খুব সহজেই বুটেবল পেনড্রাইভ তৈরী করুন সেরা সফটওয়্যারটি দিয়ে [Step by Step Video Tutorial Included]

 


যেভাবে তৈরী করবেন বুটেবল পেনড্রাইভ, তাও আবার সেরা সফটওয়্যারটি দিয়ে

`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~`*~

 

এটি মূলত একটি ভিডিও টিউন। তাই প্রথমে ভিডিও টি দেখে নিন, নয়তো বুঝতে কষ্ট হতে পারে

 

 

ডাউনলোড ভিডিও 720p

Duration: 02:15

Size: 11.6 MB

 

১ম ধাপ

আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ না থাকলে ইন্টারনেট সংযোগ দিন। মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্রাউজারের সাহায্যে Google এ যান। সার্চ বক্স এ লিখুন "Universal USB Installer"এবং এন্টার চাপুন।

২য় ধাপ

সবার উপরেই এর ওয়েবসাইটের লিংক আসবে, তাতে ক্লিক করুন।
লিংক: http://www.pendrivelinux.com/universal-usb-installer-easy-as-1-2-3/
ডাউনলোড বাটনে ক্লিক করুন।

 

৩য় ধাপ

ডাউনলোড শেষ হওয়ার পর ডাউনলোডকৃত ফাইলটি ডেস্কটপ এ কপি করুন। অপারেটিং সিস্টেমের ISO ফাইলটি ও ডেস্কটপ এ কপি করুন

 

চতুর্থ ধাপ

আপনার কম্পিউটারের USB পোর্ট এ পেনড্রাইভ টি যুক্ত করুন। ডেস্কটপ এ থাকা Universal USB Installer সফটওয়্যারটির আইকন এ ডাবল ক্লিক করুন।

 

৫ম ধাপ

User Account Control উইন্ডো আসবে, Yes চাপুন। লাইসেন্স অ্যাগ্রীমেন্ট উইন্ডো তে I Agree বাটনে ক্লিক করুন

 

ষষ্ঠ ধাপ

Step One এ (প্রথম ধাপে) Down Arrow চিহ্নে ক্লিক করে আপনাকে অপারেটিং সিস্টেম নির্বাচন করতে হবে। Windows অপারেটিং সিস্টেম ইন্সটল করতে চাইলে স্ক্রল করে একদম নিচ দিকে নামুন। উইন্ডোজ ৭ এর জন্য Windows 7 Installer এবং উইন্ডোজ ৮, ৮.১ ও ১০ এর জন্য Windows 8 Installer সিলেক্ট করুন

৭ম ধাপ

 

Step Two এ (২য় ধাপে) Browse বাটনে ক্লিক করে ডেস্কটপে রাখা ফাইল টি সিলেক্ট করুন

অষ্টম ধাপ

Step Three এ (৩য় ধাপে) Down Arrow চিহ্নে ক্লিক করে পেনড্রাইভ টির ড্রাইভ লেটার যেমন- F, G, H সিলেক্ট করুন। Down Arrow চিহ্নে ক্লিক করার পর যদি পেনড্রাইভ এর Drive Letter দেখতে না পান, তাহলে Show all Drives এর পাশে থাকা বক্সটি সিলেক্ট করুন। এবার আপনি পেনড্রাইভ এর Drive Letter দেখতে পাবেন।

৯ম ধাপ

Format এর পাশে থাকা বক্স টি সিলেক্ট করলে আপনার পেনড্রাইভ থেকে সবকিছু মুছে যাবে। মুছতে চাইলে বক্সটি সিলেক্ট করুন অন্যথায় ফাঁকা রাখুন

১০ম ধাপ

এবার Create বাটনে ক্লিক করুন। Yes বাটনে ক্লিক করুন। একটি উইন্ডো আসবে। আপনার কিচ্ছু করার দরকার নেই, ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। এই Window টি কাজ শেষ করে চলে যাবে।

শেষ ধাপ

এই উইন্ডোটি চলে যাবার ৩০ সেকেন্ড থেকে ১ মিনট পর, মূল(আগের) উইন্ডোর উপরদিকে লেখা আসবে, Installation Done, Process is Complete!। এই লেখাটি দেখতে পেলে Close বাটনে চাপ দিয়ে বেরিয়ে আসুন।

 

আমাদের Bootable Pendrive বানানোর কাজ শেষ! এবার আপনি যদি কম্পিউটার রিস্টার্ট করে Black Screen যাবার সাথে সাথে স্ক্রিনে প্রদর্শিত নির্দিষ্ট key টি কিবোর্ডে চাপতে থাকুন তাহলেই আপনি বায়োস মেন্যুতে চলে যাবেন অথবা সরাসরি পেনড্রাইভ থেকে কম্পিউটারকে Boot করাতে পারবেন

Level 0

আমি তাসনুভা রায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কষ্ট করে টিউন করেছেন। ISO বানানোর টিউনটি সাথে দিতেন। তাহলে আরও ভাল হত।

    আপনাকেও ধন্যবাদ ভাইয়া কষ্ট করে পড়ার জন্য, সামনে দিবো কিভাবে CD বা DVD Disk থেকে ISO ফাইল বানানো যায়

আমিন ভাই আপনি ঠিক বলছেন । এটাকে বলে ৫০% টিউন ,১০০% বালা জায়না।মেইন কাজ যেটা সেটাত বাদ গেল

    ধন্যবাদ ভাইয়া আপনার মতামতের জন্য। একটু অপেক্ষা করুন, সামনে দেবো কিভাবে CD বা DVD Disk থেকে ISO ফাইল বানানো যায়

Madam কিভাবে একই পেনড্রাইভ এ দুই তিনটি windows রাখা যায় বলবেন l

অহহ!! অনেক কাজের টিউন আপু।

আর হ্যাঁ , আপু আমার সেই সমস্যার সমাধান হয়েছে 😀

    ভাইয়া আগেই জেনেছিলাম আপনার পোস্ট পড়ে 🙂

    আচ্ছা ভাইয়া আপনি কি পরে গ্রাফিক্স কার্ড কিনেছিলেন, যদি কিনে থাকেন তাহলে কোনটি কিনেছেন?

হ্যাঁ কিনেছি । GTX 980Ti