কম্পিউটার সাইন্সে অথবা ফ্রিলেন্সিং এ লার্নিং ইংলিশ [ টিউন 0২ ]
ইউনিভার্সিটি তে টিচার-ক্লাসমেট অথবা ফ্রিলেন্সিং এ বায়ার বা ক্লায়েন্ট বা কাস্টোমারদের সাথে কথা বলতে যেয়ে বা চ্যাট করতে যেয়ে ভুল করলে আপনার উইকনেস প্রকাশ পায়। তাই কথা বা চ্যাট করতে যেয়ে আমাদের সতর্ক হতে হবে।
দুটি শব্দ একি মনে হবে তাই কনফিউজ হয়া যাবে না। নিচের শব্দগুলা প্রতিদিন চর্চা করুন।
গত পর্বে অনেক কম লেখাপড়া হইছে। আজকে একটু বেশি পড়বো।
আজকে দেখবো সিম্পল ইংলিশ English মিস্টেক ২য় পর্ব
অনেকদিনের অতিতের সাথে খুব নিকটবর্তী অতিতের তুলনা- Ago
জাস্ট নিকটবর্তী সময় বোঝাতে-Before
Example:
Long ago, before her death, when he'd had a family.
All ready& Already:
সম্পাদিত কাজ বোঝাতে-(Affirmative&interrogative sentence only)- Already
দুটি আলাদা কাজ বোঝাতে -এর সাথে কোন সম্পর্ক নেই- All ready
Example:
The term all ready means completely prepared.
The wild Hepatica Nobilis flowers are already blooming.
এছাড়াও অর্থে (সঙ্গে নিয়ে) –Besides
ব্যাতিরেকে অর্থে (বাদ দিয়ে)-Except
Example:
Florida has several industries besidestourism — citrus, cattle, and the Space Coast, for example.
The stores in the mall are open every dayexcept on national holidays.
বিবাহিত বা লিভ টুগেদার পুরুষ নারী বোঝাতে- Couple
(At present we use couple any purpose-shirt,phone,sim etc)
একসঙ্গে যুক্ত বা যুক্ত নয় বোঝাতে - Pair
Example:
ভাল বা মন্দ কাজ ঘটতে পারে বোঝাতে – Expect
শুধু ভাল কিছু ঘটার সম্ভাবনা বা প্রত্যাশা বোঝাতে – Hope
Example:
I'm expecting a phone call from Mr. Shakib.
I hope Mr. Shakib Khan calls me today before I leave.
দূরত্ব বোঝাতে -Farther & Further
কিন্তু over,More or Extra বোঝাতে অনলি Further
Example:
Q: How much farther?
A: Four miles.
Q: Further?
A: No, I get your point.
Q: Further?
A: Two days.
ইচ্ছাই অনিচ্ছাই শব্দ কানে আসলেই- Hear
ইচ্ছা করে মনোযোগ দিয়ে শোনা – Listen
Shhh! Listen! Did you hear that? I think I heard a noise.
আমাদের টিমে যোগ দিবেন কিছু বস পাবলিক।তারা তাদের ক্রিয়েটিভ টিউটোরিয়াল ও লেখা দিয়ে আপনাদের লার্নিং ও পেশাকে আর উন্নত করবে।
এফবিতে Like ও Group এ জয়েন করে একটিভ থাকতে পারেন।
ইউটিউব চ্যানেল Official kamalfuadCSE Youtube
পূর্বের টিউন - কম্পিউটার সাইন্সে অথবা ফ্রিলেন্সিং এ লার্নিং ইংলিশ [ টিউন 01 ]
সহজ উপায়ে ইউটিউবের প্লে লিস্ট বা চ্যানেলের সব ভিডিও ডাউনলোড করুন তাও আবারIDM দিয়ে।
ফি আমানিল্লাহ।
আমি মোঃকামাল হোসেন ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,খুলনা।