১ম আড্ডার সময়-কালঃ
বৃহস্পতিবার রাত ১২ টা অর্থাৎ শুক্রবার জিরো আওয়ার। তারিখঃ ৩০/১০/২০১৫। রাত ১২টা কারন ঐ দিনই শুক্রবার এবং ঘুমাতে পারবেন। আর ১ম আড্ডা মিস করতে চাচ্ছি না।
আমার স্কাইপি আইডিঃ likhon4u
সহযোগী চাইঃ
স্কাইপে গ্রুপ চ্যাটটি ঠিক ঠাক পরীক্ষা করার জন্য একজন অন্তত সহযোগী চাই যিনি আমার সাথে পরীক্ষা করে দেখবেন সব ঠিক আছে কিনা।
যা লাগবেঃ
১। মাইক্রো ফোন ও হেড ফোন।
কেউ ইচ্ছে করলে স্পীকারে শুনতে ও মাইক্রোফোনে বলতে পারেন তবে মান-ইজ্জত মাইরেন না, আপনার বাসার কেউ আমার মতো ব-ক-ল-ম দের কথা শুনলে হাসাহাসি করবে। আমার স্পিকিং এ ইউকনেস আছে, তাই বলে কেউ মজা নিবেন তা চাই না। প্লিজ... কথাটি মনে রাখবেন।
২। যথা সময়ে উপস্থিত।
যারা আমার পূর্বের টিউন ভালভাবে পড়েননি দোয়া করে আবার পড়ে নিন। আমি বলেছি, আমার মতো যারা ইংলিশে কথা বলতে পারেন না, ইংলিশ কথা বলতে ভয় পান, জড়তা কাজ করে তাদের গ্রুপে আমন্ত্রণ জানাবো। আমি কিন্তু এক্সপার্ট বা ইন্টারমিডিয়েট বা বিগিনার না, আমি একদম নতুন ও নবিস। বলতে পারেন স্পোকেনে ব-ক-ল-ম। তাই যারা ভাবছেন নতুন কিছু শিখতে পারবেন, তাদের অগ্রীম কিছু বলতে পারছি না যে শিখতেই পারবেন। আমি গ্রুপটা খুলেছি ইংলিশে কথা বলার জন্য। তা শুদ্ধ হতে হবে তা নয়। মুখ দিয়ে ইংলিশ কথা বের করার জন্যই। হতে পারে এমন যেঃ
আই হ্যাভ এ কার, এটাকে আপনি যদি বলেন মাই কার, বা আই কার তাহলে মোস্ট ওয়েল কাম, কারন যে বিভিন্ন ভোকাবুলারি, শব্দ মুখ দিয়ে বের করতে পারবে, সে এক সময় ভালো স্পিকিং করতে পারবে। যার সাহস হবে, সে অন্যের সামনে কথা বলার জন্য লজ্জা পাবে না।
আছেন এমন কেউ? আমাকে প্রায় ৫০ জন এর মতো অ্যাড করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, ভাইয়ারা আমি ব-ক-ল-ম, আপনি যদি এমনটাই হয়ে থাকেন তাহলে নিচে তা মেসেজ দিবেন। আর যদি আপনি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন তাহলে তা লিখবেন। আর যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে তা লিখবেন। কেউ দুটি বা তিনটিই লিখবেন না।
কারন তিন ধরনের চিন্তা আমার মাথায় ঘুরছে। তা উপরের তিনটি।
কিছু নির্দেশনা রয়েছেঃ
১। যারা গ্রুপে আসবেন, তাদের সবাইকে ইংলিশে কথা বলতে হবে। পরিচয় দিতে হবে। যদি কেউ পরিচয় গোপন করতে চান তাহলে সমস্যা নেই। যদি কেউ গ্রুপে আসেন এবং কথা না বলে চলে যান, পরবর্তীতে গ্রুপে আমন্ত্রণ জানানো হবে না।
২। আমি যদি ভুল করি, আপনারা তা ধরিয়ে দিবেন, আর আপনার মাথায় কোনো নতুন আইডিয়া থাকলে তা জানাবেন।
৩। যারা উপরের তিনটির একটি-তে মেসেজ দিবেন তাদেরকে উক্ত গ্রুপে যুক্ত করা হবে। তবে কমপক্ষে ২০ আড্ডাতে এক গ্রুপে থাকতে হবে, কারন আমি ব-ক-ল-ম, আমি ২০ আড্ডাতে অন্তত ৫ জনের সামনে কথা বলতে পারলে আমি ইন্টারমিডিয়েট লেভেল এ যাওয়ার ক্ষমতা কিছু হলেও অর্জন করবো।
৪। কিছু চমক রাখার চেষ্টা করবো, কি ভাবছেন? নায়ক নায়িকা/গায়িকা নিয়ে আসবো? না ভাই, নতুন কিছু শব্ধ/ রুলস সময়ের প্রয়োজনে শেয়ার করবো।
৫। আপাতত কোনো এক্সপার্ট নাই। তবে কেউ শিখাতে চাইলে মোস্ট ওয়েলকাম।
উদ্দেশ্যঃ যদি আমার মতো ৩/৪ জন ব-ক-ল-ম ইংলিশ এর গ্রামারের গুষ্টি বাদ দিয়ে ইংলিশে অনলাইনে সবার সামনে কথা বলতে পারেন, তাহলে হয়তো একদিন আমরা লাইভ আড্ডার আয়োজন করতে পারবো। হিজ-হিজ-হুজ-হুজ পদ্ধতিতে (যদি সবাই চান)।
বিঃ দ্রঃ এখানে ব-ক-ল-ম বলতে জিরো বুঝিয়েছি। কেউ মনে আঘাত পেলে গ্রুপে আসার প্রয়োজন নেই। কারন আমি উদাহরণ আমাকে দিয়ে দিয়েছি। যদি কেউ নিজেকে এরুপ কিছু ভাবেন তাহলে আসুন। আমরা ২ জন ব-ক-ল-ম কথা বলতে বলতে একদিন ইংলিশে এক্সপার্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। কিভাবে? সময় আসলেই উত্তর পেয়ে যাবেন।
ধন্যবাদঃ টেকটিউনস কর্তৃপক্ষকে, এ ধরনের একটি গ্রুপ খোলার বিষয়ে মিডিয়া হওয়ার জন্য। (মানে তেল দিলাম, টিউনটি এখানে দিতে না পারলে আপনাদের পেতাম না।)
ভুলঃ যদি ১ম আড্ডা আয়োজনে ভুল হয়ে থাকে তাহলে যা মনে করার করেন কিন্তু ব-ক-ল-ম ভাইয়ারা আমাকে ছেড়ে যাবেন না।
বিঃদ্রঃ প্লিজ কেউ ব্যক্তিগত তথ্য ভয়েস আড্ডাতে দিবেন না বা লিখবেন না। কারন ভয়েস আড্ডা তে আমরা যাচ্ছি কথা বলতে, আমার ব্যক্তিগত তথ্য শেয়ার করতে না। আপনি কি করেন, কোথায় আছেন, অফিসের ঠিকানা, বাসার ঠিকানা এটা সেটা। ইন্টারনেট এর দুনিয়ায় সহজে তথ্য শেয়ার করার কারনে অনেকেই সমস্যার সম্মুখিন হচ্ছেন, মার খাচ্ছেন। তাই প্লিজ কেউ কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। শেয়ার করার কারনে কেউ সমস্যার সম্মুখিন হলে আমি বা টেকটিউনস কোনো ভাবে দায়ী হবে না।
আমি likhon3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নবীনরা এখানে রিপ্লাই করুন