আসসালামুয়ালিকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি টেকটিউনসের একজন নিয়মিত ভিজিটর। প্রতিদিন এই সাইট এ কয়েকবার করে ভিজিট না করলে Tech এর প্রতি ভালোবাসা যেন অপূর্ণ থেকে যায়। থাক আর বেশি কথা বলে আপনাদের বিরক্ত করবো না।
আমি এই প্রথম Techtunes এর মত জনপ্রিয় সাইট এ লিখছি। একটু ভয় ও করছে। তবুও লিখেই ফেললাম। আশা করছি ভুল ক্রুটি মাফ করবেন। যাই হোক, আজ আমি আপনাদের দেখবো কীভাবে Microsoft office 2013 দিয়ে Password protect PDF ফাইল তৈরি করবেন। শুধু তাই নয় আপনি এটি দ্বারা Word to PDF এ ও Convert করতে পারবেন। আসুন দেখি কীভাবে পর্যায়ক্রমে এটি করা যায়।
প্রথম: Microsoft office 2013 ওপেন করুন। যদি আপনার কাছে এটি না থাকে তবে Download করে নিন। আপনার যদি আগের তৈরি করা কোনো Word ফাইল থাকে তবে তা office 2013 দিয়ে Open করুন।
দ্বিতীয়: তারপর File > Save as এ যান এবং কোন Folder অথবা Drive এ এটি রাখবেন তা Select করুন।
তৃতীয়: এখন File Name দিন (আপনার ইচ্ছে মত) এবং Save as Type হিসেবে PDF সিলেক্ট করুন।
চতুর্থ: এখন ডান পাশের নিচের দিকে Options... বাটন এ ক্লিক করুন।
পঞ্চম: Encrypt the Document with password অপশনটিতে মার্ক/ টিক চিহ্ন দিন এবং OK press করুন।
ষষ্ঠ: এখন আপনার Password টি প্রবেশ করান এবং OK ক্লিক করুন
সপ্তম: Save বাটন এ ক্লিক করে কাজ শেষ করুন। এখন ফাইল টি Open করে দেখুন এটি Password protected PDF এ রূপান্তরিত হয়েছে।
যদিও এটি আপনাদের কাছে খুব সাধারন লাগতে পারে। তবে আমার কাছে মনে হলো খুব কাজের জিনিস তাই শেয়ার করলাম। ভুল ক্রুটি ক্ষমার চোখে দেখবেন।
যদি পারেন সাইট টি ঘুরে দেখে আসতে পারেন এখানে
ফেসবুকে আমাকে পেতে পারেন এখানে
আমি তানিম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks