আপনাদের জন্য আমি আবার এলাম Javascript এর টিউটরিয়াল নিয়ে।আজ আমি আপনাদের শিখাবো
১। কিভাবে Marquee কে নিজের মত ব্যাবহার করা যায় ?
২। Prompt , confirm & alert box এর ব্যাবহার
---------------------------------------------------------------------------------------
১। Marquee কে নিজের মত ব্যাবহার করা :
প্রথমেই নিচের code টি copy+paste করুন notepad ওপেন করে
এরপর এটিকে সেভ করুন sr.html নামে । এবার এটিকে ডাবল ক্লিক করলে একটি box আসবে এবং নিচের মত দেখতে পাবেন
২। এবার আসা যাক prompt box,confirm box,alert box এর ঘরে ।চলুন দেখা যাক ওরা আমাদের জন্য কি নিয়ে বসে আছে !
prompt box
নিচের code টি লক্ষ্য করুন
এখানে variable age এর সাথে prompt box ব্যাবহার করা হয়েছে ।এটি ব্যাবহার করা হয় এ জন্য যে এটির মাধ্যমে user এর কাছ থেকে input গ্রহন করা হয়।
পরে সেই ইনপুট ইচ্ছে মত কাজে লাগানো যায়।আমরা ১নং এ দেখেছি ইনপুট নিয়ে marquee হিসাবে ব্যাবহার করা আর এখন ব্যাবহার করলাম conditon এর ভ্যালু হিসাবে ।
confirm box :
এখানে লক্ষ্য করুন আগের prompt বক্স এর যায়গায় confirm box ব্যাবহার করা হয়েছে।
r এর মান == দিয়ে true করা হয়েছে এ কারনে যে yes button এ press করলে সেটির মান হবে true আর cancel button এ press করলে সেটির মান হবে false.
আর else এর মধ্যে cancel বাটনের value দেয়া হয়েছে।
alert box:
</strong
output :-
ব্যাখ্যা :এখানে alert (" আপনার মনের কথা " );
এভাবে আপনি decalre করতে পারেন। তবে তার আগে এবং পরে লিখতে হয়।
ব্যাস হয়ে গেল ভাভাস্ক্রিপ্ট এ আপনার confirm box,alert box ,prompt box এবং marquee এর ব্যাবহার শিখা । 🙂
শরীর টা খারাপ লাগছে বলে বিস্তারিত আরও বলতে পারলাম না ইচ্ছা থাকা সত্ত্বেও ।ভুল হলে ক্ষমা করবেন ।
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
শেয়ার করার জন্য ধন্যবাদ রোমেল ভাই।।
আর আপনার ও টাইটেল SR আমার ও আইটেল SR ………………….hahahaha