আমাজন এফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০০ ডলার আয় করার প্ল্যান [চেইন টিউন] – যারা সহজ রাস্তায় ইনকাম করার চিন্তা করছেন, দূরে থাকুন!

 

লেখাটির শুরুতেই আপনাকে সাবধান করে দিচ্ছি- আপনি যদি সহজ রাস্তায় অর্থ উপার্জনের চিন্তা করে থাকেন, দয়া করে আমার এই টিউন থেকে দূরে থাকুন। কারণ আমি জানি, এখানে সহজ রাস্তায় ইনকাম করা সম্ভব নয়। শুধুমাত্র পরিশ্রমী এবং সৎ যারা তারাই আমার এই পদ্ধতিতে ইনকাম করতে পারবেন, ইনশাল্লাহ। আমি নিজে এই পদ্ধতি অনুসরণ করে ইনকাম করি। তা-ই আপনাদের শেখাবো।

 

শুরুতেই জেনে নিন কত ইনকাম করবেন আপনি?

লক্ষ্য: আমাদের এই চেইন টিউটোরিয়ালের লক্ষ হচ্ছে- তিন থেকে চার মাস সময় ব্যয় করে ৩০০-১০০০ ডলার প্রতি মাসে ইনকাম করা।

আমার এই টিউটোরিয়ালটি মোটামুটি ১২ টি পর্বে সাজানো হয়েছে। এই পর্বগুলো প্রকাশ করা হবে ৩ মাসে। তিন মাস আপনি হাতে-কলমে-কম্পিউটারে কাজ শিখবেন। ইচ্ছে করলে শেখার সাথে সাথে কাজও শুরু করতে পারেন। তবে আমার পরামর্শ- কাজ শেখার পর শুরু করুন। তাহলে তিন মাস কাজ শেখার পর পরের তিন মাস আপনি কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন। অর্থাৎ মোট ৬ মাস ক্রান্তিকাল। এই ছয় মাস যদি আপনি পরিশ্রম করেন তাহলে সপ্তম মাস থেকে আপনার মিনিমাম ইনকাম হবে ১০০০ ডলার প্রতি মাসে। আর যদি প্রথম তিন মাসে অর্থাৎ কাজ শেখার সাথে সাথেই কাজ করা শুরু করেন তাহলে প্রথম তিন মাস পর, অর্থাৎ চতুর্থ মাস থেকে আপনার ইনকাম মোটামুটি ৩০০ ডলার দিয়ে শুরু হবে ইনশাল্লাহ।

 

সতর্কতা! না বন্ধুগণ। এখানে শর্টকাট বা সহজ উপায়ে ইনকাম করার কোনো ওয়ে নেই। মিনিমাম ৩ মাস আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়া এখানে দয়া করে সময় নষ্ট করবেন না। একেবারেই করবেন না!

 

 

একটি সহজ অংক

বাংলাদেশের প্রচলিত পড়ালেখার সিস্টেমে মাস্টার্স পাস করতে কত বছর লাগে? উত্তর হচ্ছে ১৭ বছর (প্রাইমারি ৫ বছর + হাইস্কুল ৫ বছর + কলেজ ২ বছর + অনার্স ৪ বছর + মাস্টার্স ১ বছর = ১৭ বছর)। তাই না? এই সতেরো বছর পড়ালেখা করে আমাদের দেশের ছেলে-মেয়েরা ১৫ হাজার টাকা মাসে চাকরি পেলেই খুশিতে আটখানা হন। তো ১৭ বছর কঠোর সাধনা করে যদি আপনি আশা করেন ১৫ হাজার টাকা, তাহলে কেমন করে অনলাইনে কোনো সময় না দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করার চিন্তা করেন? মাথা খাটান, বন্ধুগণ! সুতরাং আমি বলবো- সহজ রাস্তা মানেই ফাঁকির রাস্তা। অনেক সময় নষ্ট করেছেন বিভিন্ন দিকে। সব বাদ দিয়ে আসুন সত্যিকারের প্রফেশনাল কিছু শিখি। নিজে উপকৃত হই, দেশকেও সমৃদ্ধ করি।

 

এই টিউটোরিয়াল কাদের জন্য?

আপনার জন্যই! হ্যাঁ, আপনার জন্যই যদি আপনি হয়ে থাকেন সৎ, সাহসী, পরিশ্রমী এবং চ্যালেঞ্জ গ্রহণে বদ্ধপরিকর। তাহলে আপনার জন্যই এই টিউটোরিয়াল।

 

কি কি যোগ্যতা লাগবে?

বাড়তি কোনো যোগ্যতা লাগবে না। আপনি যদি অনলাইন জগতের সাথে পরিচিত হয়ে থাকেন, তাহলে মোটামুটি সবকিছুই আপনি জানেন। আমি শুধু আপনাকে শিখিয়ে দেবো কোনটা কী কাজে লাগাবেন? খেয়াল করুন- ছুরি যদি ছিনতাইকারীর হাতে থাকে সেটা হয় প্রাণনাশক, আর ডাক্তারের হাতে থাকলে সেটা প্রাণদাতা। তাই নয় কি? আমার এই কাজে গুগল, ফেসবুক এবং ট্যুইটার বড় ভূমিকা পালন করবে। এছাড়াও ইউটিউব, লিঙ্কডইন, স্টাম্বলআপন, পিন্টারেস্ট জাতীয় কিছু ওয়েবসাইট লাগবে। কিন্তু সেগুলো তেমন কিছু নয়। আমার এই টিউটোরিয়াল থেকেই আপনি বিস্তারিত শিখে নিতে পারবেন। সুতরাং উপরের কোনো ওয়েবসাইট সম্পর্কে আপনার জানা না থাকলেও অসুবিধা নাই।

 

এই টিউটোরিয়াল কাদের জন্য নয়?

আপনার জন্য নয় যদি আপনি-
- সহজ রাস্তায় ইনকাম করতে চান
- স্বল্প সময়ে ইনকাম করতে চান
- পরিশ্রম না করেই ইনকাম করতে চান
- কাজ করার মানসিকতা না থাকে
- শর্টকাট ওয়েতে বড়লোক হতে চান
- যদি আপনি অলস হন
- যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক না হন....

এবার আপনি-ই সিদ্ধান্ত নিন এই টিউটোরিয়াল আপনার জন্য, নাকি আপনার জন্য নয়?

 

কি কি শিখবো আমরা?

এই পর্বটি শুধুমাত্র প্ল্যান করার জন্যই। সুতরাং কি কি শিখবো এবং কীভাবে শিখবো তা জেনে নিই চলুন। প্রথমেই কি কি শিখবো তার একটা সামারি বা সারাংশ পয়েন্ট আকারে দিলাম:

পর্ব - ০১: আমাজন নিস সাইট প্ল্যানিং
পর্ব - ০২: কীওয়ার্ড রিসার্চ: আমাজন এফিলিয়েট মার্কেটিং-এর সবচেয়ে গুরুত্ব অংশ
পর্ব - ০৩: নিস সাইট কম্পিটিশন এনালাইসিস স্ট্রাটেজি
পর্ব - ০৪: নিস সাইটের জন্য পারফেক্ট ডোমেইন এবং বেস্ট হোস্টিং বাছাই
পর্ব - ০৫: পেইড ডোমেইন ও হোস্টিং-এর বিকল্প [যাদের ডোমেইন হোস্টিং কেনার সামর্থ নাই]
পর্ব - ০৬: সঠিক পদ্ধতি অবলম্বন করে নিস সাইট ডিজাইন [কোডিং জ্ঞান ছাড়াই]
পর্ব - ০৭: নিস সাইটের জন্য প্রয়োজনীয় কনটেন্ট লেখা/সংগ্রহ এবং সাজানো
পর্ব - ০৮: মাত্র একটি পদ্ধতি অবলম্বন করে নিস সাইটের অন-পেজ এসইও করুন পারফেক্টভাবে
পর্ব - ০৯: কীভাবে আমাজন এসোসিয়েটস একাউন্ট-এর জন্য এপ্লাই করবেন?
পর্ব - ১০: অফ-পেজ এসইও করুন সুনির্দিষ্টভাবে মাত্র তিন ধাপে
পর্ব - ১১: নিস সাইটে আমাজন এফিলিয়েট লিংক এড করুন আর শুরু করুন আর্নিং
পর্ব - ১২: নিস সাইট থেকে প্যাসিভ ইনকাম

