Internet Dwonload Manager আক্টিভেট করে নিন, আর দেখাবে না Fake Serial Key Popup

আসসালামুআলাইকুম। কেমন আছেন বন্ধুরা?আশাকরি সবাই ভালই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে Internet Download Manager আক্টিভেট করেবনে।

আমরা যারা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি তারা অবশ্যই Internet Download Manage এর সাথে পরিচিত। এটিই হচ্ছে পিসির জন্য বেস্ট ডাওনলোডার। কিন্তু আমরা যখন Serial Key এর মাধ্যমে আক্টিভেট করি তখন বারবার পপআপ আসে "Fake Serial Key"এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আজকে আমার এই টিউন। আশাকরি অনেকেই উপকৃত হবেন।

তো চলুন বন্ধুরা শুরু করা যাক।

প্রথমে নিচ থেকে Internet Download Manager ডাওনলোড করে নিন

Download link:IDM

 

এবার Medicine ফাইলটি ডাওনলোড করে নিন

Download link:Medicine

পদ্ধতিঃ

আগের কোন Internet Download Manager ইন্সটল করা থাকলে Uninstall করে দিন।

ডাওনলোডকৃত Internet Download Manager টি ইন্সটল করুন।

Minimize Tray তে যদি  Internet Download Manager থাকে তাহলে Exit করে দিন। (যদি না থাকে তাহলে বিভ্রত হবেন না)

এবার Medicine টি Unzip করুন

এবার সেখান থেকে  IDM Activator ওপেন করুন। (ডাটা কানেকশন অন রাখবেন না, তাহলে IDM Update হয়ে যাবে এবং আক্টিভেট নাও হতে পারে)

এবার যতগুলো ২ বার Popup আসবে কেটে দিন। (ok করবেন না তাহলে যতবার ok করবেন ততবার পপআপ আসবে, ২ বার Documents ওপেন হবে কেটে দিন)

এবার উপরের দেখুন যে প্রথমে দুই লাইনে সবুজ টিক চিহ্ন আছে নাকি, না থাকলে ঠিক করে নিন।

এবার Crack এ ক্লিক করুন, ওয়েট করুন।

ব্যাস খেল খতম.

আমার ফেসবুক আইডিঃফয়সাল আহমেদ

Level 0

আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

update.bin file টির কাজ কি? এটি কোথায় রাখব? ধন্যবাদ ভাই।

যেখানে আছে সেখানেই রাখুন।

অনেক ধন্যবাদ। এটিই খুজতেছিলাম।

আমার ব্লগে ঘুরে আসতে পারেন http://j.mp/1VimrMC

আপনাকেও ধন্যবাদ। 😛

টিটিতে এবং Ashiktech.com এরকম post চাই