আসসালামু আলাইকুম,
আমি আবির হাসান আজ আপনাদের কে Fiverr সম্পরকে কিছু Tips দেবো যার মাধ্যমে আপনাদের এই Market place থেকে সহজেই গিগ বানিয়ে sell করতে পারেন।অনেকেই হয়তো Fiverr সম্পরকে না ও জেনে থাকতে পারেন।Fiverr একটি freelancing marketplace যেখানে কাজ এর জন্য বিড করতে হয় না Client ই freelancer কে খুজে নেয়।আপনি শুধু একটা গিগ বানাবেন আপনি যে সব কাজ পারেন তা উল্যেখ করে।যত সুন্দর করে আপনি বোঝাতে পারবেন কাজ আপনি কতটা পারেন আপনার কাজ কাজ পাওয়ার সম্ভাবনা ততটাই বেরে যাবে।Fiverr থেকে ও মাসে আপনি Upwork/freelancer.com এর মত earn করতে পারবেন।এখানে সুবিধা একটু বেশি ই।Upwork/freelancer.com Market place এর মত এখানে রাত জেগে বিড করতে হয় না।তবে একটা বড় বিষয় হচ্ছে আপনি যদি আপনার কাজের সরবচ্য ১ মিনিট এর একটা video বানিয়ে দিতে পারেন আপনার গিগ এর সাথে তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা ২০০% বেড়ে জায় এটা fiverr থেকেই বলা আছে।
তবে কথা হচ্ছে আপনার কাজ জানতে হবে... সব ধরনের কাজ এ ওখানে পাওা যায়।Graphics design,SEO,Web design,make music,make video etc.... এমন বহু কাজ পাওা জায়...
কিভাবে ভিডিও বানাতে হয় এবং গিগ বানেতে হয় এবং account বানাতে হয় তার উপর একটা tune and tutorial আপনাদের জন্য বানানর চেস্টা করছি...
আমার কিছু গিগ বানানো আছে তা দেখে আসতে আপাতত পারেন idea এর জন্য।
১- Business card design- click here
২-Business card design ২-click here
আমার Facebook ID-Abir Hasan
Freelancing এর উপর সম্পুরনো নতুন একটা পেজ- Dowork.com
আমি আবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিজে কিছু ট্রিক্স বের করেছি ,সে গুলা কাজ করছে এখন আমার লেভেল ২ এবং প্রতিদিনই ওর্ডার আসছে সময় পেলে দেখে নিতে পারেন কি সেই ট্রিক্স https://www.youtube.com/watch?v=oB0wP2U5je0