রি মেথড থেকেই ডাটা নিয়ে শো করে। সুতরাং আপনি যদি এই ফ্রি মেথডটি ভালোভাবে আয়ত্ব করতে পারেন তাহলে আপনাকে আর কিছু নিয়েই ভাবতে হবে না। আমার দেখানো এই ফ্রি মেথডটির নাম হচ্ছে- গুগল এডওয়ার্ডস

আর যে পেইড মেথডটি দেখাবো সেটিও সেরাদের সেরা। এটি এমন একটি টুল যেটি দিয়ে কীওয়ার্ড কম্পিটিটর এনালাইসিসও সহজে করতে পারবেন। জাস্ট কীওয়ার্ডটি এখানে দিয়ে এন্টার চাপবেন- অল্প সময়ের মধ্যেই আপনি জানতে পারবেন এই কীওয়ার্ডের ভ্যালু, সার্চ ভলিউম, কম্পিটিটর অবস্থান ইত্যাদি। সেই সাথে সবকিছু হিসেব করে এই টুলটি আপনাকে সিদ্ধান্ত দিতে পারবে, আপনার উল্লেখিত কীওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি সাকসেস হবেন কি হবেন না? কী, আগ্রহ বোধ করছেন? ব্যাপারটি আপনাদের আমি বিস্তারিত লিখবো। আরও মজার ব্যাপার হচ্ছে- এই পেইড টুলটি আপনি দশদিনের জন্য ট্রায়াল হিসেবে ইউজ করতে পারবেন। পেইড টুলটির নাম: লং টেইল প্রো। ১০ দিনের ট্রায়াল ভার্সন ইউজ করার জন্য এখানে দেখুন: লং টেইল প্রো ট্রায়াল ভার্সন

চলুন দু’টি মেথড সম্পর্কেই আপনাদের সম্যক ধারণা ও কাজ করার প্রণালী দেখানো যাক। আশা করি দু’টি পদ্ধতিই আপনাদের ভালো লাগবে। ব্যক্তিগতভাবে আমি এই দু’টি পদ্ধতি ব্যবহার করে আমার নিস সাইটের জন্য কীওয়ার্ড বাছাইয়ের কাজ করি।

 

গুগল এডওয়ার্স দিয়ে কীওয়ার্ড রিসার্চ [ফ্রি মেথড]

কিছু টেকনিক্যাল ব্যাপার আছে এই প্যারাগ্রাফে। সুতরাং আশা করবো মনোযোগ দিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করবেন। গুগল এডওয়ার্ডসে কাজ করার জন্য আপনার একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। যদি জিমেইল একাউন্ট আপনার না থাকে তাহলে এখুনি ওপেন করে নিন। কারণ আমাদের কাজের বিভিন্ন জায়গায় এটা লাগবে। তো কাজ শুরু করার জন্য প্রথমেই আপনার জিমেইলে লগিন করুন। তারপর গুগল এডওয়ার্ডসে যাওয়ার জন্য ক্লিক করুন: গুগল এডওয়ার্ডস লগিন। জিমেইলে লগিন থাকলে নতুন করে আর গুগল এডওয়ার্ডসে লগিন করতে হবে না। তবে প্রথমবার গুগল এডওয়ার্ডসে যাওয়ার সময় এক্সেস এনাবল করতে বলবে।

তাহলে আপনার কাজ হচ্ছে-

:: জিমেইল একাউন্টে লগিন করা এবং
:: এখানে যাওয়া: https://adwords.google.com/ তারপর পেজটি ওপেন হলে Tools মেনুর আন্ডারে থাকা Keyword Planner -এ ক্লিক করা। স্ক্রিনশটটি দেখুন ভালো করে:

Google Adwords for Keyword Research
ফিগার - ০৩: গুগল এডওয়ার্ডস হোম পেজ

 

উপরে নির্দেশিতভাবে ক্লিক করলে আপনি পরবর্তী পেজে তিনটি অপশন দেখতে পাবেন এরকম:

:: Search for new keywords using a phrase, website or category
:: Get search volume data and trends
:: Multiply keyword lists to get new keywords

ভালোভাবে বুঝতে স্ক্রিনশটটি দেখুন:

গুগল এডওয়ার্ডস কীওয়ার্ড প্ল্যানার পেজ
ফিগার - ০৪: গুগল এডওয়ার্ডস কীওয়ার্ড প্ল্যানার পেজ

 

উপরের তিনটি অপশন থেকে প্রথমটি, অর্থাৎ “Search for new keywords using a phrase, website or category”-এ ক্লিক করুন। আমি রেডমার্ক করে দেখিয়ে দিয়েছি। পরবর্তী উইন্ডোতে যা দেখবেন তা নিম্নরূপ:

গুগল এডওয়ার্ডস কীওয়ার্ড প্ল্যানার ডেসক্রিপশন পেজ
ফিগার - ০৫: গুগল এডওয়ার্ডস কীওয়ার্ড প্ল্যানার ডেসক্রিপশন পেজ

 

১. প্রথম যেখানে তীর চিহ্ন দিয়ে মার্ক করেছি, সেখানে আপনার কাঙ্খিত কীওয়ার্ড বা ওয়ার্ড লিখবেন। আমি লিখেছি “Coffee Maker”। আপনি বিভিন্ন কীওয়ার্ড বা কীফ্রেজ দিয়ে দেখবেন। কীভাবে দেখবেন তা লেখাটি পড়তে পড়তেই শিখে যাবেন ইনশাল্লাহ।

২. টার্গেটিং-এ ‘‘United States” লিখবেন। কারণ আমাদের টার্গেটেড কান্ট্রি আমেরিকা। উল্লেখ্য, এখান থেকে আপনি নির্দিষ্ট দেশ > শহর > এলাকার নামও উল্লেখ করে দিতে পারেন।

৩. পরের অংশটি হচ্ছে- কোন ভাষার লোকদের জন্য আপনার সাইট? অবশ্যই ইংরেজি। কারণ আমাদের নিস সাইট ইংরেজিতে করা হবে।

৪. পরবর্তী ধাপে গুগল নির্বাচন করুন। কারণ গুগলকে টার্গেট করেই আমাদের কাজ।

৫. পরের ধাপটি একটু বেশি গুরুত্বপূর্ণ- একটি হিসেবের ব্যাপার। আমরা উপরে যে কীওয়ার্ডটি লিখেছি সেটি সর্বশেষ কয়েক মাসের প্রতি মাসে কতবার করে গুগলে সার্চ হয়েছে তার হিসেব দেখার জন্য। এখানে সর্বনিম্ন এক মাস এবং সর্বোচ্চ ২৪ মাসের তথ্য দেখা যায়। সাধারণত ১২ মাসের তথ্য দেখলেই বিষয়টি ক্লিয়ার হওয়া যায়। তাই এখানে সর্বশেষ ১২ মাস অপশনটি সিলেক্ট করা হয়।

৬. উপরের ৫টি তথ্য ঠিকভাবে দেয়ার পর আসে Ge Ideas অপশন। এটিতে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হয়।

সুতরাং এখন আমরা Ge Ideas বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যাবো। পরর্বতী পেজটি নিম্নের স্ক্রিনশটের মতো:

গুগল এডওয়ার্ডস কীয়ার্ড স্ট্যাটিসটিকস পেজ
ফিগার - ০৬: গুগল এডওয়ার্ডস কীয়ার্ড স্ট্যাটিসটিকস পেজ

 

উপরের স্ক্রিনশটে আপনাদের আমি তিনটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়েছি। তিনটি বিষয়ের ব্যাখ্যা ভালো করে খেয়াল করুন:

১. আমরা সর্বশেষ ১২ মাসের তথ্য জানতে চেয়েছিলাম। আমাদের কীওয়ার্ড “Coffee Maker” এবং এর রিলেটেড কীওয়ার্ডগুলো সর্বশেষ ১২ মাসে গুগলে কতবার সার্চ হয়েছে তার তথ্য গ্রাফ আকারে এখানে দেখানো হয়েছে। প্রতিটি বারের নিচে মাসের নাম এবং সাল লেখা আছে। বারগুলোর উপরে মাউস পয়েন্টার নিলে হোভারে দেখতে পাবেন ঐ মাসের এভারেজ সার্চের পরিমাণ।

২. এই অপশনটি বেশ মজার যদি ভালো করে বুঝতে পারেন তাহলে এই একটি অপশনের কারণেই কীওয়ার্ড আপনার কাছে “জলবৎ তরলং” হয়ে যাওয়ার কথা। আমাদের কাঙ্খিত কীওয়ার্ড “Coffee Maker”-এর রিলেটেড ব্যাপারগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। এমন এমন কীওয়ার্ড আপনি পাবেন যা হয়তো আগে কখনও ভাবেনইনি। গুগল এডওয়ার্ডসের ভাষায় এগুলোকে বলে “এড গ্রুপ”। যেমন প্রথম এড গ্রুপের নাম  “Maker Best (27)”, তারপর Maker Cuisinart (25), তারপর Krups Coffee (10)। এখানে ব্রাকেটের ব্যাপারটি হচ্ছে- এই প্রতিটি এড গ্রুপে এতসংখ্যক কীওয়ার্ড বিদ্যমান।

৩. এখানে যে নাম্বারগুলো মার্ক করে দেখানো হয়েছে তা দিয়ে বুঝানো হচ্ছে- ঐ এড গ্রুপে বিদ্যমান কীওয়ার্ডগুলোর মোট গড় সার্চ। এটা প্রতিমাসের হিসেব।

এখন আমরা যেকোনো একটি এড গ্রুপে ক্লিক করবো। এতে করে ঐ গ্রুপে থাকা কীওয়ার্ডগুলোর প্রতিটির সার্চ ভলিউম দেখতে পাবো। এক্সামপল হিসেবে আমরা “Maker Best (27)” এড গ্রুপে ক্লিক করবো এবং এই গ্রুপে থাকা ২৭টি কীওয়ার্ড দেখবো। “Maker Best (27)”-এ ক্লিক করার ফলে নিম্নোক্ত স্ক্রিনশটটি দেখতে পাবো:

গুগল এডওয়ার্ডস এড গ্রুপ ডিটেইলস
ফিগার - ০৭: গুগল এডওয়ার্ডস এড গ্রুপ ডিটেইলস

 

এখানে আপনাদের ৪টি বিষয় আমি দেখাচ্ছি:

১. এড গ্রুপ: আমরা যে এড গ্রুপে ক্লিক করেছিলাম সেটি দেখানো হচ্ছে এখানে। আমরা ক্লিক করেছিলাম “Maker Best” এড গ্রুপে, তাই না?

২. আমরা মূল যে কীওয়ার্ডটি সার্চে দিয়েছিলাম সেটি মনে আছে? হ্যাঁ, সেটি ছিলো “Coffee Maker”। এই কীওয়ার্ড “Coffee Maker”-এর রিলেটেড এড গ্রুপ আছে ৫৪টি। সেই ৫৪টির একটি হচ্ছে- “Maker Best”, যার অধিনে থাকা ২৭টি কীওয়ার্ডস আমরা দেখছি এই পেজে। ব্যাপারটি ক্লিয়ার?

৩. best coffee maker কীওয়ার্ডটি  মার্ক করেছি আমি। এর নিচে ক্রমান্বয়ে আছে- best coffee makers, best home coffee maker, the best coffee maker… ইত্যাদি। এগুলো প্রত্যেকটি এক একটি কীওয়ার্ড।

৪. মাসিক সার্চ ভলিউম মার্ক করেছি এখানে। প্রতিটি কীওয়ার্ডের সার্চ ভলিউম ডান পাশে দেখানো হয়েছে। যেমন best coffee maker-এর মাসিক গড় সার্চ হচ্ছে ২৭,১০০। এভাবে অন্যান্য কীওয়ার্ডগুলোর সার্চ ভলিউম দেখে নিন। আর যদি সার্চ ভলিউম সংখ্যাটির বাম পাশের বার সাইনটির উপর মাউস পয়েন্টার রাখেন তাহলে সর্বশেষ ১২ মাসের কোন মাসে কত সার্চ হয়েছে তা দেখতে পারবেন।

মোটামুটি এই হচ্ছে গুগল এডওয়ার্ডস ব্যবহার করে পুঙ্খানুপুঙ্খভাবে কীওয়ার্ড বের করার সিস্টেম। এছাড়াও কমন সেন্স এবং অভিজ্ঞতা থেকে কীওয়ার্ড বের করার একটি পদ্ধতি এরকম:

  1. “Best + [Keyword]” – উদাহরণ: Best Coffee Maker
  2. “[Keyword] + Review” – উদাহরণ: Coffee Maker Review
  3. “[Keyword] + Reviews” – উদাহরণ: Coffee Maker Reviews
  4. “Top Rated + [Keyword]” – উদাহরণ: Top Rated Coffee Maker
  5.  “[Keyword] + Under $100” – উদাহরণ: Coffee Maker Under $100
  6. “[Keyword] + Under $200” – উদাহরণ: Coffee Maker Under $200

ব্যক্তিগতভাবে আমি এখানের প্রথম ৩টি সিস্টেম ব্যবহার করি। এবং এখনও পর্য়ন্ত এই ৩টাই শ্রেষ্ঠ পদ্ধতি হিসেবে গণ্য করা হয়।

কীওয়ার্ড রিসার্চ একটি সুদূরপ্রসারী অভিজ্ঞতালব্ধ পদ্ধতি। দীর্ঘদিন কাজ করতে করতে নিজেই নিজের মতো করে একটা বেস্ট ওয়ে আপনি খুঁজে পাবেন। আর সেটাই হচ্ছে আপনার সাফল্যের চাবিকাঠি। সুতরাং রাতারাতি কীওয়ার্ড বাছাই করে নিজের এফিলিয়েট মার্কেটিং ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলবেন না। অন্তত ৩০ দিন এবং প্রতিদিন ৪ ঘণ্টা করে সময় ব্যয় করুন এই কীওয়ার্ড রিসার্চের কাজে। কীওয়ার্ড রিসার্চে আপনার অবস্থান যতোটা দৃঢ় করবেন, আপনার এফিলিয়েট মার্কেটিং ক্যারিয়ার ততোটাই মজবুত হবে।

 

লং টেইল প্রো দিয়ে কীওয়ার্ড রিসার্চ [পেইড মেথড]

লং টেইল প্রো দিয়ে শুধু কীওয়ার্ড-ই খোঁজে বের করা হয় না, সেই সাথে কীওয়ার্ডসের এনালাইসিও দেখানো হয়। সুতরাং লং টেইল প্রো সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে আপনি বিস্তারিত জানতে পারবেন। এখানে শুধুমাত্র কীওয়ার্ড রিসার্চ অধ্যায়টি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার নিজস্ব পদ্ধতিতে।

যেহেতু এটি একটি পেইড টুল তাই এটি ব্যবহারের সুন্দর ও সহজবোধ্য টিউটোরিয়াল আছে টুলটির অউনারের। আপনি যদি লংটেইল প্রো কিনেন তাহলে সেই টিউটোরিয়ালও পাবেন। আপাতত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সহজ একটি পদ্ধতি। পদ্ধতিটি সম্পূর্ণই আমার মতো করে দেখাবো। শর্টকাট ওয়েতে আমি এভাবে কীওয়ার্ড দেখে থাকি। এতে আমার সময় অনেক কম ব্যয় হয় এই খাতে। প্রথমেই লং টেইল প্রো-এর চেহারা একটু দেখে নিন:

Keyword Research Tool Long Tail Pro

লং টেইল প্রো দিয়ে কীওয়ার্ড রিসার্চ করার পদ্ধতিটি হচ্ছে- একটি সীড-কীওয়ার্ড থেকে এই রিলেটেড সবগুলো কীওয়ার্ড খোঁজে বের করা। এবং এটা খুবই সহজ পদ্ধতি। গুগল এডওয়ার্ডসে আমরা যেমন “Coffee Maker” ব্যবহার করেছিলাম এটার রিলেটেড কীওয়ার্ডগুলো বের করার জন্য, এখানে এমন জটিল নয়। জাস্ট দু’টি স্টেপের মাধ্যমেই এটা করা হয়। যেমন:

:: লং টেইল প্রো ওপেন করা এবং
:: সীড-কীওয়ার্ডটি কীওয়ার্ড রিসার্চ অপশনে বসিয়ে এন্টার চাপা

বাকী কাজ লংটেইল প্রো অটোমেটিক করে ফেলে। আমি আমার ইংরেজি আর্টিক্যালে আর একটু বিশদ লিখেছি। কিন্তু এখানে লিখছি না এই কারণে যে, এই মুহূর্তে আমি আপনাদেরকে পেইড মেথডে উৎসাহী করতে আগ্রহী নই। ইভেন আপনারা টাকা খরচ করে পেইড টুল কিনুন, তাও আমি আপাতত চাই না। আপনাদের টাকা থাকলেও আমি বলবো এই মুহূর্তে পেইড টুল কিনবেন না।

আমি অনুরোধ করবো- অন্তত এক মাস গুগল এডওয়ার্ডস টুল নিয়ে ঘাটাঘাটি করুন। তারপর যদি সময় বাঁচাতে চান এবং সঠিক কীওয়ার্ড নির্বাচন করতে চান কোনোরকম টেনশনবিহীন, তখন না হয় পেইড টুল কিনবেন। আমিও মাসখানিক পর লং টেইল প্রো-এর উপর একটি টিউটোরিয়াল লিখে ব্যাপারটা আপনাদের জন্য আরও সহজ করে দেবো। ঠিক আছে? আর এখন যদি একান্তই লংটেইল প্রো ঘেটে দেখতে মন চায় তাহলে ১০ দিনের ট্রায়াল ভার্সনটা দেখে নিন। যদিও সব অপশন ট্রায়াল ভার্সনে পাবেন না।

 

৩টি অনুরোধ...

লেখা শেষ করার আগের আপনাদের প্রতি আমার তিনটি অনুরোধ:
১. কোনো কিছু বুঝতে সমস্যা হলে এখানে টিউমেন্ট করে জানতে চান। আপনাকে উত্তর দেয়া হলে আপনি জানবেন এবং আপনার পাশাপাশি অন্যরাও জানবেন। এতে দু’টো লাভ নয় কি?

২. আপনারা অনেকেই আমাকে মেইল করেছেন পারসোনালি দেখা করে আমার কাছ থেকে কাজ শিখতে চান, আমার কাছে ট্রেনিং নিতে চান ইত্যাদি লিখে। তাদের দু’একজনকে আমি রিপ্লাইও করেছি। সবার জ্ঞাতার্থে এবং আপনাদের প্রতি সম্মান রেখেই জানাচ্ছি- ব্যক্তিগতভাবে আলাদা করে আমি কাউকে শেখাবো না। আর টাকার বিনিময়ে ট্রেনিং তো অবশ্যই অবশ্যই নয়। এমনকি “পেইড টিউটোরিয়াল”ও আমি কখনো তৈরি করবো না। সুতরাং অনুরোধ হচ্ছে- এরকম বিষয়ে আগ্রহ দেখিয়ে কেউ লিখবেন না।

৩. অনেকেই আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় হতে চেয়েছেন। দেখা করতে চাচ্ছেন। আমি মনে করি না এটার আদৌ কোনো দরকার আছে। আমার ব্যক্তিগত পরিচয়ের চেয়ে আমার কাজের সাথে পরিচয় হোন, আপনাদের লাভ আর আমারও লাভ। আপনাদের লাভ- আপনারা যে জন্য পরিশ্রম করছেন তা সার্থক হবে- আমাজন এফিলিয়েট মার্কেটিং-এ সাকসেস হবেন এবং আমার লাভ- কষ্ট করে আপনাদের শেখাচ্ছি, আমার কষ্টটার মূল্যায়ণ হবে।

দেখা হওয়া, ব্যক্তিগত পরিচয় আদৌ কোনো জরুরি নয়, বন্ধুগণ। তবে একদিন যে তা হবেই, সেই ব্যাপারে নিশ্চিত থাকুন। হবেই হবে দেখা!

আপাতত এখানেই ইতি...

জ্বি, কীওয়ার্ড রিসার্চ আজকে এই পর্য়ন্তই। তবে এই বিষয়ে আরও লেখার ইচ্ছে আছে। আরও কয়েকটি টিউটোরিয়াল লেখা শেষ হলে কীওয়ার্ড নিয়ে আবারও লিখবো। তাছাড়া লং টেইল প্রো নিয়ে বিস্তারিত লেখার সময়ও কীওয়ার্ড নিয়ে আরও কিছু সিক্রেটস আপনাদের দেয়া হবে ইনশাল্লাহ।

তো আজ এই পর্য়ন্তই। লেখাটা অন্তত তিন বার পড়ুন।

ভালো থাকুন, সাথে থাকুন।

Level 0

আমি এজন স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পড়ার আগেই ধন্যবাদ। তিন দিন ধরে আপনার টিটি প্রোফাইল ভিজিট করতেছি 🙂

    পড়ার পর মতামত এবং সমস্যা থাকলে সেগুলো জানাতে ভুলবেন না আশা করি। আপনাকেও ধন্যবাদ।

      পড়া শেষ করলাম ভাই। খুবই ভাল লাগল। যেভাবে লিখেছেন সমস্যা তো খোজেই পাইনা 🙂 🙂 । দোয়া করবেন যেন আপনার কষ্টটা কাজে লাগাতে পাড়ি 🙂 । অনেক অনেক ধন্যবাদ।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

        বেশি করে প্রাকটিস করুন। যেকোনো সমস্যায় লিখবেন। ধন্যবাদ।

onek clearly bujhaite perechen vai…waiting for next tune

    আপনার মন্তব্য পড়ে ভালো লাগছে। সাথেই থাকুন। ধন্যবাদ।

এবার আমাজন খেকে ইনকাম হবেই ইনশাআল্লাহ,ভাইয়া চালিয়ে যান আমরা আপনার সাথে আছি।

সত্যি অসাধারণ। তবে স্ক্রীনশট গুলো দেখা যাচ্ছেনা। গুগল এডওয়ার্ড এক্সাম্পল স্ক্রীশট।

    কোন স্ক্রিনশটগুলো বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? আমার এখান থেকে ক্লিয়ার দেখা ও বোঝা যাচ্ছে। অন্যদের সমস্যা হচ্ছে কিনা জানাবেন তাহলে অন্য ব্যবস্থা নেবো। অথবা আপনি স্ক্রিনশটগুলো এখান থেকে দেখে নিতে পারেন: http://www.azonstar.com/amazon-keyword-research-for-niche-site/ এখানে স্ক্রিনশটগুলোর উপর ক্লিক করলে বড় করে দেখতে পারবেন।

      Sorry Bhai,
      http://www.azonstar.com/amazon-keyword-research-for-niche-site/
      Keyword Research the Most Important Thing of a Niche Site [Part 02] এর গুগল এডওয়ার্স দিয়ে কীওয়ার্ড রিসার্চ [ফ্রি মেথড] এর স্ক্রিনশটগুলো দেখা যাচ্ছে না । আশা করি বিষয়টা নিয়ে কিছু একটা করবেন ।
      ধন্যবাদ।

খুব সুন্দর লিখছেন ভাইয়া ভালো লাগলো।

I am very glad brother. you are real a generous. your tutorial is very nice. We are waiting for your next tutorial.

