আমাজন এফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০০ ডলার আয় করার প্ল্যান :: আমাজন নিস সাইট প্ল্যানিং [চেইন টিউন : পর্ব – ০১]

গতকাল লিখেছিলাম- “আমাজন এফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০০ ডলার আয় করার প্ল্যান [চেইন টিউন] – যারা সহজ রাস্তায় ইনকাম করার চিন্তা করছেন, দূরে থাকুন!” এবং মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম আসলে কী করতে যাচ্ছি? সুতরাং আজকে সেইম কথা রিপিট না করে মূল পর্বে চলে আমরা।

আজকের পর্ব ০১-এ তুলে ধরবো আমাজন নিস সাইট প্ল্যানিং সম্পর্কে। অর্থাৎ আমরা কী করবো?, আমাদের টার্গেট, কী জানা লাগবে?, রিসোর্স কী প্রয়োজন?, দৈনিক কত ঘণ্টা কাজ করতে হবে ইত্যাদি বিষয়।

 

আমরা কী করবো?

আমরা একটি নিস সাইট বানাবো। তারপর এই নিস সাইটটির এসইও করে গুগলের কাছে সাইটটির গুরুত্ব তুলে ধরবো। ফলে কেউ যখন আমাদের নির্ধারিত নিস কীওয়ার্ডে গুগলে সার্চ করবে তখন আমাদের সাইট প্রথমে আসবে।
এখন কথা হচ্ছে- নিস সাইট কী? নিস সাইট হচ্ছে নির্দিষ্ট একটি বিষয় বা প্রোডাক্টের উপর ভিত্তি করে একটি ওয়েবসাইট বা ব্লগ। কোন বিষয়ের উপর আমরা সাইট বানাবো? আমরা আমাজন-এর যেকোনো একটি প্রোডাক্ট বা প্রোডাক্ট গ্রুপ নিয়ে সাইট বানাবো। কোন প্রোডাক্ট নেবো সেটা আমরা কীওয়ার্ড রিসার্চ করার আগে ঠিক করবো। তারপর কীওয়ার্ড রিসার্চ শুরু করবো আমরা। সো, আমরা কী করবো এটা আশা করি বুঝতে পেরেছেন। যদি সমস্যা থাকেও, ডোন্ট অরি। কাজ করতে করতে আরও ক্লিয়ার হয়ে যাবেন। “আপনি নিস সম্পর্কে কিছুই জানেন না” ধরে নিয়ে আমি টিউটোরিয়ালটা সাজাবো। ওকে?

 

আমাদের টার্গেট

গত পর্বেও এই সম্পর্কে বলেছি। এখন জাস্ট একটা ওভারভিউ। আমাদের টার্গেট হচ্ছে- ৩ থেকে ৬ মাস কাজ করার পর, প্রতি মাসে ৩০০ ডলার থেকে ১০০০ ডলার বা তারও বেশি ইনকাম করা। ঠিক আছে?

 

কী জানা লাগবে?

এই সম্পর্কেও গত পর্বে বলা হয়েছে। এখানে শুধু সামারি- আপনার সবচেয়ে বড় যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ইংরেজি জানা। আপনি যদি ইংরেজিতে ফ্রি-হ্যান্ড লিখতে পারেন তাহলে এটা খুবই ভালো। আর যদি সেটা না পারেন, মানে যদি আমার মতো হন, মোটামুটি পারেন, তাহলেও চলবে। কিন্তু আপনি যদি ইংরেজি পড়ে বুঝতে না পারেন, তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য নয়। আপনি এখান থেকে এখনই সরে পড়ুন, অযথা সময় নষ্ট করবেন না প্লিজ।

এছাড়াও আপনাকে জানতে হবে কীভাবে কীওয়ার্ড সার্চ করে পারফেক্ট বায়িং কীওয়ার্ড বের করতে হয়? যা আপনাকে আমি শেখাবো। চেষ্টা করবো ব্যাপারটা সহজ করে বুঝানোর জন্য। এই অংশটা একটু কষ্টকর হবে আপনার জন্য। তবে আপনি যদি একবার বিষয়টা ধরে ফেলতে পারেন তাহলে এটা আজীবন আপনার কাজে লাগবে। আর সত্যি কথা হচ্ছে- নিস সাইটের জন্য পারফেক্ট কীওয়ার্ড খুঁজে বের করতে পারার সাথে সাথেই আমাদের ৯০% কাজ কমপ্লিট। সুতরাং এটাকে বেশ গুরুত্ব দিয়ে হিসেবে রাখতে হবে।

 

রিসোর্স কী প্রয়োজন?

নিস সাইটের জন্য প্রথমেই আমাদের লাগবে:
কীওয়ার্ড- কীওয়ার্ড রিসার্চের জন্য আমরা গুগল এডওয়ার্ড টুলস ইউজ করবো। এছাড়াও আমরা একটি পেইড টুল ইউজ করে দেখাবো কীভাবে কঠিন কাজটা সহজে করা যায়? পেইড টুলের নাম আপাতত বলছি না। কীওয়ার্ড রিসার্চ করার সময় আপনাদের দেখাবো।
একটি ওয়েবসাইট- এটি হবে আমাদের নিস সাইট। কীওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা নিস ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং হোস্টিং কিনবো। কীভাবে একটি পারফেক্ট ডোমেইন এবং বেস্ট হোস্টিং কিনবেন তার বিস্তারিত চার নম্বর টিউটোরিয়ালে দেখাবো ইনশাল্লাহ। এছাড়াও যারা ডোমেইন-হোস্টিং-এর জন্য অর্থ খরচ না করে ফ্রিতে কাজ করতে চান তাদের জন্য বিকল্প পথ দেখানো হবে পাঁচ নম্বর টিউটোরিয়ালে (পর্ব - ০৫: পেইড ডোমেইন ও হোস্টিং-এর বিকল্প [যাদের ডোমেইন হোস্টিং কেনার সামর্থ নাই])। সুতরাং অর্থ খরচ না করেও আপনি কাজ করতে পারছেন। ডোমেইন-হোস্টিং হয়ে গেলে আপনাদের দেখাবো কোডিং জ্ঞান ছাড়াই কীভাবে আপনার নিস সাইটটি তৈরি করবেন সহজে।
অন-পেজ এসইও- সাইটের ডিজাইন, আর্টিক্যাল, ইমেজ, কীওয়ার্ড, টাইটেল, মেটা ট্যাগ ইত্যাদি সাজানো সবই অন-পেজ এসইওর অন্তর্ভুক্ত। এগুলো আমরা স্টেপ-বাই-স্টেপ শিখবো ইনশাল্লাহ।
অফ-পেজ এসইও- আমরা এমনভাবে কীওয়ার্ড বাছাই করবো যেন অফ-পেজ এসইও তেমন করা না লাগে। কারণ অফ-পেজ এসইও সহজ হলেও এটা ঝামেলাযুক্ত। তারপরও যদি প্রয়োজন হয় তাহলে আমরা কাজগুলো করবো। অফ-পেজ এসইওর সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করা নিস সাইটের জন্য।

 

দৈনিক কত ঘণ্টা কাজ করতে হবে?

৯০ দিনের যে প্ল্যানটি আমরা করেছি মোট ১২ টা টিউটোরিয়ালে তাতে প্রতিদিন আপনাকে কমপক্ষে ২ ঘণ্টা সময় ব্যয় করতে হবে। তবে যদি প্রতিদিন ৪ ঘণ্টা করে সময় ব্যয় করতে পারেন তাহলে আপনার সাকসেস কেউ রোধ করতে পারবে না ইনশাল্লাহ। মাসে এক হাজার ডলার ইনকাম করার জন্য আশা করি সময়টা খুব বেশি না। তবে আপনার জন্য পজেটিভ দিক হলো- এই ২-৪ ঘণ্টা আপনি দিনে-রাতে যেকোনো সময়ই ব্যয় করতে পারেন। সুনির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে তা নয়।

 

শেষ কথা
তো আমাদের প্ল্যান করা হয়ে গেলো। আর কিছু কি বাদ দিয়েছি? মনে হয় না। আর বাদ দিলেও কিছু যায় আসে না। সময়মতো ঠিকই ওটা সামনে চলে আসবে। আর আগেই বলেছি- আমি কিন্তু ভাই শিক্ষক নই। সুতরাং শেখানোর কায়দা-কৌশল তো আমার জানা নেই :(। ভুল-ভ্রান্তি হবে। কিচ্ছু করার নেই। তবে ঠিক সময়ে ঠিক উপকরণ পেয়ে যাবেন ইনশাল্লাহ।

 

সর্বশেষ একটি ঘোষণা!

আপনাদের জন্য টিউটোরিয়াল লিখতে লিখতে কাজগুলো প্রাকটিক্যাল করতে হবে আমাকে। তাই ঠিক করেছি কোন্ কী-ওয়ার্ড বাছাই করবো, কোন ডোমেইন কিনবো, কোথায় থেকে এবং কীভাবে ডোমেইন-হোস্টিং কিনবো, কীভাবে সাইট ডিজাইন করবো, অন-পেজ, অফ-পেজ এসইও করবো, কখন আমাজন লিংক সাইটে এড করবো, কীভাবে এড করবো, কখন থেকে সেল শুরু হয় ইত্যাদি সবই আপনাদের প্রাকটিক্যালি দেখাবো। কেমন হয় বিষয়টা তাহলে? তবে এখানে নয়। চিন্তা করতেছি ফেসবুকে একটি সিক্রেট গ্রুপ ওপেন করে সেখানে শুধুমাত্র ট্রাস্টেড এবং ডেডিকেটেডলি কাজ করতে আগ্রহী এমন কয়েকজনকে নিয়ে। কিন্তু সেই সংখ্যা ১০ থেকে সর্বোচ্চ ২৫ জন হবে। কী বলেন আপনারা? এটা করবো? নাকি কীওয়ার্ড, ডোমেইন-হোস্টিং এবং কিছু কাজ হাইড রেখে যেভাবে কাজ করছি সেভাবেই করবো? আপনাদের মতামতের ভিত্তিতেই এটার ডিসিশন হবে।

 

তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সাথে থাকুন। ধন্যবাদ আবারও। 🙂

Level 0

আমি এজন স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই,
এখানেই সবার জন্য করলে ভালো হয় ।

    যেহেতু টিউটোরিয়াল আপনাদের জন্যই লিখছি এবং কোনোরকম বেনিফিট না করেই লিখছি, সুতরাং আপনাদের চাওয়াটাকেই গুরুত্ব দেয়া হবে। ধন্যবাদ।

Level 0

vai, apnar moto ekjon helpfull mind lok amaer moto bekar der jonno icca korle onke kicu korte pare..apnar ektu help amader jibon ke palte dite pare..hotasa theke dur korte pare..plz vai go ahed..group koren r jai korem amk plz nien…tnx

    ধন্যবাদ ভাই। দোয়া করুন যেন নিয়মিত লিখে লেখাটা শেষ করতে পারি। ভালো থাকুন, সাথে থাকুন।

      Level 0

      Ji vai..apnar jonno onek suvacca taklo..asa kori apnar hat dore kicu korte parbo. r apnar proti ciro kritoggo takbo

ভাই ফেসবুক এ গ্রুপ খুলেন তাইলে আমাদের আর ভাল হবে । আর আপনাকে অনেক ধন্যবাদ
আপনার মত মানুষের খুব দরকার আমাদের মত ছাত্রদের জন্য । আর পরের টিউটোরিয়াল এর জন্য
অপেক্ষা করবো

    দেখেন অন্যান্যরা কী বলেন? অন্তত ১০ জন আগ্রহী না হলে ফেসবুকে গ্রুপ খোলা হবে না। তবে টিউটোরিয়াল শেষ পর্য়ন্ত লিখবো ইনশাল্লাহ তা কেউ পাঠক থাকুক আর নাই থাকুক… 🙂 মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

      Level 0

      ফেসবুক গ্রুপের আইডিয়াটা খারাপ না,কারন ফেসবুকে আমরা সবসময় একটিভ থাকি কাজেই যেকোন সমস্যার সমাধান সহজে হবে…তবে আমার মতে সিক্রেট গ্রুপ না খুলে ক্লোজড গ্রুপ খোলা বেটার…সাথে টিউটোরিয়াল গুলা এখানেও দিতে পারেন…এতে যারা টিউটোরিয়াল পরে ইন্টারেস্টেড হবে তারা গ্রুপে জয়েন করতে পারবে 🙂

      আমি আছি শেষ পর্যন্ত আপনার সাথে

আপনার fb নাম টা দিন

আপনাকে অনেক ধন্যবাদ
আপনার মত মানুষের খুব দরকার
আমাদের মত ছাত্রদের জন্য । আর পরের
টিউটোরিয়াল এর অপেক্ষায়

    আপনাকেও অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। পরের টিউটোরিয়াল সময়মতোই পাবেন ইনশাল্লাহ।

সিক্রেট গ্রুপ খুলে কাজ করার আইডিয়াটা খারাপ না 🙂
তবে সেখান থেকে হয়তো কোনো এক্টিভ কেও বাদ পরে যেতে পারে 🙁
তাই, বলছিলাম কি, এখানেই সব করলে ভালো। তবে, যদি সব এক্টিভ লোককে গ্রুপে নিতে পারেন সেটা আলাদা বিষয়।

ভাই আপনার লেখার অনেক গুরুত্ব আছে, এবং লেখা সঠিক হলে অবশ্যই মানসম্মত হবে আশা রাখি, আপনি আপনার সংকল্পকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ না রেখে সকল বন্ধুদের মাঝে বিলিয়ে দিলে অনেকের উপকারে আসবে… ধন্যবাদ।

    মতামতের জন্য অনেক ধন্যবাদ। সাথেই থাকুন ভাই।

ভাই পেইড ডোমেন না কিনে যদি বল্গে করি এর পর বল্গে ডোমেন কিনে তাহলে হবে না ভাই।

    ভাই এই ব্যাপারটা টিউটোরিয়ালে উল্লেখ করেছি। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে টিউটোরিয়াল পড়ুন তারপর মন্তব্য করুন। সাথেই থাকুন। ধন্যবাদ।

Level 0

ভাই অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর পর্ব ভিত্তিক টিউন দেয়ার জন্য । আমার মতামত হল- আপনি ইউটিউব এ একটা চ্যানেল ওপেন করেন এবং সেখানে আমাদের Practically দেখান যে, কিভাবে keyword research করে ভালো মানের keyword select করতে হয় আর কিভাবে গুগল এ রাঙ্ক করাতে হয়- এটা খুব বেশী গুরুত্বপূর্ণ- তাই এর উপরে অনেক বেশী tutorial দিবেন আশা করি । আর আপনি Facebook এ গ্রুপ ও ওপেন করেন, সেখানে আমরা জইন করি আর সেখানে তাহলে আমরা আমাদের সমস্যা কথা আপনাকে জানাতে পারব । আপনার সাথে connect থাকার এবং আমাদের মতামত দেয়ার কিছু প্লাটফর্ম তৈরি করে দিন Please ।

    আপাতত ভিডিও টিউটোরিয়াল করার কথা ভাবছি না। প্রয়োজনীয় স্ক্রিনশট যোগ করে টিউটোরিয়ালগুলো লিখবো ইনশাল্লাহ। আশা করি এতে আপনাদের বুঝতে সমস্যা হবে না। মতামতের জন্য ধন্যবাদ।

