আসুন ফটোশপ দিয়ে অ্যানিমেটেড ছবি তৈরি করি

হ্যালো টেকটিউনস, সবাই ভালোতো ? আশা করি সবাই ভালো আছেন, তবে আমার কিছুদিন ধরে শরীর খারাপ তাই টিউন করতে পারিনি।

লাস্ট যে ইউটিউব ম্যাজিক নিয়ে টিউন করেছি সেটাকে আপনারা অনেকে পছন্দ করেছেন এবং অনেকে খুব ভালো ভালো টিউমেন্ট করেছেন, সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন

আজকে আমি আপনাদের ফটোশপ দিয়ে অ্যানিমেটেড ছবি বানানোর টিউন উপহার দেব, তো চলুন শুরু করা যাক।

আপনারা নিশ্চই জানেন যে অ্যানিমেটেড পিকচার কি? অ্যানিমেটেড ছবির ফাইল ফর্মেট হয় .gif যেখানে কতগুলো ফ্রেম বা ছবি কিছু সময় এর ব্যবধানে একের পর এর দেখানো হয় এটাকেই আমরা অ্যানিমেটেড বা অ্যানিম্যাশন  বলে থাকি।

আজকে আমরা ফটোশপ দিয়েই এই অ্যানিমেটেড জিফ ইমেজ তৈরি করবো।

একটা কথা মনে রাখতে হবে মনে করুন আপনি ৫ টি ছবি দিয়ে একটা .gif ইমেজ বানাতে চান তাহলে আপনার সেই ৫ টি ছবি একি ধরণের হতে হবে এবং সে বস্তুটিকে অ্যানিমেটেড করতে চান সেটার পজিশন আলাদা হতে হবে, যাই হক একবার তৈরি করলে বুঝতে পেরে যাবেন।

প্রথমে ফটোশপ খুলুন এবার File > Scripts > Load Files into Stack ক্লিক করুন নীচের মতো উইন্ডো পাবেন।

এবার Browse এ ক্লিক করুন যে ছবি গুলোদিয়ে অ্যানিমেশন তৈরি করতে চান সেগুলো সিলেক্ট করে Open এ ক্লিক করুন OK করুন।"animated image" "animated gif" "how to make gif"

 

সবকটা ছবি ফটোশপ এর লেয়ার এ অ্যাড হয়ে যাবে।

এবার মেনু বার থেকে Window > Timeline এ ক্লিক করুন, তাহলে ফটোশপ এর নীচের দিকে Timeline দেখতে পাবেন।

এর পর সবথেকে নীচের লেয়ার এর ছবিটি সিলেক্ট করে নীচের স্ক্রিনশট এর মতো Create Frame Animation এ ক্লিক করুন।

"how to create animated image"

 

এবার বাকি সব লেয়ার গুলো সিলেক্ট করে নীচের ছবির মতো দেখানো আইকন এ ক্লিক করে Make Frames From the Layers এ ক্লিক করুন, তাহলে সবকটা ছবি Timeline এ অ্যাড হয়ে যাবে।

"how to create animated picture of gif image"

Timeline এর সবকটা লেয়ার সিলেক্ট করে টাইম সিলেক্ট করে দিতে হবে, এবার প্লে বাটন এ ক্লিক করলেই অ্যানিমেশন দেখতে পাবেন।

"make animation" "create animated picture in photoshop"

অ্যানিমেশন এর কাজ শেষ এবার .gif ফাইল এ সেভ করার পালা এর জন্য File > Save for Web এ ক্লিক করে Save করে নিন আন্য কোন কিছু পরিবর্তন করার দরকার নেয়।

বুঝতে কোন অসুবিধা হলে নীচের ভিডিওটি দেখতে পারেন এখানে আমি একটি গাড়ির অ্যানিমেশন কীভাবে তৈরি করা যায় তা দেখিয়েছি।

টিউন টি ভালো লাগলে আশা করি আমার YouTube চ্যানেল টি Subscribe করবেন দয়া করে।

টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ফেসবুক এ আমি।

Level 0

আমি Chirantan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস