টেকটিউনস আমাদেরকে কি দিল এবং কি নিল?

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর রহমতে ভালো আছেন অবশ্যই। আমিও ভালো আছি। আমি আজকের টিউনটা একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করেছিলাম। জানি না আপনাদের কতটুকু ভাল লাগবে। যাইহোক আজকের বিষয় “টেকটিউনস আমাদেরকে কি দিল এবং কি নিল?”

কি দিল টেকটিউনস?

আসলে আমি এই টেকটিউনস এ অনেক দিন ধরে আছি এবং ভবিষৎতেও থাকবো। টেকটিউনস এ আমরা সবাই কমবেশী টিউন করে থাকি। কিন্তু মাঝে মাঝে এমন টিউন পাওয়া যায় যা ঢাকার গুলিস্তানকেও হার মানায়। আরে ভাই টেকটিউনস এর তো একটা নিয়ম-কানুন আছে। সেটা মেনেই তো আমাদেরকে টিউন করতে হয়। আমরা যদি সেই নিয়ম কানুন না মানি তাহলে তো অ্যাডমিনরা আমাদের একাউন্ট স্থগিত করবেই। এটাই তো স্বাভাবিক। আপনি একবার মাথা ঠান্ডা করে ভাবুন তো? টেকটিউনস আমাদেরকে কি দিল এবং কি নিল? আসলে আমি বলবো টেকিটিউনস আমাদেরকে দিয়েছে বরং আমাদের কাছ থেকে কিছুই নেয় নি।

আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে, ওয়েব সাইট বা ইন্টারনেট যা-ই বলি না কেন আমি ভালো মানের একটা ধারনা পেয়েছি এই সাইট থেকে। এখানে প্রফেশনাল মানের অনেক টিউনার বা মডারেটর আছেন যারা এই সার্পোটগুলো ফ্রি দিয়ে থাকেন। আমি যে একটা সাইট করেছিলাম তাও টেকটিউনস এর সাহায্য নিয়েই করেছি। টেকটিউনস এ এত অ্যাড কেন?

আমরা অনেকে অনেক সময় বলে থাকি টেকটিউনস এ এত অ্যাড কেন? আসলে আমরা সবই বুঝি কিন্তু বাস্তবতার সাথে তাল মিলাতে পারি না। আমরাই তো বলি একটা সাইটের প্রাণ হলো ভিজিটর এবং সেই সাইটের আয় হলো ভিবিন্ন কোম্পানীর অ্যাড।  টেকটিউনস আপনাকে সব কিছু দিয়ে যাবে আর বিনিময়ে সে অ্যাড ব্যবহার করে টাকা আয় করবে এটাই তো স্বাভাবিক। এখানে যারা আছেন বা আমার লেখাটা  পড়বেন তাদের অনেকেরই ব্যক্তিগত ব্লগ বা ওয়েব সাইট আছে। তো আপনি আপনার সাইটে কি অ্যাড ব্যবহার করেন না? অবশ্যই করেন কেননা আপনি ভালো করে জানেন যে ভিজিটর আপনাকে টাকা দিবে না। দিবে অ্যাড কোম্পানী। তাহলে এবার বুঝুন। আর আমি এখানে টেকটিউনস এর কোন দোষ দেখী না। তারা তাদের নিয়ম-অনুযায়ী কাজ করতেছে।

আপনার একাইন্ট কেন স্থগিত করা হয়?

আমি যদি ভালোভাবে চলাফেরা করি তাহলে আমাকে কেহ কিছু বলতে পারবে না। যেমন ধরুন; রাস্তায় এক বখাটে ভাইর সাথে আমার পরিচয়। আমি তাকে প্রথমেই যদি আপনি বলে সম্বোধন করি তাহলে সেও আমাকে আপনি বলে সম্মান দিয়ে কথা বলবে। আর যদি তাকে আমি তুই বলি তাহলে দেখবেন সেও আপনাকে তুই বলবে। ঠিক এই রকই এখানের অবস্থা। এখানে আপনি যা জানেন সেটা লিখবেন মানে সবার সাথে শেয়ার করবেন। আলতু-ফালতু বিষয় শেয়ার করলে তো আপনি ব্লগ হবেনই। আমরা টিউন করার আগে নীতিমালা পড়ে দেখী না। কি লেখা আছে এতে? এটা না জেনেই নিজের রেফারাল বৃদ্ধির জন্য এবং ওয়েব সাইটে কিছু ভিজিটর এর জন্য টিউন করে যাই তাও আাবর কপি পেষ্ট। কি সত্যি বলিনি? আরে ভাই আপনার সাইট  যদি একজন ভিজিটর এর কাছে পছন্দ হয় তাহলে সে আপনার সাইটে আসবেই।

কপি-পেষ্ট টিউন কেন করি?