    নেক্সট টিউটোরিয়াল কবে আসছে তা নিশ্চয় দেখে নিয়ছেন… আমি তাড়াতাড়ি দেয়ার চেষ্টা করবো।

ভাই, চালিয়ে যান। এই দুইটা বইও সম্ভবত সবার উপকারে আসবে : 1. Content Rules
2. Everybody Writes

    ভাই, অনেক বই-ই আছে। কিন্তু কথা হলো কয়জন সেই বইগুলো ফলো করে? তাদের জন্যই সবকিছু থেকে সংক্ষেপায়ন করে নিজের অভিজ্ঞতাগুলো লেখার চেষ্টা করছি সরাসরি। যেন কম পরিশ্রমে আমাজন এফিলিয়েট মার্কেটিং শিখতে পারে সবাই। আপনাকে ধন্যবাদ।

অনেকদিন বসে ছিলাম, এই পর্বের জন্য। আর আজকে লগিন করলাম শুধু একটা কমেন্ট করার জন্য।
অনেক ধন্যবাদ 🙂

    পড়ে মতামত জানাতে ভুলবেন না কিন্তু! সাথেই থাকুন। ধন্যবাদ।

Bai onek balo hoase.Agami Tutorial ar Opekkai Roilam. Banglai na lakte parai sorry

    আগামী টিউটোরিয়াল আসার আগ পর্য়ন্ত এই টিউটোরিয়ালের হোমওয়ার্কগুলো করুন বেশি বেশি করে। ধন্যবাদ।

একটা প্রশ্ন ভাই, আমাজন নাকি বাংলাদেশ থেকে এফিলিয়েট নেয়না। এটা কতটুকু সত্য একটু জানাবেন।

    শোনা কথায় কান না দিয়ে বাস্তবে আসুন ভাই। “আজাইরা” প্যাঁচাল থেকে দূরে থাকুন। ধন্যবাদ।

Level 0

অসাধারণ লেখা ভাই। ভাবছিলাম শুধু পড়েই যাব। কিন্তু কৃতজ্ঞতাবোধ আমাকে বাধ্য করলো মন্তব্য করতে। অন্তরের অন্ত:স্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই- সাইফুল সারওয়ার

    ধন্যবাদ সাইফুল সারওয়ার ভাই। লেখাটি আপনাদের কাজে লাগলে তবেই আমার পরিশ্রম সার্থক হয়েছে বুঝতে পারবো। সাথেই থাকুন।

THANK U SO MUCH BRO কয়েকদিন ধরে এই ২য় টিউটোরিয়ালের অপেক্ষায় ছিলাম

vai fb group ar to link dilen na?

    না, আপাতত গ্রুপ খোলার চিন্তা নেই। আমাদের পেজে লাইক দিয়ে একটিভ থাকতে পারেন: http://www.fb.com/azonstar

    ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া, আমি এত সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ আগে শিখিনি । আমি একটি কোর্স করেছিলাম, কিন্তু তাতে আমি তেমন উপকৃত হয়নি । আপনার লেখা দশ মিনিট পড়েই আমি অনেক কিছু বুজেছি । চালিয়ে যান ভাই, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল । পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম ।

    টিউনটি আপনার কাজে লেগেছে জেনে ভালো লাগছে। সাথেই থাকুন। ধন্যবাদ।

bro very nice attempts. Waiting for this ……………..
Please bro give two post every week ……………..3 month very lengthy time

    কেন তিন মাসে টিউটোরিয়ালগুলো প্রকাশ করবো তার কারণ আগের টিউটোরিয়ালে বলেছি। আপনি লেখাটা পড়লেই বুঝতে পারবেন। ধন্যবাদ।

sir আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা। তবে এতটুকু বলতে পারি আজ আপনার এই টিউনটি টেকটিউনস বিশ্ববিদ্যালয় থেকে আমার সবথেকে বড় পাওয়া।কেননা এর আগে আমি কিওয়ার্ড সার্চ এবং গুগল ট্রেন্ডস সম্পর্ক কিছু শিখেছি আমার শ্রদ্ধেয় স্যার (আরিফ হাসান) এর কাছ থেকে।কিন্তু সারের সময়ের অভাবে আমি ডিপলী শিক্ষতে পারি নাই।আজ এই বিষয়টা আমি পূর নখদর্পণে করে নিলাম। স্যার একটাই দাবি,আপনার পাশে রাইখেন যাতে শিখতে পারি।

প্রতিদিন ই আপনার টিউন এর জন্য টেকটিউনস এ আসতাম আর খুজতাম আজকে পেয়ে
গেলাম । পরের টিউন এর অপেক্ষাই থাকলাম

    পরের টিউন আসার আগ পর্য়ন্ত এই টিউনের বিষয়বস্তু নিয়ে হোমওয়ার্ক করুন। বেশ উপকৃত হবেন আশা রাখি। ধন্যবাদ।

আসসালামু আলাইকুম,
আশা করি ভাল আছেন । ভাই খুব সুন্দর লিখছেন অনেক ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আমি এফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, আমি সময় নিয়ে কাজ করব । প্রথমেই ইনকাম লাগবে এমন না । আমি লং টাইম এর জন্য কাজ করতে ইচ্ছুক কিন্তু ভাল গাইড লাইন পাচ্ছি না । আমি আসলে এফিলিয়েট মার্কেটিং নিয়ে কিছুই জানি না, আমি একজন ওয়েব ডেভেলপার । তবে আজকের টিউন টা পড়ে মনে হল আমি তো এখন ভালই জানি এফিলিয়েট সম্পর্কে। আপনার ১,২,৩ নং টিউন পড়ে আমি আলাদা একটা স্পিড অনুভব করছি । তবে আমার কিছু প্রশ্ন আছে ভাই, দয়া করে উত্তর দিবেন । প্রশ্ন গুলো শুনে মনে হতে পারে শালায় এই প্রশ্নের উত্তর জানে না, গাধা কোথাকার !!! কিন্তু আমার কাছে এগুলো অনেক বড় বড় প্রশ্ন এবং অনেক কঠিন ।
********************************************************************************************************************
১। আমার একটা নিস সাইট লাগবে, নিস সাইট বলতে কি সাধারন ওয়েব সাইট এর মতই একটা সাইটকে বুজানো হচ্ছে ? যা, যে কীওয়ার্ড নিয়ে কাজ করব সেই কীওয়ার্ড এর উপর বেস করে তৈরি করতে হবে ।
২। আমার নিস সাইটে কি একটা মাত্র পেজ মানে ল্যান্ডিং পেজ থাকবে অথবা অনেক গুলো পোস্ট এর একটা ব্লগ সাইট হবে ?
৩। আর যদি ব্লগ সাইট হয় তবে কি ধারাবাহিক ভাবে কন্টেন্ট পোস্ট করতে হবে ? পোস্ট আর কন্টেন্ট কত ওয়ার্ড হতে হবে ?
৪। আর যদি শুধু মাত্র ১ টা ল্যান্ডিং পেজ হয় তবে কি গুগল সার্চে ১ম পেজে আসা যাবে কোন কন্টেন্ট ছারা ?
৫। একটা প্রোডাক্ট এর জন্য একটা নিস সাইট লাগবে নাকি একটা সাইট দিয়েই অনেক গুলা প্রোডাক্ট মার্কেটিং করতে পারব ?
********************************************************************************************************************
আসলে কোন ট্রেনিং সেন্টার থেকে সে রকম কিছুই শেখা যায় না । ট্রেনিং সেন্টার গুলো আছে পোলাপানের কাছে থেকে টাকা নেবার দান্দায় । তাই যদি হেল্প করেন আমি কাজ করতে আগ্রহী । আমি প্রথমেই ভাবলাম আপনার সাথে দেখা করব কিছু এক্সট্রা টিপস নেব, কিন্তু আপনার নিসেদাজ্ঞা দেখলাম, তাই এটা বাদ দিলাম । এখানেই হেল্প করেন ভাই ।

নোট : ভাই আমি আসলে আগে অনেক কিছু না বুজেই বলতাম বুজেছি এবং এর কারনেই আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি । তাই এখন সাহস করে প্রশ্ন করি । এতে অনেকেই রাগ করে আবার অনেকেই ভালবাসে জানার ইচ্ছা আছে বলে । আপনিও একটু পজেটিভ নিবেন প্লিস ………………

    হ্যালো, আপনার দীর্ঘ টিউমেন্টটি মনোযোগ দিয়ে পড়লাম। আপনার কয়েকটি প্রশ্নের উত্তর আমার লেখাগুলো মধ্যেই রয়েছে। কিন্তু আপনার বুঝার সুবিধার্থে এখানে এক এক করে আবারও লিখে দিচ্ছি:-

    ১. একটা নির্দিষ্ট টপিকের উপর একটা সাইট/ব্লগ-ই হচ্ছে একটা নিস সাইট। টপিক কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস হতে পারে। সাধারণত নিস সাইট হয় প্রোডাক্ট রিভিউ সাইট। যেমন আপনি কফি মেকারের একটা নির্দিষ্ট আইটেম নিয়ে একটা সাইট বানালেন, সেটাই নিস সাইট। অর্থাৎ একটা সুনির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে একটা সাইট যখন তৈরি করা হবে সেটাই নিস সাইট। আমাজনের সুনির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে সাইট হলে সেটা আমাজন নিস সাইট। ক্লিয়ার?

    ২. নিস সাইট ব্লগের আদলে হয়। অর্থাৎ একটা নিস সাইটে একাধিক পেজ এবং পোস্ট থাকে। সাধারণত একটা নিস সাইটকে র‌্যাংক করানোর জন্য ৩০-৫০ টা আর্টিক্যাল লাগে।

    ৩. হোম পেজের আর্টিক্যাল সাধারণত দুই হাজার ওয়ার্ডের হলে ভালো হয়। তবে সেটা নির্ভর করে আপনার কমপিটিটর সাইটের উপর। ধরুণ আপনার প্রতিযোগী সাইটে আছে দুই হাজার ওয়ার্ডের আর্টিক্যাল, সেক্ষেত্রে আপনি যদি দুই হাজার পাঁচশ বা তিন হাজার প্লাস ওয়ার্ডসের আর্টিক্যাল দেন সেটা ভালো কাজ হতে পারে। বাকী আর্টিক্যালগুলো পাঁচশ থেকে বারোশ ওয়ার্ডের হলেই চলে।

    ৪. এটার উত্তর পেয়ে গেছেন।

    ৫. একটা প্রোডাক্ট বা একাধিক সিমিলার প্রোডাক্ট দিয়ে নিস সাইট হয়ে থাকে।

    আরও কিছু জানার থাকলে সংকোচ না করে প্রশ্ন করবেন। কখনও ভাববেন না বোকার মতো প্রশ্ন। তবে প্রশ্ন করার আগে আমার লেখাগুলো পড়ে দেখে নেবেন সেখানে উত্তর আছে কিনা? কিংবা এই বিষয়ে পরবর্তী আর্টিক্যালগুলোতে লেখা হবে কিনা?

