ইংলিশ টকিং আড্ডার ৩য় দিন…আসুন এবং কথা বলুন সহজেই

গ্রুপ খোলার পর বুঝেছি কত মানুষ ইংলিশে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে কিন্তু আমাদের যথাযথ গ্রামার রুল ফলো করতে গিয়ে ইংলিশে কথা বলতে বলতে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছে। আমি মনে করি, আমার আইডিয়াটির সাথে আপনাদের সাপোর্ট পাওয়ায় শেষ ২ দিন আমাদের চিন্তা-ভাবনা সফল হয়েছে। আমি এখানে পেয়েছি বেশ কিছু বাংলাদেশি বন্ধু। তাই যারা ইংলিশে কথা বলতে চান কিন্তু গ্রামার রুল ফলো করতে গিয়ে ভয় পাচ্ছেন তাদের আমাদের গ্রুপে স্বাগতম। এই গ্রুপে সুবিধা হচ্ছে টেকনলজি ব্যবহার করে গ্রামার রুল ছাড়া বিভিন্নজন এর সাথে কথা, মনের ভাব প্রকাশ করতে পারছেন।

স্কাইপে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু স্কাইপে এক সাথে ২৫ জনের বেশি গ্রুপ-টক করতে পারছে না, ফলে নতুন ভাবে শুরু করতে চাচ্ছি।

স্কাইপে আমাকে যুক্ত করুনঃ likhon4u

স্কাইপে কয়েকটি গ্রুপ খুলেছিঃ

1. Evening Group at 6PM to 9PM

2. Night Group at 9PM to 12AM

3. Mid Night Group at 12 AM to...

জানি আপনাদের অনেকেই ব্যস্ত থাকেন, তাই কে কোন গ্রুপে থাকতে চান আমাকে জানান। আমি তাদের ঐ গ্রুপে যুক্ত করে দিবো।এখানে সবাই কথা বলতে পারবেন। তবে প্রতি গ্রুপে ২৫ জন।

সবার সুবিধার্থে ফেসবুকে গ্রুপ খুলেছি, এখানে যুক্ত হোন, এর কারন আমি রাতে এক্সপ্লেইন করবো।

গ্রুপ ইউআরএলঃ https://www.facebook.com/groups/bdspokenadda

অনেকেই আমাকে কল করছেন গ্রুপে যুক্ত করার জন্য, কিন্তু আমাকে অ্যাড না করলে আমি কাউকে ইনভাইট করতে পারছি না, স্কাইপের রুলস অনুযায়ী বন্ধুর লিস্টে যারা থাকবে তাদের নিয়ে গ্রুপ আড্ডা করা যাবে।

বিঃদ্রঃ প্লিজ কেউ ব্যক্তিগত তথ্য ভয়েস আড্ডাতে দিবেন না বা লিখবেন না। কারন ভয়েস আড্ডা তে আমরা যাচ্ছি কথা বলতে, আমার ব্যক্তিগত তথ্য শেয়ার করতে না। আপনি কি করেন, কোথায় আছেন, অফিসের ঠিকানা, বাসার ঠিকানা এটা সেটা। ইন্টারনেট এর দুনিয়ায় সহজে তথ্য শেয়ার করার কারনে অনেকেই সমস্যার সম্মুখিন হচ্ছেন, মার খাচ্ছেন। তাই প্লিজ কেউ কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। শেয়ার করার কারনে কেউ সমস্যার সম্মুখিন হলে আমি বা টেকটিউনস কোনো ভাবে দায়ী হবে না।

Level 0

আমি likhon3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

mid night group plz
apu_122 or apu8841