অনেক দিন আগে এই টিউনটি এখানে ক্লিক করুন দিয়েছিলাম এবং অনেক সাড়া পেয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারনে আর সময় করে উঠতে পারিনি। টেকনোলজী ব্যবহার করে, স্কাইপের মাধ্যমে আমরা এবার গ্রুপ খুলতে পারি।
আমি ইংরেজীতে কাঁচা তাও আবার কথা, লেখা ও পড়ায় কিন্তু আমি জানি আমার মতো অনেকেই রয়েছেন যারা ইংরেজীতে কাঁচা। এমন কয়েকজন কাঁচা ইউজারদের নিয়ে একটি গ্রুপ খুলতে চাই, যেখানে অনেকটা লেখা এবং কথা হবে। মানে টকিং গ্রুপ। এখানে কোনো সেন্টেন্স মেকিং, টেন্স এই গুলো ধার ধরা হবে না। কেউ হাসা হাসি করবে না, শুধুই চেষ্টা করা হবে ইংরেজীতে কথা বলা।
ভাবছেন সেন্টেন্স মেকিং, টেন্স। ভাই, এই টেন্স আর সেন্টেন্স মেকিং শিখতে শিখতে এক পা কবরে চলে গেছে কিন্তু ইংরেজী শেখা হয় নি। আমার একটি এক্সপেরিয়েন্সের কথা তুলে ধরি। আমি কিছু বিদেশী নাগরিকের সাথে কথা বলেছিলাম, এখানে টেন্স, সেন্টেন্স এ অনেক ভুল করেছি, কিন্তু বিদেশী নাগরিকগণ আমার শব্দ গুলো বুঝার চেষ্টা করে তারাও্ স্লো ভাবে ইংরেজীতে কথা বলেছে। কেউ হাসেনি, যে সে কি যাতা বলছে। কিন্তু আমাদের দেশে মানুষগুলো এই ভুল গুলো ধরায় ওস্তাদ।
আপনি ইংরেজীতে কাঁচা হতে পারেন, কিন্তু আপনি যদি পুরো বাক্য না বানিয়ে সাহস করে ভাঙ্গা ভাঙ্গা শব্দ দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করেন তাহলে অনেকেই বুঝে নেবে আপনি কি বলতে চাচ্ছেন। ঠিক এমনই একটি গ্রুপ খুলতে চাচ্ছি। নো ফান। সিরিয়াসলী। শুধু সহযোগীতা চাই।
যদি আমরা ভাঙ্গা ভাঙ্গা শব্দ দিয়ে মাইক দিয়ে গ্রুপে আলোচনা করতে পারি, তাহলে এক সময় সামনা সামনি আড্ডাও ইংরেজী দিয়ে করতে পারবো। আর এই দুটো যদি পারা যায়, তাহলে দেখবেন আপনি ইংরেজীতে অনেক এগিয়ে গেছেন।
আমি ইংরেজী পারি না, কিন্তু যারা ইংরেজীতে কথা বলে আমি ধরে নেই সবাই এক্সপার্ট, এটাও জানি না যে, সে শুদ্ধ বলেছে নাকি ভুল।
আমি চাই, ১০ জনের মতো সদস্য হলে গ্রুপটি খুলতে পারি। গ্রুপে অন্তত ২/৩ জন একটিভ থাকতে হবে। সবাই কম-বেশি ব্যস্ত থাকার কারনে গ্রুপে আসতে পারবেন না, তাই ১০ জন হলে অন্তত ২ জন করে ইউজার পাবো।
তবে এই গ্রুপে কেউ এক্সপার্ট আমাদের গাইড করতে চান তাহলে মোস্ট ওয়েলকাম কিন্তু প্লিজ ফান করবেন না।
গ্রুপের আড্ডা হবে সপ্তাহে ১ দিন বা ২ দিন রাতে।
সময় অন্তত ১ ঘন্টা। সবাই কথা বলবেন। সবাই আড্ডা দিবেন। আলোচনা হবে।
রাজী আছেন ?
একটি কথা, তথ্য প্রযুক্তির এতো সুবিধা থাকায় কিপটা হয়ে গেছি, নিজে পারি না তবে অন্য দের নিয়ে আড্ডা দিতে চাই, টাকা খরচ করে কোনো কোচিং সেন্টারে যেতে চাই নাই। কারন রুলস শিখে শিখে কিছু হয় না। এখন ভাবি, ছোট বেলায় স্যার রা স্কুলে দাঁড় করিয়ে ইংরেজী রীডিং প্র্যাক্টিস করাতেন কেনো। উত্তর হচ্ছে তখন ফাকি মেরেছিলাম বলে এখন বাশ খেয়ে যাচ্ছি...
আমার মতো কেউ থাকলে মোস্ট ওয়েলকাম। কারন আমি নিজেই পারি না, অন্যের ভুল কি ধরবো, আর আপনি যদি সেম হোন তাহলে কথা বলায় কোনো বাধা থাকবে না।
আড্ডার শুরু স্কাইপি দিয়ে করা যেতে পারেঃ আমার স্কাইপি আইডিঃ likhon4u
আমি likhon3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Okay. I agree with you. bro, I think it is very good idea for Enhance in English Experience.
Thanks you bro.
My skype ID : fourkanrubel