আমরা সাধারণত সবাই পরিশ্রমকে মনে পছন্দ করি না। কেননা আমরা যদি পরিশ্রম বা সৃজনশীলতা পছন্দ করতাম তাহলে আমরা কপি-পেষ্ট টিউন করতাম না। টেকটিউনস এ এমন ও দেখা গেছে, এইমাত্র একভাই তার এন্ডুয়েড ফোন নিয়ে নিউন লিখলো। আরেক ভাইর তার টিউনটা পছন্দ হয়ে গেল। যথাক্রমে সে, টিউন ঠিক রেখে শুধু ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে টিউন করলো। এটা কি ঠিক করা হল বলেন? আপনার মাথায় যদি কিছু না থাকে তাহলে আপনি কেন টিউন করবেন? আগে জানুন এবং লিখতে শিখুন এরপর টিউন করুন। আর নইলে শুধু পড়ে যান। ভাই কোন টিউন করার দরকার নেই।

“আমাকে অনেকে আমার ফেসবুক ম্যাসেজে অনেকে প্রশ্ন করে, ভাই আমার সাইটে ভিজিটর হয় না আমি কি করবো? আমি তাকে শুধু একটা কথাই বলি আপনি আপনার সাইটে টিউন করে যান এবং পাশাপাশি আপনি এসইও করেন। আর সবচেয়ে বড় যেটা হলো আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য ধুরুন সফলতা আসবেই।”

সবশেষে আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। টেকটিউনস আমাদেরকে ভালো মানের একটা প্লাট ফর্ম তৈরী করে দিয়ে গেছে। যা আমরা সাবাই এর সাথে থেকে অজর্ণ করতে পেরেছি। সেদিক থেকে আমি বলবো, টেকটিউনস আমাদের কাছ থেকে কিছু নেয় নি বরং দিয়েছে। টেকিউটনস আমাদের সম্পদ। এটা রক্ষা করাও দায়িত্ব ও আমাদের সবার। কেননা আমরাই টিউন করে থাকি এবং আমরাই সেই বিষয়গুলো কাজে লাগাই। তাই আপনারা সবাই ভালো মানের টিউন উপহার দিন এটাই আমি কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

এটা আমার সাইট: বিডি টেকনোলজি ট্রিক্স

যদি কারও কোন মতামত থাকে তাহলে মতামত দিতে পারেন।

Level New

আমি আব্দুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক বলেছেন

Kothata kinto sothik.

আর কি বলবো ভাই… খারাপ একটা শব্দ মুখে এসেছিল বুঝলেন… বললাম না..
শুধু এটুকুই বলতে চাই যে সীমার বাইরে কোনো কিছুই ভালোনা.. দালালি কিন্তু ভালোই শিখেছেন… একটু লক্ষ করলে দেখতে পারবেন যে প্রতি পেজে প্রায় 5 থেকে 6 টা করে এড (ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা আছে)। আশা করি বুঝতে পেরেছেন.. আরেকটা উদাহরণ :
আপনি হয়তো ভাত খেতে পাবেন 2 প্লেট (Suppose) । এখন আপনাকে যদি বলা হয় 4 প্লেট খেতে তাহলে কি আপনি খেতে পারবেন??.. কক্ষনো না!! তাই আশা করি পরবর্তীতে দালালি করার আগে নাকটা চোখের মাঝখান থেকে সরিয়ে একটু ভালো করে দেখে তারপর টিউন করবেন.. ধন্যবাদ…… Dont Mind.. 🙂 🙂

    মতামত দেওয়ার জন্য ধন্যবাদ। আমি শুধু আপনাকে একটি কথাই বলতে চাই সেটা হলো এখানে আমি দালালি করতে আসিনি। আমি বাস্তবতা থেকে এগুলো লিখেছি। আপনি চাইলে ইউজারএসহো তে গিয়ে দেখেন কত লোকের আইডি স্থগির এবং বাতিল করা হয়েছে। আর তারা কিভাবে আবেদন করছে। যাইহোক আপনি বাস্তবতা বুঝতে পারছেন বা ইনকামের জন্য তো অনেকে অনেক কিছুই না করে। সেক্ষেত্রে আমি টেকটিউনস এর কোন দোষ দেখী না ভাই। কেননা আমরা সবাই ব্লগ বা সাইট খুলি টাকা ইনকামের জন্য।