গ্রুফের চাইতে এখানে হলে বেশি ভালো হয়…

    মতামতের জন্য অনেক ধন্যবাদ। সাথেই থাকুন ভাই।

ভাই, পেইড এবং ফ্রী দুইভাবেই ডোমেনই-হোস্টিং করে দেখান, নিয়মিত পোস্ট করে এগিয়ে যান আমরা আপনার সাথে আছি, আপনার ফেসবুক লিঙ্কটা দিয়ে ভাল হত, ভাই

    দুইভাবেই দেখাবো তা উপরের টিউটোরিয়ালে উল্লেখ করেছি ভাই। ধন্যবাদ।

ভাই,আপনার ও আমাদের যেভাবে ভাল হবে বলে মনে করেন সেভাবে করেন।
ভাই,আমার একটা অনুরদ আমাকে সাথে রাখবেন আসা করি।
আমি বর্তমানে Web Design শিখতাচি।(HTML,CSS) মোটামটি পারি।
প্রতি দিন ৪ ঘণ্টা(দিনে ২ ঘণ্টা,রাতে ২ ঘণ্টা)সময় দিতে পারব,ভাই,আপনার ও আমাদের যেভাবে ভাল হবে বলে মনে করেন সেভাবে করেন।
ভাই,আমার একটা অনুরদ আমাকে সাথে রাখবেন আসা করি।
আমি বর্তমানে Web Design শিখতাচি।(HTML,CSS) মোটামটি পারি।
প্রতি দিন ৪ ঘণ্টা(দিনে ২ ঘণ্টা,রাতে ২ ঘণ্টা)সময় দিতে পারব,ইনশাল্লাহ।
একটা প্রশ্ন আছে ,ভাই-৩ মাস ৪ ঘণ্টা করে কাজ করার পর যখন ওয়েবসাইট হবে তখন দিনে কত ঘণ্টা করে কাজ করা লাগতে পারে?(আনুমানিক/প্রায় যখন লক্ষ মাসে $১০০০)

    Level 0

    age kaj koren then $$$ er kota bolen.$ eto easy na…google search ta valo kore siken

    একটা সাইট র‌্যাংক হওয়ার পর তেমন কাজ করা লাগে না। তারপরও কিছু না কিছু তো করা লাগবেই। তা ধরুন সপ্তাহে ৩-৪ ঘণ্টা পর্য়াপ্ত। ধন্যবাদ।

একটা প্রশ্ন আছে ,ভাই-৩ মাস ৪ ঘণ্টা করে কাজ করার পর যখন ওয়েবসাইট হবে তখন দিনে কত ঘণ্টা করে কাজ করা লাগতে পারে?(আনুমানিক/প্রায় যখন লক্ষ মাসে $১০০০)

    একটা সাইট র‌্যাংক হওয়ার পর তেমন কাজ করা লাগে না। তারপরও কিছু না কিছু তো করা লাগবেই। তা ধরুন সপ্তাহে ৩-৪ ঘণ্টা পর্য়াপ্ত। ধন্যবাদ।

কিছু কাজ হাইড রেখে শেখানো আর না শেখানো একই কথা। এতে করে দুই পক্ষরই সময় নষ্ট হবে। কাজের কাজ কিছুই হবে না। তার থেকে ফেসবুকে একটি সিক্রেট গ্রুপ করেই করেন ভালো হবে।

    টিউটোরিয়ালটা ভালো করে পড়ে মন্তব্য করলে আর এই কথাটা বলতেন না ভাই। আমি শিখানোর মতো কিছু হাইড করবো বলিনি। কী হাইড করবো বলেছি পড়লে দেখতে পারতেন- আমি আমার নির্বাচিত কীওয়ার্ড এবং ডোমেইন নেম হাইড করবো বলেছি। হয়তো আপনি জানতে চাইবেন কেন এগুলো হাইড করবো? কারণ হচ্ছে- স্প্যামারদের হাত থেকে বাঁচার জন্য কোনো এফিলিয়েট মার্কেটারই তার নিস সাইটের ঠিকানা উল্লেখ করে না যদি না সেটা পাবলিক নিস সাইট হয়।

    অনেস্টলি বলছি- এই টিউটোরিয়ালে কোনোকিছুই হাইড করা হবে না ইনশাল্লাহ। প্রতিটি বিষয় সূক্ষ্ণাতিসূক্ষ্ণভাবে বিশ্লেষণ করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এবং আমি জানি, আমি যেহেতু এভাবে কাজ করে সফলতা পেয়েছি, আপনারাও পাবেন।

    মতামতের জন্য ধন্যবাদ। সাথেই থাকুন।

স্যার ফেসবুকে সিক্রেট গ্রুপ করে ১০-২০ জনকে যদি এড করেন,এর ভিতর থেকে কে একটিভ আর কে একটিভ নয় বুজবেন কি করে,অনেকে হইতো বাদ পড়তে পারে যেমন আমি।সো আপনার কাছে যেইটা ভাল মনে হই সেটাই করেন।তবে টেকটিউন বিশ্ববিদ্যালয় এ টিউটোরিয়াল করালে মনে হয় ভাল হত।সবাই করতে পারত।
সর্বশেষ
আপনার সৎ চিন্তাধারার জন্য অনেক ধন্যবাদ।

