ইন্টার্নেট মার্কেটিং সহ পৃথিবীতে যত ধরনের প্রফেশন আর বিজনেস আছে এর মাঝে ওয়াল স্ট্রীটে হেজফান্ড ম্যানেজার হিসেবে কাজ করার পরেই যথাসম্ভব এফিলিয়েট মার্কেটিং এর অবস্থান। এফিলিয়েট মার্কেটিং এমন সহজ একটা মার্কেটিং স্ট্রাকচার যেখানে আরেকজনের তৈরী করা প্রোডাক্ট আপনি প্রোমট করে ভালো ভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন। এফিলিয়েট মার্কেটিং এ তিনটি পার্টি ইনভলভড থাকে।
বিক্রেতা, ক্রেতা, এফিলিয়েট।
ক্রেতার উপকার হয় অনেক ভাবেই। ক্রেতা সমস্যার সময় ক্রেতাকে কস্ট করে পন্য খুঁজে বের করতে হয়না। সমস্যার সলিউশন ক্রেতার দুয়ারে নিজে নিজেই চলে আসে। ক্রেতা নিজে নাও জানতে পারে যে এই প্রোডাক্ট আসলে তার দরকার, কিন্তু খোঁজ পেতে পারে এফিলিয়েট মার্কেটার দের মাধ্যমে। যেমন কয়েকদিন আগে আমি একটা অয়াধারন প্লাগিং এভাবেই খুঁজে পেয়েছি যার মাধ্যমে আপনি সহজেই আপনার ল্যান্ডিং পেইজের যেকোন অবজেক্টকে এনিমেটেড করতে পারবেন। এটা আমার প্রতিটি ল্যান্ডিং পেইজের কনভার্শন রেইট গড়ে ৭.৩% বাড়িয়ে দিয়েছে।
বিক্রেতার উপকার হয় ম্যাসিভ। বেশীরভাগ বিক্রেতারা আবিস্কারক। এরা আবিস্কার করতে পারে প্রোডাক্ট, সফটওয়ার, থীম, প্লাগিন, ইবুক অথবা অন্য যেকোন ধরনের সার্ভিস। কিন্তু এডভার্টাইজ করার জন্য মিলিয়ন ডলার না থাকলে প্রোডাক্ট আগে মার্কেট থেকে অজানাই থেকে যেতো। কত যুগান্তকারী আবিস্কার যে এই ফান্ডিং এর অভাবে কোনদিন বাজারের মুখ দেখেনি কে জানে। কিন্তু এখন এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে এইসব প্রোডাক্ট শুধু বাজারের মুখ দেখা দূরে থাকা, প্রতি বছর মিলিয়ন ডলার আয় করে নিচ্ছে।
এফিলিয়েটের সুবিধা হয় বিনা পূজিতে ব্যবসার মাধ্যমে। আপনাকে কিছু আবিস্কার করতে হবে না। আপনাকে কিছু কিনতে হবে না। আপনাকে কোন দোকান দিতে হবে না। আপনি সোজাসোজি আপনার খুঁজে বের করা কাস্টমারকে দেখিয়ে দিবেন তার জন্য প্রোপার ক্লায়েন্ট কে। ক্লায়েন্ট নিজের টাকা দিয়ে বিক্রেতার (ভেন্ডর) কাছে থেকে প্রোডাক্ট কিনবে। আপনি এতে আপনার টাকা পেয়ে যাবেন।
যদিও এখানে সবচেয়ে কঠিন কাজ এফিলিয়েট মার্কেটারের। সঠিক পন্যের জন সঠিক ক্লায়েন্ট করা একটা চ্যালেঞ্জ। অনেকেই যেই চ্যালেঞ্জে ব্যর্থ হয়। কিন্তু সহজে কিছু ট্রিক, মেথড আর মাইন্ড বেন্ডিং হ্যাকিং স্ট্রাটেজী ফলো করে আপনি এফিলিয়েট মার্কেটিং এর এই চ্যালেঞ্জে বিজয়ী হতে পারেন। আর এফিলিয়েট মার্কেটিং থেকে প্রতিদিন বিনা পূজিতে ৫০ ডলার আয় করতে পারলে লাইফে আর বেশী কিছু নিয়ে চিন্তা করতে হয় না।
কিন্তু এফিলিয়েট মার্কেটিং করতে গেলে একটা জিনিষের খুবই দরকার। সেটা হলো এক্সপেরিয়েন্স। আর এক্সপেরিয়েন্স না থাকলে সঠিক দিক নির্দেশনা। এমন কারো কাছে থেকে দিক নির্দেশনা যারা ইতি মধ্যেই এফিলিয়েট মার্কেটিং এ সফল and making a fortune from it...
এফিলিয়েট মার্কেটিং সঠিক ভাবে করতে হয়। কোন একটি স্টেপ যদি ভুল থাকে তাহলে পুরা মডিউল ধসে পরে। আপনি যদি এফিলিয়েট মার্কেটিং কে আপনার ক্যারিয়ার হিসবে নিতে সিরিয়াসলি আগ্রহী হয়ে থাকেন এবং আপনার যদি সত্যিকারের এফিলিয়েট মার্কেটিং শেখার ইচ্ছে থাকে তাহলে নিচের ফ্রী ভিডিওটা দেখে নিন। এফিলিয়েট মার্কেটিং আর সি পি এ মার্কেটিং করে ৬ মাসের প্রস্ততিতে প্রতি মাসে হাজার পাঁচেক ডলার আয় করা কোন কঠিন ব্যাপার না। বাংলাদেশ থেকে আয় করার অনেক সীমাবদ্ধতা এবং সমস্যা আছে। যেসব সমস্যার সমাধান সবাই জানে না।
Learn from someone who has already UNLOCKED the SECRET METHODS and tricks to AFFILIATE MARKETING from Bangladesh without any help from anyone else
https://www.youtube.com/watch?v=U4sbK1FDAEw
ফ্রী ভিডিও দেখে নিন। এই ভিডিওর সাথে আরেকটা ভিডিও আছে সেটাও দেখে নিন। দুটি ফ্রী ভিডিও দেখে জেনে নিন কিভাবে সত্যিকারের এফিলিয়েট মার্কেটিং শুরু করতে হয়।
আমি সিপিএ কোচ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখনো জারা এই সাইটে কাজ করেন নাই তারা করে নিন অনেক ভালো একটি সাইট http://goo.gl/2RmNaE আপনি কাজ করে মজা পাবেন,আর ইন্সটেন্ট পেমেন্ট।