English Talking Adda:: For Beginner>> Day 04

প্রথমেই টেকটিউনস পরিবারকে ধন্যবাদ, আমাদের কথা বলার সুযোগ তৈরি করে দেয়ার মাধ্যম হওয়ার জন্য।

কে বলছে, ইংরেজীতে কথা বলতে গ্রামার রুল, টেন্স লাগে। গত তিনদিন আমরা সবাই ইংরেজীতে আড্ডা দিয়েছি, কত যে ভুল করেছি তা আল্লাহ বলতে পারবেন, কিন্তু আমাদের কথা থামেনি। সবাই সবার কথা বুজেছি, বুঝে নিয়েছি। কারন এখানে গ্রামার রুলস, টেন্স ধরা হচ্ছে না। কারন কথা বলতে গেলে এতো রুলস ধরে কথা বলতে পারবেন না। তবে লিখতে গেলে রুলস লাগবে, কিন্তু আমাদের গ্রুপতো কথা বলার, কথা বলার পক্ষে ইন্টারেস্ট গ্রো করার জন্য।

ভালই হচ্ছে আমাদের বিগিং লেভেলের স্পিকারদের আড্ডা। আড্ডার মাঝে ফানও হচ্ছে একটূ আধটু। স্কাইপে আমাদের সদস্য সংখ্যা ১১৯ জন এবং ফেসবুকে সদস্য সংখ্যা ১৩৫ জন।

ফেসবুকে যুক্ত হওয়ার জন্য এখানে ক্লিক করুন 

আর স্কাইপে আমাকে অ্যাড করুনঃ likhon4u

 

ইংলিশ টকিং আড্ডার কিছু নিয়ম কানুন রয়েছেঃ

১। রাজনীতি বিষয়ক কথা বার্তা বা কারো সমালোচনা জাতীয় কথা বার্তা বলা যাবে না।

২। কারো ব্লগ, কারো ব্যক্তিগত তথ্য, এডভার্টাইজিং, নিজের/অফিসের/ইনস্টিটিউটের ঠিকানা শেয়ার করা যাবে না।

৩। কেউ ইংলিশে ভুল বলে থাকলে হাসাহাসি করা যাবে না।

৪। কোনো ব্যক্তি, ব্লগ, সাইট, প্রতিষ্ঠান সম্পর্কে সমালোচনা বা কটুক্তি করা যাবে না।

৫। ধুমপান পরিহার করতে হবে। (LOL)

 

মেথড ও টেকনিকঃ

১। আমাদের বড় রুলস হচ্ছে "NO RULES"

২। যারা আমাদের সাথে রিগুলার থাকবেন তাদের নিয়ে তৈরি হবে একটি স্পেশাল রুম/গ্রুপ, যেখানে থাকবে শর্টকাট কিছু পদ্ধতি সাথে প্র্যাকটিসের সুযোগ।

৩। আরো থাকবে সহজ নিয়মে কিছু কথা বলার টেকনিক, তবে তা আরো পরে, ইংলিশে কথা বলার সাহস আসার পর।

উদ্দেশ্যঃ

আমি ইংলিশে কথা বলতে চাই, কেউ ভুল ধরতে পারবে না।

পে-মেন্টঃ

ইংলিশে তো কথা বলতে ভয় পান। রুলস, টেন্স, গ্রামার, সেন্টেন্স, ভোকাবুলারি সব বাদ দিয়ে ইংলিশে কথা বলার সুযোগ করে দিয়েছি। যদি বাংলা বলেন, প্রতি শব্দের জন্য ৫ টাকা (যা আপনার পকেটেই থাকবে) জরিমানা করা হবে। হেহেহে

ডরাইয়েন না, নো রুলস, নো পে-মেন্ট। ওকে?

আই অ্যাম গুড, না???

Level 0

আমি likhon3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্কাইপে => sopnobuz