কাগজের ফুল [পর্ব-০৭] কাগজ দিয়ে তৈরী করুন চমৎকার প্রজাপতি এবং আপনার ড্রয়িংরুমকে দেন এক অপরুপ সৌন্দর্য

আসসালামুআলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সরাসরি চলে যাচ্ছি টিউনে।

প্রজাপতি দেখলে মনটা কেমন যেন নেচে উঠে। মন হারিয়ে যায় ছোট বেলায়, আর মনে থাকেনা বয়সের ভেদ। ইচ্ছে হয় প্রজাপতির পেছনে পেছনে যাই হারিয়ে। কিন্তু ঢাকা শহরে প্রজাপতি যেন ধুমকেতু। আর ড্রইং রুমে যেন স্বপ্ন। আপনার সেই স্বপ্ন পূরণের সাধ্য অবশ্য আমাদের নেই কিন্তু তার কাছাকাছি যাওয়ার একটি বুদ্ধি তো অন্তত দিতে পারবো।

আচ্ছা, একটু চিন্তা করে দেখুনতো যদি আপনার ড্রয়িংরুমের ওয়ালে কিছু প্রজাপতি দেখতে পান? কেমন হবে ব্যাপারটা?? হ্যা, আজ আপনাদের দেখাব কিভাবে আপনাদের ড্রয়িংরুমে প্রজাপতি আনতে পারবেন। চলুন জেনে নেই যা যা লাগবে এই চমৎকার জিনিসটির তৈরি করার জন্য…

 

প্রয়োজনীয় উপকরনঃ

•কালো কার্টবোর্ড

•রঙ্গিন আর্ট পেপার

•অ্যান্টি-কাটার

•কেঁচি

•পেন্সিল

•কম্পাস

•আঠা

•ঘড়ি চালানোর জন্য যন্ত্রপাতির সরঞ্জাম

যা যা করতে হবে তা হলঃ-

 

কালো কার্টবোর্ডটিকে কম্পাস দিয়ে গোল আকৃতি করে অ্যান্টিকাটার বা কেঁচি দিয়ে কাটতে হবে এবং তারই সঙ্গে ঠিক মাঝ বরাবর একটি ফুটো করতে হবে(ঘড়ির কাটার জন্য)।

 

কার্টবোর্ডটির উল্টো দিকে, মানে কালো রঙের অপর প্রান্তে কিছু প্রজাপতির অঙ্কন করুন। একটু বড় করেই আঁকুন, কাটতে সুবিধা হবে।

 

একই ভাবে ঐ আর্ট পেপারেও কিছু আঙ্কন করুন। এবং পরে কেটে ফেলুন।

এবার ঘড়ি লাগানোর পালা। পেছনে ঘড়ি চালানোর মেকানিজম লাগান এবং খেয়াল রাখুন যে কার্টবোর্ডের ফুটো দিয়ে যেন মেশিনটির উঁচু অংশটি বেরিয়ে যায়।

এবার ঘড়ির কাটা কাটার পালা!!

জুড়িয়ে দিন কাটা গুলোকে।

এবার আপনার কাজ শেষ। এই কষ্টের ফসলটি জুলিয়ে দিন আপনার ড্রয়িংরুম ওয়ালে। এবং সাজিয়ে ফেলুন নিচের ছবিটির মত।

 

 

ধন্যবাদ সবাইকে। আগামী টিউন এর জন্য সাথেই থাকুন।

আমাকে follow করতে নিচের লিংকে গুতা দিন।  😉

Facebook

Twittter

Youtube

Google+

Instagram

Level 0

আমি সাদ্দাম হোসাইন শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am just a simple boy....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অস্থির হইছে। চালিয়ে যান

wc রোজন ভাইয়া