অতি সহজে তৈারী করুন Android Apps

কেমন আছেন সবাই ??
আশা করি ভাল।
১মে কিছু জিনিস জেনেনিই.
HTML কি?
HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে। একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়ে। HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে Hyper Text Mark Up Language বলা হয়। Mark Up Language এক সেট Mark Up ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা HTML এ Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ করা হয়।

সিএসএস কি?
Cascading Style Sheet এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে CSS। সহজ ভাষায় ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণের সহজ কৌশল হচ্ছে CSS।

জাভাস্ক্রিপ্ট কি ?

জাভাস্ক্রিপ্ট একটা জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যা ওয়েব পেজের ইন্ট্রকটিভিটি ও ফাংশনালিটি বৃদ্ধি, ফরম ভেলিডেশন, ব্রাউজার নির্দেশ, সময় ও তারিখ নির্দেশ ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট এবং সার্ভার উভয় দিকেই কাজ করতে পারে। তাই ইহা ইউজারের নিকট থেকে ডাটা নিয়ে প্রয়োজনীয় প্রসেস সম্পন্ন করে সার্ভারে প্রেড়ণ করতে সক্ষম। জাভাস্ক্রিপ্ট ECMA ইন্টারন্যশনাল অর্গানাইজেশন কতৃক উদ্ভাবিত এবং তৈরি করেছিলেন ব্রান্ডন এইচ (Brendan Eich)। জাভাস্ক্রিপ্ট এর অফিসিয়াল নাম ছিল ECMAScript।
অ্যান্ড্রয়েড কি ?
অ্যান্ড্রয়েড হচ্ছে Operating system যা Linux program based operating systemদিয়ে Android Operating system তৈরি করা হয়েছে।

এটিকে কম্পিউটারের সাথে তুলনা করা হয়। যদিও এটি মোবাইল ফোন তবুও এখানে কম্পিউটারের সব সুবিধা পেতে পারেন।

আজ আমি আপনদের দেখাব কি ভাবে এইচটিএমএল, সিএসএস,জাভাস্ক্রিট, দিয়া Android Apps Developed করা যায়।
মনে রাখতে হবে যে সম্পন টিটরিয়াল ভিডিও।
এন্ড আপনার নেট থাকা লাগবে.

YouTube

টিটরিয়াল দেখার জন্য Thanks.
আমাকে.
ফেসবুক

ওয়েব

Level 0

আমি সজিব কান্তি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘুম যায় আর আইটি নিয়া পড়ে থাকি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস