আজ আপনাদের সাথে সেয়ার করবো ফ্রি তে lynda.com এর টিউটোরিয়াল। এগুলো প্রিমিয়াম টাকা দিয়ে কেনা। কিন্তু আমার কাছে আছে তাই আপনাদের সাথে সেয়ার না করে পারলাম না।
lynda.com এর টিউটোরিয়াল আর কি বর্ণনা করবো। সর্ব মোট ২৯ টি ভিডিও আছে ২ টি জিপ ফাইল এ। আমার আপলোড স্পিড অনেক কম তাই
সব টিউটোরিয়াল পার্ট পার্ট করে ই সেয়ার করতে হবে।
এখান থেকে ডাউনলোড করে নিন। পার্ট ১ এবং পার্ট ২
প্রথমে আপনি লিংক এ ক্লিক করেন তারপর নিছে দেওয়া স্কিন সর্ট ফলো করেন। ডাউন লোড হবে ১০০%। সবাই বলে ডাউনলোড হয় না
তাই এই সারভার থেকে কিভাবে ডাউনলোড করবেন দেখেন।
লিংক এ ক্লিক করার পর এমন আসলে মার্ক করা যায়গা থেকে ক্লোজ করে দিন।
তার পর এমন দেখতে পাবেন। এখানে আপনাকে ৫ সেকেন্ড ওয়েট করতে বলবে না বললে নাই।
নিছের চিত্র তে মার্ক করা যায়গায় ক্লিক করুন।
অন্য দিকে ডাউনলোড লিংক এ খেয়াল না করে মার্ক করা যায়জায় ক্লিক করুন।
তারপর এমন একটি পেজ পাবেন। লেখা দেখাবে Your Ip address use in 24 hour এতো কিছুর কথা না ভেবে আপনি মার্ক করা যায়গায়
ক্লিক করুন।
তার পর আইডিএম থাকলে ওপেন হবে ডাউনলোড করুন। ব্রাউজার থেকেও ডাউনলোড হবে।
আপনাদের কি কি টিউটোরিয়াল লাগবে আমাকে জানান আমি আপলোড করে আপনাদের সাথে সেয়ার করবো।
এটি প্রথমে আমার পারসোনাল ব্লগ এ প্রকাসিত হয়।
আমি ডার্ক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।