আমাজন এফিলিয়েট থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা সম্ভব?

প্যাট ফ্লিন নামের একজন এফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসে আয় করেন প্রায় এক কোটি টাকা। কী, বিশ্বাস হয় না? ওকে, প্যাট ফ্লিনের অক্টোবর মাসের ইনকাম দেখুন এখানে: প্যাট ফ্লিন অক্টোবর ২০১৫ আর্নিং রিপোর্ট

অনলাইন ঘাটলে এরকম আরও অনেক অনেক পাবেন। মজার ব্যাপার হলো: টিটিতে তো অনেক আর্নিং করার পদ্ধতিই দেখেছেন। কিন্তু জানেন কি সবচেয়ে বেশি ইনকাম করে কারা? কারা অনলাইন জগতের রাজা? হ্যাঁ, ঠিকই ধরেছেন- এফিলিয়েট মার্কেটাররাই হচ্ছেন অনলাইন জগতের রাজা। তারাই সবচেয়ে বেশি ইনকাম করেন। ইভেন আমাদের দেশেও তাই।

হ্যাঁ, হয়তো এতোক্ষণ ভাবছেন- বিদেশীরা তো সবসময়ই কোটি কোটি টাকা ইনকাম করে। কিন্তু আমাদের দেশের মানুষ, আমরা কি পারবো? আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের অনেক এফিলিয়েট মার্কেটারকে চিনি যাদের ইনকাম প্রতি মাসে ২০ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকা। কী বিশ্বাস হয় না? ভাবছেন কেন তারা আর্নিং রিপোর্ট প্রকাশ করে না? কী মনে হয় আপনার? বাংলাদেশের এই পরিবেশে আপনি যখন মাত্র ৫ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করবেন নিজের ঘরে বসে থেকেই; তা কি প্রকাশ করবেন? আমার মনে হয় না করবেন। সুতরাং করে না।

তবে সবাই যে করে না, তা নয়। যারা ট্রেনিং করান বা স্টার হতে চান, তাদের কেউ কেউ ইদানিং তাদের আর্নিং রিপোর্টের স্ক্রিনশট ফেসবুকে দেখান। তবে আমার ইচ্ছে নেই এরকম আর্নিং রিপোর্ট প্রকাশ করার। কারণ পেইড টিউটোরিয়াল বা পেইড ট্রেনিং আমি কখনোই করাবো না। গ্যারান্টেড! আমি কখনও শিখিয়ে কারও কাছ থেকে টাকা নেবো না। আপনাদের পছন্দ হলে ফ্রি টিউটোরিয়াল থেকে শিখুন, নয়তো না।

নটে গাছটি মোড়ালো, আমার গল্প ফুরালো। 😀

আগামী পর্ব থেকে মূল টিউটোরিয়ালে আমরা হাত দেবো। একটাই অনুরোধ: আমার কোথাও কোনো ভুল হলে, বা আপনাদের বুঝতে অসুবিধা হলে টিউমেন্টে জিজ্ঞেস করবেন। আমি আপনাদের প্রতিটি টিউমেন্ট গুরুত্ব দিয়ে পড়বো এবং প্রাসঙ্গিক উত্তর দেবো। একটা বিষয় মনে রাখবেন- আমি কিন্তু শিক্ষক নই, সুতরাং আমার বুঝানোতে ভুল থাকতেই পারে। তবে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আমার জন্যও সুবিধা, আপনার জন্যও। দয়া করে কেউ ব্যক্তিগত প্রশ্ন করবেন না। শুধুমাত্র প্রাসঙ্গিক প্রশ্ন করুন।