    আপনাকে ধন্যবাদ। সাথেই থাকুন।

      ভাই আমি এখন ভাল ভাবেই বুজতে পেরেছি । পরবর্তী টিউন এর জন্য অপেক্ষা করব অ্যান্ড দেশের বাইরে থেকে ভাল ভাবে আমাদের মাজে ফিরে আসেন এই দোয়াই রইল । আর আমাদের জন্য দোয়া করবেন, শুধু টিউন না পড়ে কাজের কাজ কিছু করতে পারি ।

I am With You

আমি বুঝতে পারছি না কিভাবে বা কি বললে আপনার এই অবদানের কদর করা হবে, তাই কোনো ধন্যবাদ দিলাম না। তবে সবার মন থেকে দোয়া অবশ্যই থাকবে।
* আমি recently আমার job quit করেছি একটা পারসোনাল ব্যাপারের জন্য এবং আমার জব এর উপর থেকে মন উঠে গেছে।
* আমি বুঝতে পারছিলাম না কি করবো, এখন জব করবো নাকি ব্যবসা নাকি অন্যকিছু…..কিছু তেই কিছু বের করতে পারছিলামনা।
* আমার প্রথম থেকে জব করার ইচ্ছা ছিল না কিন্তু আপনি বুঝবেন টাকা পয়সা দিয়া পড়া লেখা করার পর নরমাল বাবা মা জব ছাড়া কিছু বুঝবে না, তাই জব করা।
উল্যেখ্য যে Graduation শেষ করার পর অনলাইন এ কিছু কাজ করেছি কিন্তু সঠিক ভাবে হাটতে পারিনি তাই বেশিদূর যেতে পারিনি। তাই জব এ যাওয়া সাথে বাবা মা তো আছেই।
* কিছু মনে করবেন না ভাইয়া আমি এতকিছু লিখছি এখানে, আসলে যখন আপনজন কাছেপায় কেউ তখন সব মনের কথা তাকে বলে, আমার আপনাকে কেন জেনো সেই আপন জন মনে হয়েছে, হয়তো অনেকে হাসবে, আপনিও হাসতে পারেন। তাও আমি লিখবো যে যাই মনে করুক না কেনো।
* আমি আপনাকে অনুসরণ করবো এটা final আমি আমার গাইডলাইন পেয়েছি।
* আপনার tunement নিয়া আমি এখনি কিছু বলবো না কারন খুব ভালো ভাবে আগে নিজে বুঝবো তারপর কিছু বলবো কারন আমি একেবারেই new এই বিষয়ে so আমাকে কষ্ট করতে হবে, তবে আপনি এত সুন্দর করে লিখেছেন আল্লাহ্‌ রহমতে বুঝতে কষ্ট হবে না।
* ইনশাআল্লাহ আল্লাহ্‌ আমাকে এবং আমাদের সবাইকে সাহায্য করবেন পাশাপাশি আপনিও আমাদের সাথে থাকবেন।
এত বড় comments দিয়েছি তাই কিছু মনে……
আল্লাহ্‌ আপনাকে সবসময় ভাল রাখুক এবং আপনার এবং আমাদের সবার মা বাবাকে ভাল রাখুক।
ভাল থাকবেন এবং ১২ তারিখের tune এর জন্য অধির আগ্রহ নিয়ে অপেখ্যায় রইলাম।

প্রতিবার আপনার টিউটোরিয়াল গুলু পড়ে রোমাঞ্চিত হচ্ছি । ধন্যবাদ রোমাঞ্চিত করার জন্য । 🙂 এগিয়ে যান , সাথে আছি ।

ইনশা আল্লাহ্ সাথে আছি এবং সাথে থাকব। শুভকামনা অাপনার জন্য,,,,,,,,,,

ভাই সালাম নিবেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি ও ভালো আছি। আপনার টিউটরিয়াল প্রতিদিনিই ফলো করছি। আমি আপনাকে িএকটা আমার ব্যক্তিগত মতামত দিতে চায় সেটা হচ্ছে যদি আপনি ভিডিও টিউটরিয়াল বানান তাহলে সবার জন্য বেশি ভালো হতো আর বুঝতেও সহজ হতো। আশা করি আমার এই মতামত টি আপনি বিবেচনা করবেন েএবং উত্তর দিবেন ইনশা আল্লাহ্।
ভালো থাকবেন, ভাই আর যাই করেন টিউটরিয়ালটি চালিয়ে যান।

Level New

এটার অপেক্ষা করছিলাম 🙂 চালিয়ে যান 🙂

Level 0

thanks vai for this post.ami ata koekbr porlam but keyword joto sohoj vbcilam toto na.1ta q cilo.jekono keyword er adgroup e low medium and high arkom keyword hoi.kicu low and medium er search vol besi hoi.akn amr kon ta follow kora ucit?r keyword to ank but perfect keyword pete long tail pro use korleto sohoj e perfect keyword pawa jabe.r adwords use kore valo idea nea jai.

Level 0

ইনশা আল্লাহ্ অাপনার সাথে আছি এবং সাথে থাকব। শুভকামনা অাপনার জন্য….

অনেক ধন্যবাদ আপনাকে

আল্লাহর অশেষ রহমতে তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ পর্বটি লিখে শেষ করতে পারলাম। যারা অপেক্ষায় আছেন, পড়ে নিতে পারেন: https://www.techtunes.io/tutorial/tune-id/408069

Level 0

mone hosse onek confidence firee pacci ,
vai jan , shesh porjonto shathe thakben tou ?
thanks for ur article

হঁ্যা, যদি কাজ শিখা হয়। তবে আশা করি একদিন দেখা হবেই।

আর এ পর্যন্ত যতটুকু দেখালেন তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ।
পাশাপাশি আরেকটু আশা রইল সেটা হল শেষ পর্যন্ত আপনি আমাদের পাশে থাকা এবং সত্যিকারভাবে আমাদের উপার্জনের একটা পথ তৈরী হওয়া।
আপনার এবং আমার মত শিখতে উৎসাহী বন্ধুগণের শুভ কামনায়।

অসাধারণ। আর কিছু বলতে চাই না। আশা করি আগামীতে আপনাকে কাছে পাওয়া যাবে।

ভাই আজকেতো 27 তারিখ! অধীর আগ্রহে আপনার অপেক্ষায় আছি! কিন্তু আপনি আর আদৌ আসবেন? নাকি মিছে আশায় ফেলে রাখলেন!!!!!!!!!!!!

আশা রাখি আপনি এমন হবেন না।
আপনার শুভাগমন কামনায় আছি!!!!!!

অনেক কাঠ-খড় পুড়িয়ে ৪র্থ কিস্তি টিউটোরিয়াল লিখতে সমর্ত হলাম বন্ধুগণ। অনিচ্ছাকৃত দেরির জন্য আন্তরিক দুঃখিত। এই নিন লিংক: https://www.techtunes.io/tutorial/tune-id/418209

বন্ধুরা, আজকে প্রকাশ হলো ৫ম কিস্তি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেরি হওয়ার জন্য খুবই দুঃখিত। চেষ্টা করবো পরেরগুলো দ্রুত লিখতে। এই নিন লিংক: https://www.techtunes.io/tutorial/tune-id/427807

হ্যালো বন্ধুগণ, সুখবর!
পর্ব – ০৬ প্রকাশ হলো এই মাত্র। টাটকা পড়ে নিতে পারেন এখনই: https://www.techtunes.io/tutorial/tune-id/427962

যেকোনো পরামর্শ সমস্যা শেয়ার করতে ভুলবেন না একেবারেই… সাথেই থাকুন…. 🙂

বন্ধুরা, আজকে পাবলিশ হলো সিরিজের ৭ম পর্ব। সময় করে পড়ে নিতে পারেন: https://www.techtunes.io/tutorial/tune-id/429284

ধন্যবাদ। সাথেই থাকুন।

    স্টার ভাই আপনার এই কষ্টকর টিউনগুলোকে স্বাগাত জানাই।
    কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে- আমি গুগল এ্যডওয়ার্ড লাগিন করতে পারছি না। যতবারই লগিন করতে যাচ্ছি ততবারই ক্রেডিট কার্ড,পেমেন্ট চাচ্ছে। আমর স্ক্রীণশট গুলো একটু দেখলে খুশি হতাম।
    http://s17.postimg.org/o0gne8ar3/Untitled.jpg

    http://s15.postimg.org/hf0r9wriz/Untitled2.jpg

    ধন্যবাদ আপনাকে। 🙂

আপনি মে বি বিজ্ঞাপন সেকশনে চলে গিয়েছেন। ওখানে যাওয়ার দরকার নেই। সবকিছু লগআউট করে আমার স্ক্রিনশটে যেভাবে দেখানো হয়েছে উপরে, সেভাবে করুন। হয়ে যাবে। ধন্যবাদ।

    খুব দ্রুত রিপ্লে পেয়ে খুশি হলাম। 😀
    আমি চেষ্টা করতেছি।
    ধন্যবাদ।

    আমি আপনার গাঁধা ছাত্র এখন পর্যন্ত ২ নং পোষ্টেই পরে আছি। (
    বহুত কষ্ট করে আমি একটা কিওয়ার্ড বাছই করছি কিওয়ার্ড টি হল: kindle ink display
    উক্ত কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলেএকটি উইকি, তিনটি আমাজান, একটি ইউটিউব ,নিচের দিকে একটি সিনেট, একটি সিসকো সইটের লিংক আসে।
    স্ক্রীনশট টি দেখুন: http://s30.postimg.org/xbmt2shtt/Untitled.jpg
    এখন কথা হচ্ছে আমি যদি উক্ত কিওয়ার্ড দিয়ে নিস সাইট তৈরী করি তাহলে কি উক্ত রেজাল্টে আমাজানের বদলে আমার সাইট শো করবে? নিচের দিকে সিনেট,সিসকোর কিন্তু ভাল,পেজ,ডোমেইন অথরেটি আছে! আপনি কষ্ট করে উক্ত কিওয়ার্ড দিয়ে একবার সার্চ করে দেখতে পারেন। 🙂

    দ্বিতীয় প্রশ্ন হচ্ছে: উক্ত কিওয়ার্ড দিয়ে গুগল এডওয়ার্ডে এরকম আসে
    স্ক্রীনশট টি দেখুন: http://s30.postimg.org/rq9kq7vwh/Untitled2.jpg
    একটি জিনিস বুঝতে পারতেছি না আর তা হল- এভারেজ মান্থলি সার্চ প্রথম একটায় ৬০,৫০০ কিন্তু কম্পিটিশন লো।
    আবার নিচে দেখুন এভারেজ মান্থলি সার্চ মাত্র ৩০ অথচ এটার কম্পিটিশন মিডিয়াম। এমন কেন? একটু কি বুঝিয়ে বলা যায়? আর যেহেতু আমি নতুন তাই আমি কি লো কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে ট্রাই করব? নাকি মিডিয়ামটার?
    আপনাকে বিরক্ত করার জন্য দু:খিত। :/
    ধন্যবাদ।

thanks for this awesome post. Really Great job. But
একটা প্রশ্ন ছিলঃ আমি কিভাবে বুঝব যে এমাজন এর কোন প্রোডাক্ট টি খুব পপুলার কিন্তু প্রচারনা কম? Sorry for bothering you.

viya aponer articles published hoya che 2015 akhon cholche 2018 but 8-12 tomo porbo gulo pine pls viya kothy pabo ekto boilen.