টেলিকমিউনিকেশন সিস্টেম (মোবাইল) [পর্ব-০৬] :: IDU-ODU-DDF সেটিং, E1 ক্যাবল প্যাচিং, GSM network এর গঠন প্রনালী

প্রথম পর্বের লিংক

২য় পর্বের লিংক

৩য় পর্বের লিংক

৪র্থ পর্বের লিংক

৫ম পর্বের লিংক

আমার আগের টিউনগুলো থেকে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না। তবে আশা করি সব শেষে একেবারে খালি হাতে ফেরত যাবেন না। শুরু থেকে শেষ টিউন পর্যন্ত থাকলে ফ্রী ফ্রী কিছু না কিছু বাস্তব ধারনা তো পাবেন ই। ইন্টারনেটে টেলিকম ডিপার্টমেন্টের জব ভ্যাকান্সি সার্চ করে দেখুন সব জবই মিড লেভেল থেকে হাই লেভেলের সার্কুলার পাবেন। আপনি ভালো কাজ জানলে অবশ্যই ভালো স্যালারির জব পাবেন। আর নেটওয়ার্ক প্রোভাইডার গুলো তো দেখেছেন? সব প্রোভাইডার-ই হাই লেভেলের। বাংলাদেশেই রয়েছে বাংলালিংক, রবি’র মত প্রোভাইডার, বাইরের নামকরা ইউনিনর, এয়ারটেল, নকিয়া সিমেন্স, হুয়াউয়ে। শুধু দরকার আপনার দক্ষতা। লিংকড-ইন সাইটে ঢুকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সিভি গুলো দেখে নিতে পারেন। ইয়ারলি মিনিমাম ডিমান্ড স্যলারি ১২০০০ ইউএস ডলার(বাংলাদেশী টাকায় মাসিক স্যালারি প্রায় ৭৮০০০/=কাছাকাছি। যাইহোক-টিউনে আসি এবার-।

গত পর্বের মাইক্রোওয়েভ এন্টেনার কিছু অংশ বাকী রয়ে গেছে। মাইক্রোওয়েভ এন্টেনার সেটিং তো দেখেছেন তাইনা ? আশা করি আর সমস্যা হবার কথা নয়। এন্টেনার সাথে লাগানো যে পিছনের যে ডিভাইস লাগানো থাকে তাকে বলা হয় ODU(Out Door Unit), প্রতিটি ODU গ্রাউন্ডিং কিটের সাথে সংযুক্ত করতে হবে। ODU এর সাথে ডিস লাইনের ক্যাবলের মত IF-Cable লাগানো হয়। যেটা রুমে থাকা IDU(In Door Unit) এর সাথে যুক্ত হয়। IDU থেকে DDF Board এ ক্রস কানেকশন করে লিঙ্ক রান করা হয়। প্রতিটি IDU এর নিজস্ব IP(ইন্টারনেট প্রটোকল) নাম্বার আছে। যেটা দিয়ে IDU রান করা হয়ে থাকে, এরপরে BSC (base station control) থেকে নিদৃর্ষ্ট আইপি দিয়ে E1 (Cat-6 - ক্রস ওভার ক্যাবল) ক্যাবলের মাধ্যমে নেটওয়ার্ক রেঞ্জ তৈরি করে BTS কে BSC এর সাথে কানেক্ট করা হয়। এবার কিছু ফিগার দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে।

DDF (ডিজিটাল ডিষ্ট্রিবিউশন ফ্রেম) E1 ক্যাবল কানেকশন, এটা নামেই শুধু ডিজিটাল ফ্রেম, ক্যাবল প্যাচিং এর কাজ পুরোপুরিভাবে হাতে করতে হবে। আর হ্যা- প্রতিটি প্রোভাইডার তার লিঙ্ক বিল্ডিং এর আগেই আপনাকে জানিয়ে দেবে রুটিং নাম্বার সেইটা দেখে আপনাকে একটু হিসাব করে E1 ক্যাবল প্যাচ করতে হবে। নিচে DDF এর ফিগার দেখুন-

E1-Cable টা হাতে বানিয়ে নিতে হবে (এটা এখন ফ্যাক্টরি মেইড অবস্থায় আসে)। Cat -7 ক্যাবল তো দেখেছেন? ইন্টারনেট ব্রডব্যান্ড লাইনের যে ক্যাবল আপনার পিসির নিক পোর্টে সংযুক্ত হয়। ক্যাবলের এক মাথায় RJ-45 কানেক্টর লাগাতে হবে। অপর প্রান্তে RJ-45 কানেকটর এর ১,২ নং BR2 এর RX(রিসিভার) ও RJ-45 কানেকটর এর ৪,৫ নং BR2 এর TX(ট্রান্সমিটার) হবে, (RJ-45=8Pins, 1=RX1, 2=RX2, 3=Nope, 4=TX1, 5=TX2, 6=Nope, 7=Nope, 8Nope) এবার BR2 কানেক্টর কানেক্টর (TX/RX পোর্ট) সোল্ডারিং করে লাগিয়ে নিন। MW Link এর বিভিন্ন ক্যাটাগরি আছে MINI-Link(2G), PDH Link, iPASOLINK(3G,WiMax,LTE), Etc . সব লিংকই তার প্রোভাইডারের রুট থেকে ট্রাফিক অনুযায়ী স্থাপন করা হয়।

 

গত পর্বে কতটুকু বুঝেছিলেন MW নেটওয়ার্কিং নিয়ে; একটা ক্লিয়ার পিকচার দেখুন তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন।

MW Antenna নিয়ে আরো অনেক কিছু আছে যা বাস্তবে না গেলে বুঝতে পারবেন না। আর টিউনে কোন সাজেশন বা আমার কোন ভুল থাকলে টিউনমেন্ট এ জানাতে ভুলবেন না।

BTS এর আলোচনায় আমাদের দেশে বহুল ব্যবহৃত HUAWEI 3900A এর বেসিক নিয়ে কিছু পরিচিতি দেবো। যদিও বিটিএস নিয়ে উপরে আগেই MRFU/RRU অংশে কিছু কথা হয়েছে। তাছাড়া আমার ৩জি সম্পর্কে ধারনা একটু কম তাই ২জি নিয়ে ওপেন আলোচনা করবো। তার আগে আসুন একনজরে জি এস এম নেটওয়ার্ক এর স্ট্রাকচার টা দেখে নেই। তাহলে আগের টিউন গুলো ও BTS ভালোভাবে বুঝতে পারবেন।

একটা BTS কন্ট্রোল করে তার প্যারেন্ট BSC(base Station Controller) তার "base station control function" BCF দিয়ে। বি সি এফ কে টোটাল নেটওয়ার্কের অপারেশন এবং মেইন্টানেন্স কারী হিসেবে বিবেচনা করা হয় যার মাধ্যমে পুরো নেটওয়ার্ক একটা প্রভাইডারের বলে ধরে নেয়া হয়। যেটা প্রতিটি BTS কে ম্যানেজমেন্ট অপারেশনের আওতায় রাখে সকল সফটওয়ার হ্যান্ডলিং করে ও BTS সমস্যার এলার্ম গুলো নেয়। প্রতিটি ভেন্ডর বিটিএস এর মাধ্যেমে তাদের সীম সংযুক্ত সকল কাষ্টমারের ইনরমেশন(IME, Location, Cell info, others) সংগ্রহ করে এবং বি এস সি তে পাঠিয়ে দেয়। জটিল ব্যাপার মনে হচ্ছে ? আরো দুইটা সহজ গঠন দেখুন তাহলে আগেরটা পিকচার টা ক্লিয়ার হয়ে যাবে।

টিউনমেন্টে যে কোন প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারো আসবো MS/BTS/RBS কমিউনিকেশন সিস্টেম এর বেসিক আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।

Level 2

আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সধু সুন্দর না , অনেক সুন্দর

ami sob sikhe felesi. but apply korbo kotha ?

    টেলিকম কোম্পানীর নিয়মিত জব সার্কুলেশন দেখতে পারেন। অথবা টেলিকম ভেন্ডর গুলোর সার্কুলার দেখতে পারেন। নেটওয়ার্ক প্রোভাইডাররা সাধারনত ভেন্ডরের মাধ্যমে কন্ট্রাকে কাজ দেয়। ওরাও বেশ ভালো স্যালারী দেয়। ধন্যবাদ।

অনলাইনে আয়ের সহজ পথ, http://www.pvtraffic.com/?r=polashpks রেজিস্ট্রসান করুন,
ইমেলে পাসওয়াড যাবে কপি করুন, লগিন করুন, সবচে বড় কথা এরা ১০০% রেফার কমিসন দেয়

পরবর্তী কোন এক টিউনে আপনার এটা নিয়ে টিন করবো। সাথেই থাকুন, ধন্যবাদ।