সাথে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।

Level 0

আমি এজন স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে জান ভাই আমি আছি আপনার সাথে

    ধন্যবাদ। আপনাদের সতস্ফূর্ত অংশগ্রহণ আমাকে উৎসাহ যোগাবে নিয়মিত লিখতে। 🙂

অসাধারণ লিখেছেন ভাই! আমার তো আর তর সইছে না! সারাদিন নেট চালাই এবং একটা ওয়েবসাইট নিয়েছি+অ্যাডসেন্সও পেয়ে গিয়েছি কিন্তু আর্নিং বাড়ছে না। আপনার লেখাটি পড়ে চরমভাবে এফিলিয়েটের প্রতি আগ্রহ জাগছে! আশাকরি আপনার টিউটোরিয়ালগুলো নিয়মিতভাবে পাবো। লেখার শেষে আবারো ধন্যবাদ এতো সুন্দর একটা লেখা এবং ধারণা আমাদেরকে প্রদান করার জন্য।

    হি হি হি ভাই, আপনি তো অস্থির পোলা! সুতরাং তর সইবে কীভাবে? 😀

    এনিওয়ে, ধন্যবাদ ভাই। আপনাদের উৎসাহ-উদ্দীপনা আমাকে নিয়মিত লিখতে উৎসাহ যোগাবে। সুতরাং থাকুন সাথেই। 🙂

ভাই অনেক দিন খুজছিলাম। এমাজন এপিলিয়েট সম্পর্কে জানার জন্য। তারাতাড়ি শুরু করেন।

    নিয়মিত পাবেন টিউটোরিয়াল। আপনাদের উৎসাহ-উদ্দীপনা আমাকে নিয়মিত লিখতে উৎসাহ যোগাবে। সুতরাং থাকুন সাথেই। ধন্যবাদ ভাই।

অনেক আশা করে প্রথম পর্ব শেষ করলাম 🙂
আশা করি হারিয়ে যাবেন না 🙁

    আপনাদের উৎসাহ-উদ্দীপনা আমাকে নিয়মিত লিখতে উৎসাহ যোগাবে। সুতরাং হারিয়ে যাওয়ার ভয় নেই। সাথেই থাকুন। ধন্যবাদ ভাই।

অসাধারন উপস্থাপনা, শেয়ার করার জন্য ধন্যবাদ। অপেক্ষাতে থাকলাম।

valo lagse ami onek gulo kaj paro upnar 12 porber.upni caile 15 din ei seke felte parbo.

    ভাই, শুধু পড়লেই হবে না। সাথে প্রাকটিক্যালও করতে হবে। সুতরাং ১৫ দিনে নয়, ৯০ দিনের টার্গেট নিয়ে আমরা শুরু করবো। ধন্যবাদ।

      আপডেট: পরবর্তী টিউটোরিয়াল পাবলিশ করেছি আপনাদের জন্য। দেখে ও পড়ে নিন: https://www.techtunes.io/tutorial/tune-id/405321

      অল দ্য বেস্ট!

        আপডেট: দ্বিতীয় পর্ব পাবলিশ হয়েছে আপনাদের জন্য। দেখে ও পড়ে নিন: https://www.techtunes.io/tutorial/tune-id/407951

        অল দ্য বেস্ট!

          আল্লাহর অশেষ রহমতে তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ পর্বটি লিখে শেষ করতে পারলাম। যারা অপেক্ষায় আছেন, পড়ে নিতে পারেন: https://www.techtunes.io/tutorial/tune-id/408069

            অনেক ধন্যবাদ ভাই…………।। আমি ইনভেস্ট করার জন্য পেইপাল এ ডলার রেডি করে রেখেছি কিন্তু কি ওয়ার্ড না পাওয়ার কারনে শুরু করতে পারছি না। এখন আপনার সব গুলো টিউন পড়ব।

            প্লিজ ফেসবুক গ্রুপে আমাকে রাখুন…।।

আপনার সাথে আছি, এগিয়ে যান ভাই.

    সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো যা আপনার বাস্তব জীবনে প্রয়োজন হবে।

ideabaj.com site ta ki apnar vi

অনেক অনেক ধন্যবাদ ভাই । আমাকে নিয়মিত পাবেন।।।।

    ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। আপনাদের উৎসাহ-উদ্দীপনা আমাকে নিয়মিত লিখতে সহায়তা করবে। ভালো থাকুন, সাথে থাকুন 🙂

পরের পোস্টের জন্য অপেক্ষা করে আছি ভাই।

    অপেক্ষায় না থেকে পড়ার জন্য প্রস্তুতি নিন। পরের পোস্ট লেখার যাবতীয় সরঞ্জাম হাতের কাছে- শিগগিরই পাবেন ইনশাল্লাহ।

স্যার অনেক দিন পরে পছন্দের কিছু একটা পেতে যাচ্ছি।

    আশা করি আপনার প্রয়োজন মেটাতে সক্ষম হবো। ধন্যবাদ।

Level 0

চালিয়ে যান…………… সবাই আপনার অপেক্ষায় 🙂

    অপেক্ষায় না থেকে পড়ার জন্য প্রস্তুতি নিন। পরের পোস্ট লেখার যাবতীয় সরঞ্জাম হাতের কাছে- শিগগিরই পাবেন ইনশাল্লাহ।

VI ami sports AFFILIATE Kori. Income Motmoti Khrp na. apnar post deka আমাজন ney kaj korar issa jaglo… asha kori help pabo.valo thakban.

    টোটাল ১২টা পর্বে আমাজন নিস সাইট নিয়ে ডিটেইলস বলবো ইনশাল্লাহ। আশা করি আপনার চাহিদা পূরণে যথেষ্ট হবে। ধন্যবাদ।

Level 0

অনেক ধন্যবাদ, আপনার পরের টিউনের অপেক্ষায় থাকলাম 🙂

ভাই আমিও আছি in Sha Allah শুধু দুয়া করবেন আপনার দেওয়া সঠিক পথ অনুসারন করতে পারি।

    শুভকামনা রইলো ভাই। যেন সঠিকভাবে অনুসরণ করতে পারেন সেভাবেই লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।

ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষায় রইলাম।

    আশা করি অবশ্যই ভালো কিছু পাবেন। ধন্যবাদ।

Level 0

Hi,
I have seen Ur post on TT about “আমাজন এফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০০ ডলার আয় করার প্ল্যান”. I have a little question to U.

Could U show us how to get free traffic from different types of social media (FB, Twitter, G+, linkedin) and craigslist.com ??

I did not see this topic to your course plan so I asked. Hope U dont mind and answer me soon.

    We hate free traffic from social media. So will not write anything about social media marketing. Thanks.

অনেক ধন্যবাদ ভাই, আপনার সাথে আছি, পরের পোস্ট পড়ার জন্য অপেক্ষায় রইলাম।

    সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।

পরের পোস্ট পড়ার জন্য অপেক্ষায় রইলাম।

    শিগগিরই পরের পোস্ট নিয়ে আসছি। ধন্যবাদ।

ok bro.notun tune gulo pabo kobe theke

Level New

ভালো লিখেছেন 🙂 আছি আপনার সাথে ।চালিয়ে যান

Level 0

আমি এফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, আমি সময় নিয়ে কাজ করব । প্রথমেই ইনকাম লাগবে এমন না । আমি লং টাইম এর জন্য কাজ করতে ইচ্ছুক কিন্তু ভাল গাইড লাইন পাচ্ছি না । আমি আসলে এফিলিয়েট মার্কেটিং নিয়ে কিছুই জানি না, আমি একজন ওয়েব ডেভেলপার । আমি কীভাবে কাজটি শুরু করতে পারি, যদি কোন ভাবে হেল্প করতে পারেন আমি কাজ করব । আসলে কোন ট্রেনিং সেন্টার থেকে সে রকম কিছুই শেখা যায় না । ট্রেনিং সেন্টার গুলো আছে পোলাপানের কাছে থেকে টাকা নেবার দান্দায় । তাই যদি হেল্প করেন আমি কাজ করতে আগ্রহী । আমি ঢাকায় থাকি । কিন্তু এখন আমার পক্ষে টাকা দিয়ে ট্রেনিং করার মত অবস্থা নাই । অনলি কিছু ভাল গাইড লাইন লাগবে আর কিছু না ।

অনেক কাঠ-খড় পুড়িয়ে ৪র্থ কিস্তি টিউটোরিয়াল লিখতে সমর্ত হলাম বন্ধুগণ। অনিচ্ছাকৃত দেরির জন্য আন্তরিক দুঃখিত। এই নিন লিংক: https://www.techtunes.io/tutorial/tune-id/418209

বন্ধুরা, আজকে পাবলিশ হলো সিরিজের ৭ম পর্ব। সময় করে পড়ে নিতে পারেন: https://www.techtunes.io/tutorial/tune-id/429284

ধন্যবাদ। সাথেই থাকুন।

Level 0

Sob gulo khub informative & directional. ami akti site ready korci, 15 tar moto content publish koreci, wait korci episode & 10 er jonno.asa koro khub taratari pabo.

বেষ্ট পোষ্ট…………………।

ভাইয়া আমি অনলাইন এ নতুন। বলতে গেলে একদম হাতে খরি। কিছুই পারিনা। আমি আমার সম্পুর্ন চেষ্টা কাজে লাগাবো।
আপনার পোষ্ট আজকেই মাত্র প্রথম পরলাম। আমিও চাই অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করতে। আমি নতুনদের অবশ্যই সাহায্য করবেন আশা করি। আপনিই আমাদের আশা দিয়েছেন। আপনার কথায় আত্নবিস্বাস পেয়েছি। আপনার পোষ্ট গুলো পরার সাথে সাথে কাজ ও শুরু করতে চাই। তাহলে আমার কাজের প্রতি দক্ষতাটাও বারবে, প্রথম প্রথম ইনকামের আশাটা আপাতত নাই করলাম।
আপনার কাছে এটা আমার প্রথম জিজ্ঞাসা, প্রথমেই কি আমার একটা ওয়েবসাইট, বা ব্লগসাইট লাগবে? কাজ শুরু করতে চাইলে। আপনার দ্বিতীয় পোষ্ট তা পরে বুঝলাম অবশ্যই একটা সাইট লাগবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ওয়েবসাইট তো আমি বানাতে পারিনা, বা ওয়েবসাইট সম্মন্ধে কোন জ্ঞান নেই, অ্যাফিলিয়েট এর জন্য কেমন ওয়েবসাইট লাগবে, কোথায় থেকে বা কার থেকে ওয়েবসাইট বানাবো। প্লিজ ভাইয়া রিপ্লাই করবেন।

Level 0

ষষ্ঠ পর্ব পর্যন্ত পরতে পারছি। সপ্তমটা দেখতে পাচ্ছি না। লিংক কাজ করে না। আর বাকিগুলো কবে আসতে পারে?

viya fb ta secreat group kore 10-15 jun person nela ami r bake jara interested real kah kortey chy tara ke korbe..pls vi amader ignor koiren nah…pls….ami onek den dhore onek blog porache but aponer moto atto sundor step by step kotthaw pine..ols janaben ada kore. r sathey e ache viya. r jode face book group thake pls deyen amak.

এফিলিয়েট মার্কেটিং করে আমার এখন আয় মাসে ৫০ হাজার টাকার উপরে।আমি রিপটোর কোর্স করেছিলাম।খুব ভাল একটা কোর্স।আপনারা চাইলে কোর্সটা করে দেখতে পারেন।বিস্তারিত এখানে দেখুন https://www.nirbik.com/23038/

vai, 7th part er link kaj kore na.