সময়ের অভাবে এই পর্বে কমিশনিং নিয়ে আলোচনা করতে না পারার জন্য দুঃখিত।
জেনারেশন অফ রেডিও ওয়েভ নেটওয়ার্কস।
আমরা UMTS বা ৩জি নেটওয়ার্কের সাথে সবচেয়ে বেশি পরিচিত, আমাদের দেশে সর্বশেষ আপডেট হয়েছে ৩.৫জি নেটওয়ার্ক।
1G- এই নেটওয়ার্ক শুধুমাত্র টেক্সট মেসেজিং ও কল আদান-প্রদান করতে পারে। এটা এনালগ সিস্টেমের পরের ধাপ।
2G- বিশ্বব্যাপি রোমিং সুবিধা চালু করে। সকল নেটওয়ার্ককে একই নেটওয়ার্কের আওতায় এনে টেক্সট মেসেজ ও কল আদান-প্রদানের সুবিধা চালু করে।
2.5G- সর্ব প্রথম GPRS (জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস) সুবিধা চালু করে। এর সর্বোচ্চ গতি 384Kb/সে.
3G- UMTS (Universal Mobile Telecommunications Service/Systems)। ইন্টারনেট সুবিধা চালু করে। প্যাকেট-বেজড টেক্সট, ডিজিটালাইজড ভয়েস, মাল্টিমিডিয়া সাপোর্টেড, এর সর্বোচ্চ গতি ৩.২মেগাবাইট/সে.
3.5G- HSPA (High Speed Packet Access (HSDPA-High –Speed Downlink Packet Access/HSUPA-High-Speed Uplink Packet Access) এর সর্বোচ্চ স্পীড 14M/সে.
3.75G- HSPA এর লেটেষ্ট ও আপগ্রেডেড ভার্সন, যেটা ৩.৫জি এর স্পীড কে 21M/সে. রুপান্তরিত করেছে।
4G- 3.75G এর পরের লেটেষ্ট টেকনোলজির নেটওয়ার্ককে 4G বা LTE (Long Term Evolution) বলা হয়। 3GPP(3rd Generation Partnership Project) এর আওতায় LTE ওয়্যারলেস কমিউনিকেশন ডেভেলপ করা হচ্ছে। এর স্পীড 3G এর চেয়ে ১০গুন বেশি, রেঞ্জ 100Mbps থেকে 1Gbps পর্যন্ত। এখন তো কয়েকটি দেশে ৪জি প্রযুক্তি চালু হয়ে গেছে। যাই হোক-
নিচে একটা কাল্পনিক 5G এর নেটওয়ার্ক এর পিকচার দিলাম।
SIM (Subscriber Identity Module) এর গঠন চিত্র
VCC-সাপ্লাই ভোল্টেজ (সিম কার্ড সচল রাখার জন্য 4.5-5.5 volts DC)
RST-রিসেট সিগনাল (সিমের ডাটা রিসেট, I/O রিসেট ক্লক সিগনাল)
CLK-ক্লক সিগনাল (সিমের ফাংশন কাজ করাতে প্রসেসরের জন্য 1-5 MHz এক্সটারনাল)
GND- গ্রাউন্ড (ফোনের সাথে সিমের গ্রাউন্ডিং)
VPP-প্রোগ্রামিং ভোল্টেজ (সিম বানানোর পরে এতে প্রোগ্রাম/সফটওয়ার লোডে কাজে লাগে)
I/O-Input/output (আপনার ফোন নাম্বার সেইভ/শো করাতে ও কল লিষ্ট দেখাতে ক্লক ফ্রিকুয়েন্সি ১-৫ মেগাহার্টজ)
বাকী রিজার্ভ দুইটা পিন কোন কাজে লাগে না। আশা করি আর ফাদে পড়ে বা না বুঝে, মেগাবাইটের আশায় কোন সিম নষ্ট করবেন না।
সিমের কার্যক্ষমতা
একটি সিম বিশেষ কয়েকটি ইনফো ধারন করে থাকে।
১. ইউজারের ইনফোরমেশন ধারন করে থাকে।
২. এতে ডাটা সেইভ রাখার জন্য মেমরি থাকে।
৩. STK এপ্লিকেশন থাকে।
৪. আর এগুলোকে প্রসেস করার জন্য মাইক্রোচিপ বা প্রসেসর থাকে।
3G সিম কার্ড
