এটা কোন হ্যাকিং বা বৈধ পন্থা নয়। কেউবা মনে করেন যে এটা একটি কৌশল বা চুরি করে ২০ টাকা নেওয়া হচ্ছে। আসলে বিষয়টি তা নয়। এটি একটি সাময়িক অফার মাত্র। এই অফারটি শুধু মাত্র গ্রামীনফোণ প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই অফারের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ একবারে ২০ টাকা ফ্রি নিতে পারবে। আর ফ্রি ২০ টাকা দিয়ে সে তার নিজের নম্বর কিংবা অন্য যেকোন জিপি প্রি-পেইড নাম্বারে FlexiLoad করতে পারবেন।
যাইহোক এবার দেখে নিন কিভাবে MobiCash এ রেজিস্ট্রেশন করবেন এবং ২০ টাকা রিচার্জ করবেনঃ-
১. প্রথমে আপনার জিপি নাম্বার থেকে ডায়া করুন *777#
২. এবার নতুন একাউন্ট তৈরীর জন্য ১ (এক) নির্বাচন করুন। (কোন টাকা কাটবে না)
৩. চার সংখ্যার একটি পিনকোড দিন, নিশ্চিত হওয়ার জন্য পুনঃরায় পিনকোড দিন।
এবার দেখুন আপনার নম্বরটি MobiCash এ রেজিঃ হয়ে গেছে সাথে মোবাইল নম্বরের শেষে ১ টি ডিজিট যুক্ত হয়েছে।
“Your GP MobiCash Account 017xxxxxxxX is created successfully. Do not share your PIN with anyone. Dial *777# to avail services. Call 1200 for help.”
এছাড়াও ফ্রি হিসেবে আপনার MobiCash একাউন্ট এ ২০ টাকা দেওয়া হয়েছে, যা দ্বার আপনি আপনার নাম্বার কিংবা অন্য যেকোন নাম্বারে রিচার্জ করতে পারবেন। ফ্রি ২০ টাকার জন্য নিচের মেসেজটি আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন। মেসেজ আসার পর ঐ টাকা রিচার্জ করা যাবে।
“Congratulations! Bonus amount 20.00 BDT has credited to your wallet for Registration With MobiCash.”
এবার ঐ ২০ টাকা দিয়ে FlexiLoad করার জন্য ডায়াল করুন *777#
১. তার পার FlexiLoad এর জন্য ১ চাপুন
২. প্রি-পেইড অপশন নির্বাচন করুন
৩. নিজের নাম্বারের জন্য "own" অথবা অন্য নাম্বারের জন্য other সিলেক্ট করুন।
৪. অন্য নাম্বারে রিচার্জের জন্য নাম্বারটি লিখুন
৫. টাকার পরিমান লিখুন। (অবশ্যই ২০ টাকার বেশি লেখা যাবে না)
৬. এবার MobiCash পেনকোড দিয়ে ওকে করুন আর ৩০-৬০ সেকেন্ড অপেক্ষা করুন। দেখুন রিচার্জ হয়ে গেছে ইনশ-আল্লাহ।
আর MobiCash থেকে রিচার্জ করার জন্য আরোও পাচ্ছেন ৫% জিপি-জিপি টকটাইম। চেক করতে ডায়াল করুন *566*8#
Dear Customer, Thank you for purchasing Flexiload from MobiCash wallet. You have received 5% GP-GP bonus talk time. Please dial *566*8# to check bonus talk time.
আমি অর্ণব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাযিল লোক কোথাকার? আমার লেখাটি কপি করে এখানে দেওয়া হয়েছে। টেকটিউনস কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানচ্ছি। মুল লেখাটির লিংক-https://www.techtunes.io/mobileo/tune-id/394823