ভাই ফেসবুক এ গ্রুপ খুলেন তাইলে আমাদের আর ভাল হবে । আর আপনাকে অনেক ধন্যবাদ
আপনার মত মানুষের খুব দরকার আমাদের মত ছাত্রদের জন্য । আর পরের টিউটোরিয়াল এর জন্য
অপেক্ষা করবো

সাথে রাখবেন আসা করি।
আমি বর্তমানে Web Design শিখতাচি।(HTML,CSS) মোটামটি পারি।
প্রতি দিন ৪ ঘণ্টা(দিনে ২ ঘণ্টা,রাতে ২ ঘণ্টা)সময় দিতে পারব,ইনশাল্লাহ।
একটা প্রশ্ন আছে ,ভাই-৩ মাস ৪ ঘণ্টা করে কাজ করার পর যখন ওয়েবসাইট হবে তখন দিনে কত ঘণ্টা করে কাজ করা লাগতে পারে?(আনুমানিক/প্রায় যখন লক্ষ মাসে $১০০০)

সাথে রাখবেন আসা করি।
আমি বর্তমানে Web Design শিখতাচি।(HTML,CSS) মোটামটি পারি।
প্রতি দিন ৪ ঘণ্টা(দিনে ২ ঘণ্টা,রাতে ২ ঘণ্টা)সময় দিতে পারব,ইনশাল্লাহ।
একটা প্রশ্ন আছে ,ভাই-৩ মাস ৪ ঘণ্টা করে কাজ করার পর যখন ওয়েবসাইট হবে তখন দিনে কত ঘণ্টা করে কাজ করা লাগতে পারে?(আনুমানিক/প্রায় যখন লক্ষ মাসে $১০০০) hmm copy

এই টিউনটার জন্যই আজ সারাদিন ওয়েট করেছি। সারাদিন মানে বুঝেছেন তো? সকাল ৭টা থেকে এখন অবধি প্রায় ১৫ ঘণ্টা। তারমানে কাজ করার জন্য আমার হাতে প্রতিদিন ১৫ ঘণ্টা সময় আছে এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। এখন শুধু দরকার আপনার গাইডলাইন। ব্যাস হয়ে গেল! অনেক ধন্যবাদ ভাই!
আর একটা কথা! ফেসবুকে যদি সিক্রেট গ্রুপ খোলা হয় তবে সেটা অনেক ভালো হবে সব ভালোর যে একটা খারাপ দিক আছে সেটাও মাথায় রাখতে হবে। আমার মতে আমরা যদি ২০-২৫ জন মিলে একটা প্রজেক্টে কাজ করি তাহলে সেটা আমাদেরই প্লাস পয়েন্ট, শিখতেও পারবো এবং প্র্যাক্টিক্যাল দেখতেও পারবো। এখন বাকিটা অন্যান্য মেম্বারদের ইচ্ছার উপরই ছেড়ে দিলাম। শেষ করার আগে আরো একটা ধন্যবাদ ভাই।

ji vai eta koratai valo hobe ami kalke eta bolte ceyechilam but bolini.. ami achi bro thanks. plz take me to the team.. My best regurds to u,

ভাই গ্রুপ খুলেন আর যাই করেন আমাকে রাইখেন।
আমি কাজটা শিখতে চাই।।।।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ, যারা কিছু করতে চায় তাদের জন্য এরকম মহত উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য । অনেকেই আছে যারা অনেক কিছু করতে চায় কিন্তু সামান্য সাহায্যের অভাবে তেমন কিছুই করতে পারে না । আমি অনেক গর্বিত আপনার মত একজনকে পেলাম । ভাই প্রাকটিক্যালি বিষয়গুলো এখানেই দিলে ভাল হয় ।

    মতামতের জন্য ধন্যবাদ। যেহেতু আপনাদের জন্যই এই টিউটোরিয়াল লিখছি, সো আপনাদের মতামতই প্রাধান্য পাবে।

Level 0

ফেসবুক গ্রুপ খুললে ভাল হয়। কারন কোন রকম সমস্যা হলে সেটা গ্রুপে যোগাযোগের মাধ্যমে তারাতারি সমাধান পেতে সুবিধা হবে।

নিজের গুরুত্বপূর্ণ সময় থেকে ব্যয় করা আপনার এই সুন্দর প্রচেষ্টার জন্য ধন্যবাদ। আপনার টিউন পড়ে কেউ যদি উপকৃত হয়, তবে তাতেই হবে আপনার সার্থকতা। সীমিত আকারে নয় বরং সবার মাঝে জ্ঞান ছড়িয়ে দিন। আল্লাহপাক আপনার দিনকে আরো সুন্দর ও উজ্জ্বল করুক-এই শুভ কামনাই থাকলো।

    জ্বি ভাই, তাই করতে চাচ্ছি। মতামতের জন্য ধন্যবাদ। সাথেই থাকুন।

thanks.bai parle amake sate rakben please.

