ইংলিশ টকিং আড্ডার নতুন মোড়…

যখন গ্রুপটা খুলেছি তখন থেকে ভাবছি এই টেকটিউনস এর আইটি এক্সাপার্টদের এতো সময় হবে কি আড্ডা দেয়ার, কিন্তু খোলার পর দেখেছি অনেকের আগ্রহ রয়েছে আমাদের গ্রুপে কিছু সময় কাটানোর। তিনটি আলাদা গ্রুপ খোলার পর গতকাল ৪র্থ মর্নিং গ্রুপ খুলেছি। দেখেছি অনেকেই সকাল বেলায় আড্ডায় যোগ দিতে চাচ্ছেন।

যাই হোক মিড-নাইট গ্রুপে আজ একটি নতুন মোড় চালু করার চিন্তা ভাবনা করছি, যারা রিগুলার রয়েছেন তাদেরকে নিয়ে। আমাদের এই আড্ডা কোনো ভাবেই বৃথা যাবে না। আমরা কথা বলবো তাও ইংলিশে সবার সাথে, কোনো গ্রামারের ভয় করে না, অনর্গল কথা বলবো তারপর ভাববো যা বলেছি ঠিকই বলেছি।

অনেকে ভাবছেন ইংলিশে গ্রামার ছাড়া কিভাবে সম্ভব? না ভাই গ্রামার ছাড়া সম্ভব নয়। কিন্তু কথা বলতে গিয়ে যদি গ্রামার খুজেন তাহলে কথা আর মুখ দিয়ে বের হবে না। আমরা ইংলিশ গ্রামারে মন দিব কিছু দিন পর। আগে কথা বলার সাহসটা যোগাই, তার পর গ্রামার, রুলস নিয়ে চিন্তা করা যাবে। কিন্তু গ্রামার রুলস যদি এখনই শিখতে বসে যাই, তাহলে কি হবে জানেন? কথা বলতে গিয়ে ভাববেন ইংলিশ গ্রামার রুলটা ঠিক হলো কি? কোন রুলস কখন ব্যবহার করা হবে তা নিয়ে চিন্তায় নেমে যাবেন, ভাববেন কে হাসবে কে কাদবে। কিন্তু আমরা ইংলিশে আড্ডা দেয়ার মাধ্যমে মুখের জড়তা, লজ্জা কাটানোর ট্রাই করছি, তারপর কে ভুল বললো তা নিয়ে কোনো জড়তা কাজ করবে না। কোন ভয় কাজ করবে না। কি আমি ঠিক বলেছি? যদি ভাবেন না ভুল বলেছি তাহলে যান সেই সব কোচিং সেন্টারে যারা ইংলিশে গ্রামার রুল প্রথম থেকে পড়ানো শুরু করে এবং কোর্স শেষে আপনি কথা বলতে পারবেন কিন্তু ভয়, জড়তা দূর হবে কিনা সন্দেহ আছে আমার...

শুনুন, আমাদের এই আড্ডাটি হচ্ছে স্কাইপে, এক গ্রুপে ভয়েস আড্ডাতে ২৫ জন এক সাথে যোগদান করতে পারে তাই আমরা ২৫ জন এর মধ্যে লিমিট রাখি, আর যারা ইন-এক্টিভ থাকেন তাদেরকে কমন রুমে রেখে দেই, কারন যদি তারা এক্টিভ হয়ে থাকেন তাহলে আড্ডাতে ইনভাইট করে থাকি।

আমাদের ফেসবুকের গ্রুপ ইউআরএলঃ  ক্লিক এখানে

স্কাইপি আইডিঃ  likhon4u

 

Level 0

আমি likhon3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস