গতকাল লিখেছিলাম- “আমাজন এফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০০ ডলার আয় করার প্ল্যান [চেইন টিউন] – যারা সহজ রাস্তায় ইনকাম করার চিন্তা করছেন, দূরে থাকুন!” এবং মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম আসলে কী করতে যাচ্ছি? সুতরাং আজকে সেইম কথা রিপিট না করে মূল পর্বে চলে আমরা।
আজকের পর্ব ০১-এ তুলে ধরবো আমাজন নিস সাইট প্ল্যানিং সম্পর্কে। অর্থাৎ আমরা কী করবো?, আমাদের টার্গেট, কী জানা লাগবে?, রিসোর্স কী প্রয়োজন?, দৈনিক কত ঘণ্টা কাজ করতে হবে ইত্যাদি বিষয়।
আমরা কী করবো?
আমরা একটি নিস সাইট বানাবো। তারপর এই নিস সাইটটির এসইও করে গুগলের কাছে সাইটটির গুরুত্ব তুলে ধরবো। ফলে কেউ যখন আমাদের নির্ধারিত নিস কীওয়ার্ডে গুগলে সার্চ করবে তখন আমাদের সাইট প্রথমে আসবে।
এখন কথা হচ্ছে- নিস সাইট কী? নিস সাইট হচ্ছে নির্দিষ্ট একটি বিষয় বা প্রোডাক্টের উপর ভিত্তি করে একটি ওয়েবসাইট বা ব্লগ। কোন বিষয়ের উপর আমরা সাইট বানাবো? আমরা আমাজন-এর যেকোনো একটি প্রোডাক্ট বা প্রোডাক্ট গ্রুপ নিয়ে সাইট বানাবো। কোন প্রোডাক্ট নেবো সেটা আমরা কীওয়ার্ড রিসার্চ করার আগে ঠিক করবো। তারপর কীওয়ার্ড রিসার্চ শুরু করবো আমরা। সো, আমরা কী করবো এটা আশা করি বুঝতে পেরেছেন। যদি সমস্যা থাকেও, ডোন্ট অরি। কাজ করতে করতে আরও ক্লিয়ার হয়ে যাবেন। “আপনি নিস সম্পর্কে কিছুই জানেন না” ধরে নিয়ে আমি টিউটোরিয়ালটা সাজাবো। ওকে?
আমাদের টার্গেট
গত পর্বেও এই সম্পর্কে বলেছি। এখন জাস্ট একটা ওভারভিউ। আমাদের টার্গেট হচ্ছে- ৩ থেকে ৬ মাস কাজ করার পর, প্রতি মাসে ৩০০ ডলার থেকে ১০০০ ডলার বা তারও বেশি ইনকাম করা। ঠিক আছে?
কী জানা লাগবে?
এই সম্পর্কেও গত পর্বে বলা হয়েছে। এখানে শুধু সামারি- আপনার সবচেয়ে বড় যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ইংরেজি জানা। আপনি যদি ইংরেজিতে ফ্রি-হ্যান্ড লিখতে পারেন তাহলে এটা খুবই ভালো। আর যদি সেটা না পারেন, মানে যদি আমার মতো হন, মোটামুটি পারেন, তাহলেও চলবে। কিন্তু আপনি যদি ইংরেজি পড়ে বুঝতে না পারেন, তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য নয়। আপনি এখান থেকে এখনই সরে পড়ুন, অযথা সময় নষ্ট করবেন না প্লিজ।
এছাড়াও আপনাকে জানতে হবে কীভাবে কীওয়ার্ড সার্চ করে পারফেক্ট বায়িং কীওয়ার্ড বের করতে হয়? যা আপনাকে আমি শেখাবো। চেষ্টা করবো ব্যাপারটা সহজ করে বুঝানোর জন্য। এই অংশটা একটু কষ্টকর হবে আপনার জন্য। তবে আপনি যদি একবার বিষয়টা ধরে ফেলতে পারেন তাহলে এটা আজীবন আপনার কাজে লাগবে। আর সত্যি কথা হচ্ছে- নিস সাইটের জন্য পারফেক্ট কীওয়ার্ড খুঁজে বের করতে পারার সাথে সাথেই আমাদের ৯০% কাজ কমপ্লিট। সুতরাং এটাকে বেশ গুরুত্ব দিয়ে হিসেবে রাখতে হবে।
রিসোর্স কী প্রয়োজন?
নিস সাইটের জন্য প্রথমেই আমাদের লাগবে:
কীওয়ার্ড- কীওয়ার্ড রিসার্চের জন্য আমরা গুগল এডওয়ার্ড টুলস ইউজ করবো। এছাড়াও আমরা একটি পেইড টুল ইউজ করে দেখাবো কীভাবে কঠিন কাজটা সহজে করা যায়? পেইড টুলের নাম আপাতত বলছি না। কীওয়ার্ড রিসার্চ করার সময় আপনাদের দেখাবো।
একটি ওয়েবসাইট- এটি হবে আমাদের নিস সাইট। কীওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা নিস ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং হোস্টিং কিনবো। কীভাবে একটি পারফেক্ট ডোমেইন এবং বেস্ট হোস্টিং কিনবেন তার বিস্তারিত চার নম্বর টিউটোরিয়ালে দেখাবো ইনশাল্লাহ। এছাড়াও যারা ডোমেইন-হোস্টিং-এর জন্য অর্থ খরচ না করে ফ্রিতে কাজ করতে চান তাদের জন্য বিকল্প পথ দেখানো হবে পাঁচ নম্বর টিউটোরিয়ালে (পর্ব - ০৫: পেইড ডোমেইন ও হোস্টিং-এর বিকল্প [যাদের ডোমেইন হোস্টিং কেনার সামর্থ নাই])। সুতরাং অর্থ খরচ না করেও আপনি কাজ করতে পারছেন। ডোমেইন-হোস্টিং হয়ে গেলে আপনাদের দেখাবো কোডিং জ্ঞান ছাড়াই কীভাবে আপনার নিস সাইটটি তৈরি করবেন সহজে।
অন-পেজ এসইও- সাইটের ডিজাইন, আর্টিক্যাল, ইমেজ, কীওয়ার্ড, টাইটেল, মেটা ট্যাগ ইত্যাদি সাজানো সবই অন-পেজ এসইওর অন্তর্ভুক্ত। এগুলো আমরা স্টেপ-বাই-স্টেপ শিখবো ইনশাল্লাহ।
অফ-পেজ এসইও- আমরা এমনভাবে কীওয়ার্ড বাছাই করবো যেন অফ-পেজ এসইও তেমন করা না লাগে। কারণ অফ-পেজ এসইও সহজ হলেও এটা ঝামেলাযুক্ত। তারপরও যদি প্রয়োজন হয় তাহলে আমরা কাজগুলো করবো। অফ-পেজ এসইওর সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করা নিস সাইটের জন্য।
দৈনিক কত ঘণ্টা কাজ করতে হবে?
৯০ দিনের যে প্ল্যানটি আমরা করেছি মোট ১২ টা টিউটোরিয়ালে তাতে প্রতিদিন আপনাকে কমপক্ষে ২ ঘণ্টা সময় ব্যয় করতে হবে। তবে যদি প্রতিদিন ৪ ঘণ্টা করে সময় ব্যয় করতে পারেন তাহলে আপনার সাকসেস কেউ রোধ করতে পারবে না ইনশাল্লাহ। মাসে এক হাজার ডলার ইনকাম করার জন্য আশা করি সময়টা খুব বেশি না। তবে আপনার জন্য পজেটিভ দিক হলো- এই ২-৪ ঘণ্টা আপনি দিনে-রাতে যেকোনো সময়ই ব্যয় করতে পারেন। সুনির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে তা নয়।
শেষ কথা
তো আমাদের প্ল্যান করা হয়ে গেলো। আর কিছু কি বাদ দিয়েছি? মনে হয় না। আর বাদ দিলেও কিছু যায় আসে না। সময়মতো ঠিকই ওটা সামনে চলে আসবে। আর আগেই বলেছি- আমি কিন্তু ভাই শিক্ষক নই। সুতরাং শেখানোর কায়দা-কৌশল তো আমার জানা নেই :(। ভুল-ভ্রান্তি হবে। কিচ্ছু করার নেই। তবে ঠিক সময়ে ঠিক উপকরণ পেয়ে যাবেন ইনশাল্লাহ।
সর্বশেষ একটি ঘোষণা!
আপনাদের জন্য টিউটোরিয়াল লিখতে লিখতে কাজগুলো প্রাকটিক্যাল করতে হবে আমাকে। তাই ঠিক করেছি কোন্ কী-ওয়ার্ড বাছাই করবো, কোন ডোমেইন কিনবো, কোথায় থেকে এবং কীভাবে ডোমেইন-হোস্টিং কিনবো, কীভাবে সাইট ডিজাইন করবো, অন-পেজ, অফ-পেজ এসইও করবো, কখন আমাজন লিংক সাইটে এড করবো, কীভাবে এড করবো, কখন থেকে সেল শুরু হয় ইত্যাদি সবই আপনাদের প্রাকটিক্যালি দেখাবো। কেমন হয় বিষয়টা তাহলে? তবে এখানে নয়। চিন্তা করতেছি ফেসবুকে একটি সিক্রেট গ্রুপ ওপেন করে সেখানে শুধুমাত্র ট্রাস্টেড এবং ডেডিকেটেডলি কাজ করতে আগ্রহী এমন কয়েকজনকে নিয়ে। কিন্তু সেই সংখ্যা ১০ থেকে সর্বোচ্চ ২৫ জন হবে। কী বলেন আপনারা? এটা করবো? নাকি কীওয়ার্ড, ডোমেইন-হোস্টিং এবং কিছু কাজ হাইড রেখে যেভাবে কাজ করছি সেভাবেই করবো? আপনাদের মতামতের ভিত্তিতেই এটার ডিসিশন হবে।
তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সাথে থাকুন। ধন্যবাদ আবারও। 🙂
আমি এজন স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই,
এখানেই সবার জন্য করলে ভালো হয় ।