Level New

এখানেই ভালো হয় এতে সবাই শিখতে পারবে 🙂 তবে সাহায্যর জন্য ফেসবুকে গ্রুপ খুলতে পারেন

    আপনাদের মতামতকেই প্রাধান্য দেয়া হবে, যেহেতু আপনাদের জন্যই টিউটোরিয়ালগুলো লেখা হচ্ছে। ধন্যবাদ ভাই।

facebooke group khulle valo hobe karon ekhane je keu ese abol tabol proshno kora shuru korbe facebook secret group thakle seta darun hobe

    তাবোল-তাবোল প্রশ্ন করলে কোনো অসুবিধা নেই। টিউটোরিয়াল রিলেটেড যেকোনো প্রশ্ন আপনাদের কাাছ থেকে পেতে আমি আগ্রহী। কারণ প্রশ্নের ধারা থেকেই আমি বুঝবো আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে নাকি হচ্ছে না। সুতরাং যতো পারেন প্রশ্ন করুন। তবে অবশ্যই প্রাসঙ্গিক। ধন্যবাদ।

আমি থাকতে চাই । ফেসবুক গ্রুপ ভিত্তিক কাজ করলেই ভাল হবে বলে আমার মনে হয় ।
প্রজেক্টে অংশগ্রহণ করতে চাইলে কি করতে হবে ?

    প্রজেক্টে অংশগ্রহণের জন্য প্রতিটি টিউটোরিয়াল মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং কোথাও বুঝতে সমস্যা হলে প্রশ্ন করে জিজ্ঞেস করতে হবে। ধন্যবাদ।

video tutioral hoiley aro valo hoto……

    দুঃখিত ভাই, এই মুহূর্তে ভিডিও টিউটোরিয়াল করার সুযোগ এবং ইচ্ছে কোনোটাই নেই। মতামতের জন্য ধন্যবাদ।

ভাইয়া, পরের পোষ্ট গুলো তারাতারি চাই…

    শিগগিরই আসছে পরের টিউটোরিয়াল। সাথেই থাকুন। ধন্যবাদ।

আমাজনের পেমেন্ট গেট ওয়ে টা তো বললেন না? 🙂

    আমাজনের পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনি কী করবেন সেটা বুঝতে পারলাম না ভাই। আপনি কি টিউটোরিয়াল পড়ে কমেন্ট করেছেন? নাকি টিউটোরিয়ালের টাইটেলে “আমাজন” লেখা দেখেই আন্দাজে ঢিল ছুড়লেন? ব্যাপারটা বুঝিয়ে বলবেন প্লিজ?

waiting your next post bro.

Level 0

vai fb group kholen… & Domain Hosting na kine kon bebostha thakle koren plz….
Thank you so much for Awssom tutorial

আমি অনেক বৎসর পর টেকটিউন্স এ লগ ইন করলাম শুধুমাত্র আপনার টিউনে কমেন্ট করার জন্য। ভালো হচ্ছে । লেখাগুলু প্রাঞ্জল। পড়তে বিরক্ত লাগে না । এফবি গ্রুপ খুলবেন কিনা সেইটা একান্তই আপনার ব্যাপার। তবে আমার মতে এইখানেই আপনি চাইলে সেই পরিবেশটা তৈরি করতে পারেন ।দরকার হলে ১২ পর্বের পর একটা রিভিউ পর্ব রাখতে পারেন । যেখানে সবাই আপনার কাছ থেকে প্রশ্ন করে জানতে পারবে । এরপর না হয় এফবি তে একটা গ্রুপ করেন । আমার মনে হয় এইভাবে করলে ২০-২৫ জন না আরো অনেক মানুষ একসাথে উপকার পাবে ।

উপরের সাজেশন একান্তই আমার মতামত । তবে লেখা চালিয়ে যাবেন বলে আশা করি । 🙂

    ভাই আমিও আজকে প্রথম কমেন্ট করছি ।কিন্তু সাইন আপ করেছিলাম বহুত আগেই । 😀

    মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই। সাথেই থাকুন।

ভাই আমরা কিভাবে আপনার সাথে যোগ দিব বা কিভাবে একসাথে কাজ করবো ??

    প্রতিটা টিউটোরিয়ালের নিচেই কমেন্ট করার এরকম সিস্টেম আছে/থাকবে। যেকোনো সমস্যায় এখানে আমাকে প্রশ্ন করুন। আমি আপনাদের প্রতিটি মন্তব্য খুবই গুরুত্বের সাথে পড়ি। কোনো কমেন্টই বাদ দিই না। ধন্যবাদ।

I am with you

Level 0

thanks for helpful tune . waiting for next tune

Level 0

ank din por tt te coment korlam.vai ami apnar post r opekkai cilam.fb te grp open krle valo hoi and akane o post niomito koren.apnr post dke affilite r proti agrho vere gelo.keep it up vai.

    অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ নিয়মিত টিউটোরিয়াল পাবেন।

Keep it up, bro

কাজ করতে আগ্রহী , site design টা ভাল করে দেখতে চাই

    ইনশাল্লাহ আমি আমার সাধ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। সাথেই থাকুন।

ভাই আজকে কি টিটোরিয়াল দিবেন না।

    না ভাই। আজকে টিউটোরিয়াল দেবো না। এই টিউটোরিয়াল সংক্রান্ত আমার প্রথম পোস্টটা দেখুন: https://www.techtunes.io/tutorial/tune-id/404990

    ওখানে উল্লেখ করেছি- ১২ টা টিউটোরিয়াল আমি ৩ মাসে দেবো। যেন আপনারা ভালো করে পড়ে শিখতে পারেন প্রাকটিক্যালি কাজ করে। সো সেই হিসেবে প্রতি সপ্তাহে আপনারা একটি করে টিউটোরিয়াল পাবেন ইনশাল্লাহ। প্রথম পর্বে প্রাকটিক্যাল করার কিছু নেই। কিন্তু দ্বিতীয় পর্ব থেকে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। যেগুলো এক সপ্তাহে কাজ করেও শেষ করতে পারবেন না। কী ভয় পেয়ে গেলেন না তো! ডোন্ট অরি। আপনাদের জন্য ব্যাপারটা যতোটা সম্ভব সহজ করে করার চেষ্টা আমার অবিরত থাকবে ইনশাল্লাহ।

vai next tutorial kobe diben?

    আপাতত প্রতি সপ্তাহে একটা করে টিউটোরিয়াল দেয়ার চেষ্টা করবো। এতে যারা আগ্রহ হারিয়ে ফেলবেন, বুঝতে হবে তাদের জন্য এই কাজ নয়। আরও ভালো কিছুর জন্য উনারা চলে গেছেন… 😉 তাদের জন্য আমাদের সবারই শুভকামনা থাকবে। আর যারা ধৈর্য়্য সহকারে প্রতি সপ্তাহের টিউটোরিয়ালগুলো পড়বেন এবং সেই মোতাবেক কাজ করবেন, তাদের জন্য অবশ্যই স্বাগতম।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি মহৎ উদ্যগ নেয়ার জন্য । ভাই আপনার টিউনটি পড়ে খুব খুব ভালো লেগেছে । আমার মনে হয়, আপনার টিউটরিয়াল দ্বারা অনেকে উপকৃত হবে ।কিন্তু কথা হচ্ছে অনেকেই টিউন করে কিন্তু তা আর কম্পিলিট করে নাহ , বা এক টিউটরিয়াল দেয়ার পর পরবর্তি টিউটরিয়াল দিতে দীর্ঘ সময় নেয় যার দ্বরুণ অনেক শিক্ষার্থী আগ্রহ হারিয়ে ফেলে । আমার অনুরোধ যদিও আপনার কষ্ট হয় তবু একটু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একটু তাড়াতাড়ি টিউন করুন অর্থাৎ এক টিউন দেয়ার পর পরবর্তি টিউন দিতে খুব বেশী দেরী না করা । আমরা আরো একটু বেশী উপকৃত হব যদি আপনি ফেসবুকে একটি গ্রুপ তৈরী করেন । এই গ্রুপে আপনার শিক্ষার্থীরা নিজেদের মধ্যে অনেক আলোচোনা করতে পারবে এবং তারা বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারবে এতে অনেকের সমস্যা দূর হবে নিজেদের মধ্যে আলোচোনা করার দ্বরুণ । আপনি নিজেও তাদের অনেকের সমস্যা গ্রুপ থেকে সমাধান করে দিতে পারবেন । ফেসবুকের দ্বারা আপনি চট করে আপনার শিক্ষার্থীদের সমস্যার সমাধান দিতে পারবেন । তাই আপনার কাছে অনুরোধ, ফেসবুকে একটি গ্রুপ তৈরী করে আমাদের সেই গ্রুপে অন্তর্ভূক্ত করুণ আর আমাদের মত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একটু তাড়াতাড়ি টিউন করুন । আমরা আপনার টিউনের জন্য অধীর আগ্রহে আছি । আশা করি আপনি আমাদের নিরাশ করবেন নাহ । আবারো আপনাকে ধন্যবাদ দিচ্ছি কষ্ট করে টিউন করার জন্য ।

    আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

    আপাতত প্রতি সপ্তাহে একটা করে টিউটোরিয়াল দেয়ার চেষ্টা করবো- কারণ টোটাল ১২ টা টিউটোরিয়াল আমি ৩ মাসে দেবো সেটা প্রথম লেখাতেই উল্লেখ করেছি ভাই। এতে যারা আগ্রহ হারিয়ে ফেলবেন, বুঝতে হবে তাদের জন্য এই কাজ নয়। আরও ভালো কিছুর জন্য উনারা চলে গেছেন… 😉 তাদের জন্য আমাদের সবারই শুভকামনা থাকবে। আর যারা ধৈর্য়্য সহকারে প্রতি সপ্তাহের টিউটোরিয়ালগুলো পড়বেন এবং সেই মোতাবেক কাজ করবেন, তাদের জন্য অবশ্যই স্বাগতম।

facebook e ekta secret group khulle khub valo hobe mone hoy. Apnar FB id ta ki pete pari?

    মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই। সাথেই থাকুন।

I just waiting for next tune!!!

Level 0

ভাই জানতে চাই, তাই এখানে করেন আর ফেসবুক এ করেন সাথে নিতে হবে ভাই । আপনাকে ফেসবুক এ কিভাবে পাব ?

এগিয়ে যান ভাই, সাথে আছি শিখবো অনেক কিছু। দোয়া রইল।উপকার করলে তার ফল আল্লাহ্‌ আপনাকে দিবেন।

আপডেট:
হ্যালো বন্ধুরা, আপনারা কি রেডি? লেখার সরঞ্জাম সবকিছু রেডি করেছি। ইনশাল্লাহ আগামীকাল রাতেই পাচ্ছেন পরবর্তী পর্ব টিউটোরিয়াল। মনে আছে তো আগামী পর্বের বিষয়? কীওয়ার্ড- সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। হাতে সময় থাকলে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন।
এখন ঢাকার বাইরে যাচ্ছি। আগামীকাল ঠিক এই সময়েই আবার নেটে বসবো। সংক্ষিপ্ত ট্যুরে যাচ্ছি তাই সাথে ল্যাপটপ নিচ্ছি না। দুপুরে খাওয়ার পর লিখতে শুরু করবো। আশা করি রাত ১১/১২ টার মধ্যেই শেষ হয়ে যাবে লেখা। তবে চেষ্টা করবো রাত ৮ টার মধ্যেই শেষ করার। দোয়া করবেন।

ভালো থাকুন। সাথেই থাকুন। ধন্যবাদ।

আপডেট: দ্বিতীয় পর্ব পাবলিশ হয়েছে আপনাদের জন্য। দেখে ও পড়ে নিন: https://www.techtunes.io/tutorial/tune-id/407951

অল দ্য বেস্ট!

ইনমশা অাল্লাহ্ সাথে অাছি শেষ পর্যন্ত।

ফেসবুক গ্রুপ খুললে ভাল হয়। কারন কোন রকম সমস্যা হলে সেটা গ্রুপে যোগাযোগের মাধ্যমে তারাতারি সমাধান পেতে সুবিধা হবে।

Level 0

ভাই ফেসবুক এ গ্রুপ খুলেন তাইলে আমাদের আর ভাল হবে । আর আপনাকে অনেক ধন্যবাদ
প্রতি দিন ৪ ঘণ্টা সময় দিতে পারব,ইনশাল্লাহ।

আল্লাহর অশেষ রহমতে তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ পর্বটি লিখে শেষ করতে পারলাম। যারা অপেক্ষায় আছেন, পড়ে নিতে পারেন: https://www.techtunes.io/tutorial/tune-id/408069

Level 0

many many thanks for ur healpful tutorial . vai jan , i was waiting for at least one year to learn affiliate marketing , but didnt get any help from anyone . thank u soooooooooo much . pls carry on for us .
if u open a facebook group , pls dont give me up . i will be ur obedient student .
thanks again .
rashed

ভাই আগ্রহী সংখ্যাতো 25 জনের বেশীও হতে পারে। তবে, তাদেরকে কেন বাদ দেবেন গ্রুপে সদস্য সংখ্যা লিমিট রেখে। মনেহয় আমাদের প্রিয় টিটি সাইট-এ দেখালে অনেক ভালো হবে। আর ঘুড়ির মালিক যেহেতু আপনি আর নাটাইও আপনার হাতে তাহলে বাকিটা আপনার উপরই নির্ভর করবে!

ভাই আগ্রহী সংখ্যাতো 25 জনের বেশীও হতে পারে। তবে, তাদেরকে কেন বাদ দেবেন গ্রুপে সদস্য সংখ্যা লিমিট রেখে। মনেহয় আমাদের প্রিয় টিটি সাইট-এ দেখালে অনেক ভালো হবে। আর ঘুড়ির মালিক যেহেতু আপনি আর নাটাইও আপনার হাতে তাহলে বাকিটা আপনার ইচ্ছার উপরই নির্ভর করবে!

(y)

অনেক কাঠ-খড় পুড়িয়ে ৪র্থ কিস্তি টিউটোরিয়াল লিখতে সমর্ত হলাম বন্ধুগণ। অনিচ্ছাকৃত দেরির জন্য আন্তরিক দুঃখিত। এই নিন লিংক: https://www.techtunes.io/tutorial/tune-id/418209

বন্ধুরা, আজকে প্রকাশ হলো ৫ম কিস্তি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেরি হওয়ার জন্য খুবই দুঃখিত। চেষ্টা করবো পরেরগুলো দ্রুত লিখতে। এই নিন লিংক: https://www.techtunes.io/tutorial/tune-id/427807

আপনার মত টিউনার আছে বলেই না টেকটিউন্সে প্রতিদিন আসি! চালিয়ে যান! অসাধারণ হচ্ছে! বাঙ্গালীর কৃতজ্ঞতা থাকলে আপনার ঋণ ভুলবে না!

হ্যালো বন্ধুগণ, সুখবর!
পর্ব – ০৬ প্রকাশ হলো এই মাত্র। টাটকা পড়ে নিতে পারেন এখনই: https://www.techtunes.io/tutorial/tune-id/427962

যেকোনো পরামর্শ সমস্যা শেয়ার করতে ভুলবেন না একেবারেই… সাথেই থাকুন…. 🙂

বন্ধুরা, আজকে পাবলিশ হলো সিরিজের ৭ম পর্ব। সময় করে পড়ে নিতে পারেন: https://www.techtunes.io/tutorial/tune-id/429284

ধন্যবাদ। সাথেই থাকুন।

ভাই বিশ্বাস করেন আর নাই বা করেন কীওয়ার্ড রিচার্চ আমি আপনার কাছ থেকেই শিখেছি। ভাই পরের পোস্ট গুলো দেন না কেনও? অপেক্ষা করছি তো।
যদি সম্ভভ হই আপনার (এফবি লিঙ্ক টা ) দিবেন প্লিস, কোন ডিস্টার্ব করবো নাহ,সুধু কয়েকটা প্রস্ন জানার ছিল। ভাই প্লিস।