জিরো এবং ওয়ান জগতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের বিষয় হচ্ছে শুধু জিরো এবং ওয়ান।এই জিরো এবং ওয়ান নিয়ে আমরা বেসিক কিছু জিনিস সহজ করে শিখবো একদম বেসিক থেকে। যেহেতু যুগ এখন ডিজিটাল তাই একজন মোবাইল ইউজার থেকে শুরু করে কম্পিউটারের নবীন ইউজার সবারই জানা দরকার এটা।
ইংরেজী শব্দ Binary থেকে B আর Digit এর শেষের দুই অক্ষর it নিয়ে গঠিত Bit। বাইনারি হিসাবের একদম শুরু Bit দিয়ে। মাত্র দুইটা ডিজিট 0 এবং 1। যেহেতু ডিজিট সংখ্যা দুই তাই কে বাইনারি নাম্বার বলা হয়। জানেনইতো বাইনারি মানে দুই।
যখন আমরা জিরো অথবা ওয়ান নিয়ে চারটা সংখ্যার একটা গ্রুপ তৈরী করবো তখন তাকে নিবল বলবো।
উদাহরন: 1111 = এক নিবল।
ভুল বুঝার অবকাশ নাই এখানে যদি ওয়ান এর বদলে জিরো থাকতো তারপরও আমরা তাকে এক নিবল বলতাম। যেমন 0000= এক নিবল। অথবা 1011 = এক নিবল। যেকোন ভাবে চারটা হলেই এক নিবল।
নিবল এর বড় ভাই হচ্ছে বাইট। ৮ টা বিট অথবা ২টা নিবল মিলে হয় এক বাইট।
যেমন: 10101010 = এক বাইট। যেকোন ভাবেই জিরো আর ওয়ান ৮টা হলেই হল।
নিবল এর যেমন বড় ভাই আছে ঠিক তেমনি বাইটেরও বড় ভাই হচ্ছে কিলো বাইট। যারা থ্রি ইডিয়টস মুভিটা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে কিলোবাইটের কথা। যখন বাইট সংখ্য ১০২৪হবে তখন আমরা তাকে বলবো ১ কিলো বাইট। যদি একটু গভিরে গেলে দেখা যাবে এক বাইট সমান ৮ বিট সুতরাং এক কিলোবাইট সমান ১০২৪X৮ =৮১৯২ বিট তাইনা। যদি এটা বুঝতে সমস্যা হয় তো বুঝার দরকার নাই।
কিলোবাইটের বড় ভাই হল মেগাবাইট। যখন কিলোবাইটেরা ১০২৪ জন হবে তখন আমরা তাকে ১ মেগাবাইট বলবো। যেমন এক মেগা বাইটের একটা গান যে কথা ১০২৪ কিলোবাইটের গানও সেই একই কথা।
কিছুদিন আগেও আমরা মেগাবাইট নিয়ে মেগা হিসাব নিকাশ করতাম। বন্ধুকে জিঞ্জেস করতাম এই তোর মোবাইলের মেমোরী কার্ড কত মেগাবাইটের রে? এখন কিন্তু দিন বদলে গেছে। মেগাবাইটের দুনিয়া থেকে এখন আমরা গিগাবাইটের দুনিয়া পদার্পন করেছি। বিশেষ করে মোবাইলের মেমোরী কার্ডের ক্ষেত্রে গিগাবাইট এখন তুমুল আলোচিত একটি নাম। তো জানা যাক গিগাবাইট নিয়ে।
মেগাবাইট থেকে যেহেতু এখন আমরা গিগাবাইটের দুনিয়ায় পদার্পন করেছি সুতরাং এটা আমাদের অবশ্যই বুঝতে হবে মেগাবাইটের বড় ভাই হচ্ছে গিগাবাইট। মেগাবাইট যখন ১০২৪ হবে তখন আমরা চোখ বন্ধ করে ১০২৪ মেগাবাইট না বলে এটা কে বলবো ১ গিগাবাইট। বুঝতেই পারলাম ১০২৪ মেগাবাইট সমান ১ গিগাবাইট।
মোবাইল থেকে এবার কম্পিউটারের দুনিয়ায় চলে আসি। কম্পিউটারের জগৎটা আরো একটু এগিয়ে। এখানে এখন গিগাবাইটের চেয়ে টেরা বাইটের হিসাবই বেশি হয়। হার্ডডিস্কের দাম সহজলভ্য হওয়ায় এখন আর কেউ গিগাবাইটের হার্ডডিস্ক কিনতে চায়না। সবার নজর থাকে টেরাবাইটের দিকে। বলে রাখা ভাল দোকানে গিয়ে আবার বলতে যাবেন না আমাকে একটা গিগাবাইটের হার্ডডিস্ক দিন। গিগাবাইটের কোন হার্ডডিস্ক নাই। এটা একটা কোম্পানী এবং গিগাবাইট কম্পিউটারের মাদারবোর্ড বানায়। আর আমরা আলোচনা করছি মাদারবোর্ড কোম্পানী নয় ; মেমোরী সাইজ নিয়ে। তো সাবধান। এবার চটপট জেনে নেই ১০২৪ গিগাবাইট সমান ১ টেরাবাইট।
নিশ্চয়ই এবার জানতে ইচ্ছে করছে নেক্সট কি? নেক্সট হল পেটাবাইট। সাইজের হিসাবটা আগের মতোই ১০২৪ টেরাবাইট সমান ১ পেটাবাইট হবে। এবং এরপর যা আসবে তার সাইজের হিসাবটাও এই রকমই হবে।
১০২৪ বনাম ১০০০ কনফিউশন : এই লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি। দোকান থেকে কিনে নিয়ে আসলেন একটা মেমোরী কার্ড অথবা হার্ডডিস্ক। বাসায় আনার পর দেখলেন এটিতে সাইজের হিসাবে কিছুটা গোলমাল আছে। ১০২৪ এর হিসাব এর সাথে মিলছেনা। দেখা যাচ্ছে ১ গিগাবাইট সমান ১০০০ মেগা বাইট। তবে কি এই লেখা ভুল? আমরা প্রথমেই পড়েছিলাম বাইনারী মানে ২। মানে তাদের বেস হচ্ছে ২। ইঞ্জিনিয়াররা যখন এই দুই দিয়ে হিসাব করেন তখন হিসাবটা ১০২৪ এ দাড়ায়। 210 সমান ১০২৪। কিন্তু বাঁধ সাধলো বিভিন্ন কোম্পানীগুলো যারা মেমোরী কার্ড কিংবা হার্ডডিস্ক বানায়। তারা বললো ১ কিলো সমান ১০০০ গ্রাম। তো আমরা কেন ২৪ গ্রাম বেশি দেব? আসলেই তো তারা কেন আমাদের ২৪ গ্রাম বেশি দিবে।
আমি Abdullah Al Amran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোটামুটি ভালো