আপনি যদি একজন ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভোলপার হয়ে থাকেন এবং পিএইচপি সম্পর্কে ধারনা থাকে তাহলে আপনি হইত ওয়ার্ডপ্রেস থিম ডেভোলপমেন্ট শিখতে চাচ্ছেন। কিন্তু সমস্যা হল ইন্টারনেটে প্রচুর টিউটোরিয়াল আছে এই হাজার হাজার টিউটোরিয়াল এর মধ্যে কোনটা অনুসরণ করবেন? আবার কিছু আছে অনেক কঠিন, টিউটোরিয়াল দেখে বুঝতে পারছেন না। আবার কেউ আছেন যারা পিএইচপি এর কথা শুনলে ভয় পান। তাদের জন্য আমি খুব সহজ করে সিরিজ টিউটোরিয়াল তৈরি করছি, যেখানে পিএইচপি এর বেসিক ও দেখানো হচ্ছে এবং ফেসবুকে একটা সাপোর্ট গ্রুপ তৈরি করেছি যেখানে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করবে পারবেন। সুতরাং এখন ই টিউটোরিয়াল দেখা শুরু করুন এবং হয়ে উঠুন একজন ওয়ার্ডপ্রেস থিম ডেভোলপার।
আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ এর লিংক https://www.facebook.com/groups/ebit.inc/
আমাদের টিউটোরিয়াল ভালো লাগলে ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, চ্যানেল লিংক https://www.youtube.com/c/ebitinc
ইউটিউব এ আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভোলপমেন্ট টিউটোরিয়াল এর প্লেলিস্ট https://www.youtube.com/playlist?list=PLWhI052ewmCQ3sS_TQp3EQvocIIvzn638
আর একটা কথা বলে রাখি টেকটিউনসে আমার নিজের আইডি ছিল না এই টিউটোরিয়ালগুলো দেওয়ার জন্য আমি একাউন্ট তৈরি করেছি কিন্তু ঐ একাউন্ট থেকে আমি টিউন দিতে পারছি না তাই আমার ভাই এর একাউন্ট থেকে টিউন দিলাম। আমার নাম লিংকন মিঞা।
বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভোলপমেন্ট টিউটোরিয়াল পর্ব ৩৩
বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভোলপমেন্ট টিউটোরিয়াল পর্ব ৩৪
বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভোলপমেন্ট টিউটোরিয়াল পর্ব ৩৫
বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভোলপমেন্ট টিউটোরিয়াল পর্ব ৩৬
বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভোলপমেন্ট টিউটোরিয়াল পর্ব ৩৭
বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভোলপমেন্ট টিউটোরিয়াল পর্ব ৩৮
টিউটোরিয়াল গুলোর মধ্যে সিএমবি ২ এবং রিডাক্স নিয়ে ও আলোচনা করা আছে।
আমি চঞ্চল৮৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sorry
বাংলাদেশ ও বিদেশ এর যে কোন প্রান্ত থেকে ফ্রেক্সিলোড ও বিকাশ এর ব্যবসা করতে পারবেন । বাংলাদেশে সিম ও ফেসবুক /ইয়াহু এর মাধ্যমে এবং বিদেশে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে ব্যবসা করতে পারবেন । রেজিস্টেন করতে যোগাযোগ করুন 01840789780————————-100% উদাহরণ: ফ্রেক্সিলোড : code=gp/gpp/bl/blp/rb/rbp/at/atp/tt/ttp—–
code*number*tk*pin
ex: gp*01751…..*100*4567
bkash : bki*01751—-*2000tk*4567…………..5-15 সেকেণ্ডে এর মধ্যে টাকা চলে যাবে যে কোন নাম্বারে—-বিদেশ থেকে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে উদাহরণ: চেটিং এর মা্ধ্যমে-আপনাদের আইডি থেকে যে কোন code আমাদের আইডিতে আসা মাএয় অটোমেটিক কাজ হবে 5-15 সেকেণ্ডে এর মধ্যে।