3G সিম কার্ড 2G এর সিমকার্ড এর চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন, এতে বিশেষ কিছু সুবিধা থাকে। এগুলো কে USIM (Universal Subscriber Identity Module) বলে।
SIM এর লেয়ার
USIM/SIM Layer 3 টা
গ্লোবাল-ইলেক্ট্রিক্যাল-ফিজিক্যাল
ফিজিক্যাল- যেটা আমরা বাইরে থেকে হাতে ধরি বা স্পর্শ করি।
ইলেক্ট্রিক্যাল- সিমকার্ড ফোনে সংযুক্ত করে ফোন চালু করার পরে সিমের ফাংশন গুলি।
গ্লোবাল- সিমের কার্যক্রম। (ফোনবুক, U-ICC-Integrated Circuit Card ফাইল, জি এস এম ফাইল, প্রোপারটিজ, Common STK(SIM Tool Kit)
UMTS সিমকে Tiny কম্পিউটার বলতে পারেন, এটা ছোট ছোট ইন্টারনাল এপ্লিকেশন্স এর প্রসেস করতে পারে। আপনাকে প্রোভাইডারের দেয়া বিশেষ সুবিধা দিতে পারে। মোবাইল ব্যাংকিং, ফোন বিল, এবং কেনাকাটার বিল দিতে পারেন।
৩জি সিমের বিশেষ গুনাগুন
A.128K USIM আপনি ১হাজার নাম্বার সেভ করতে পারবেন, প্রতিটা কন্টাক্টে একাধিক নাম্বার ও ইমেইল নাম্বার সেইভ করতে পারবেন। যেখানে SIM কার্ডে ২৫০ টা নাম্বার সেইভ করা যেতো।
B.USIM Card ৩জি সাপোর্টেড সেটে সংযুক্ত করলেই এটা নিজে থেকেই ভিডিও কল করার কনফিগার করে ফেলে।
C.আপনার কল, মেসেজ, সেইভকৃত নাম্বার এঙ্ক্রিপ্টেড করে রাখে।
D.আপনার ফোনে সেইভ কৃত নাম্বার গুলিও USIM দিয়ে এঙ্ক্রিপ্টেড করতে পারবেন।
নোটঃ- আমরা সিমের উপরে 32K/64K/128K, এগুলো আসলে কিলোবাইট বা স্টোরেজ ডিস্ক সাইজ বোঝায়। আপনি 32K সিমে ২৫০ টা নাম্বার সেইভ করতে পারবেন। 64K সিমে ৫০০ নাম্বার সেভ করতে পারবেন। 128K সিমে ৭০০+ নাম্বার সেইভ করতে পারবেন।
আরো কিছু জানার থাকলে টিউনমেন্টে বলতে পারেন। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারো আসবো টেলিকমিউনিকেশন সিস্টেমের কমিশনিং এর ধাপ গুলো নিয়ে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চেইন টিউনের শিরোনাম লেখার নিয়ম:
চেইন টিউনের কমন নাম [পর্ব-xx] :: টিউনের বিষয়বস্তু অনুসারে শিরোনাম
উদাহরণ হিসাবে নিচের চেইন টিউনের শিরোনামগুলো দেখুন-
সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০২] :: ফটো এডিটিংয়ের সেরা সফটওয়্যার যা বদলে দিবে আপনার ফটোগ্রাফির অভিজ্ঞতা।
সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০৭] :: ওয়েব সাইট তৈরীর জন্য সেরা সফটওয়্যার, আপনার ওয়েব সাইট আপনি না বানালে কে বানাবে?
সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০৯] :: বিশ্বসেরা যতো কোড এডিটর! গতিময় এবং সৃজনশীল কোডিং এর জন্য সেরাদের কি বিকল্প পাবেন??
*** যাহোক, আপনার এই সিরিজটি কিন্তু দুর্দান্ত হচ্ছে। এভাবে বিন্যস্ত করলে হয়তো টেকটিউনস চেইন টিউনে আপনার টিউনগুলো জায়গা পেয়ে যেতে পারে।