টেলিকমিউনিকেশন সিস্টেম (মোবাইল) [পর্ব-০৫] :: MW এন্টেনা পরিচিতি, পোলারাইজেশন, ব্রাকেট সেটিং ও এলাইনমেন্ট পদ্ধতি

প্রথম পর্বের লিংক
২য় পর্বের লিংক
৩য় পর্বের লিংক
৪র্থ পর্বের লিংক

গত টিউনে MRFU/RRU+BBU নিয়ে একটু বেশিই ডিটেইলস হয়ে গেছে তাই না? মাইক্রোওয়েভ নিয়ে একটু কম আলোচনা করবো। এগুলো কোন থিওরি নয় আমার বাস্তব অভিজ্ঞতা। তবে মনে রাখুন আর বাস্তবে কাজে গেলে তখন মিলিয়ে নেবেন, তবেই পানির মত ক্লিয়ার বুঝতে পারবেন। ছবি গুলো নেট থেকে কালেক্ট করেছি।
৬ষ্ঠ ধাপঃ
মাইক্রোওয়েভ এন্টেনা ‘ত দেখেছেন তাই না? ওইযে গোল ডিসের মত দেখতে অইটাই মাইক্রোওয়েভ এন্টেনা। আবার দেখুন –।

আগের টিউনে যা বলেছি সব ছিলো কাষ্টমার রিলেটেড, এবার হচ্ছে প্রোভাইডার নিয়ে, যারা নেটওয়ার্ক কন্ট্রোল করে। এতো বড় নেটওয়ার্কে থাকবেন, মোবাইলে সীম ঢুকিয়ে কথা বলা শুরু করলেন একেবারে ফ্রী(?) অনেক ভালো তাই না? দুইজন একটা টাওয়ারের সীমানায় থাকলে একই এন্টেনায় কানেকশন পেলেন, কিন্তু অন্যজন যদি কয়েকশো কিলো দূরে থাকেন তবে তার সাথে কিভাবে কথা বলবেন? এই ভাববেন না যে এই এন্টেনা খুলে দিলেই নিয়ন্ত্রন শেষ। এই এন্টেনা ব্রেকডাউন হলে পুরো নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। বজ্রপাত বা ঠাডা এটার উপরেই বেশি পড়ে IDU(ইন্ডোর ইউনিট) জ্বালিয়ে দেয়। আসলে নেটওয়ার্ক কে জীবিত রাখতে ও কন্ট্রোল করতে মাইক্রোওয়েভ এন্টেনা প্রয়োজন। প্রতিটি টাওয়ারের সাথে সংযোগ তৈরি করে এই মাইক্রোওয়েভ এন্টেনা। এই ওয়েভ সব সময় সরল পথে চলে সামনে বাধা পেলে আর লিংক পায় না। যেমন বড় বিল্ডিং, গাছপালা বা পাহাড়। আবার ঝড় হলে এর লিঙ্ক ছুটে যায়, এমন কি বাতাসের খুববেশি গতিবেগও এটাকে বাধাগ্রস্থ করতে পারে। তাই বলে আবার এতোটা ঠুনকোও না।

 

অতএব প্রতিটি টাওয়ারে(BTS) এ কমপক্ষে একটি করে হলেও মাইক্রোওয়েভ এন্টেনা থাকবে। এন্টেনা যেদিকে মুখ করে থাকে ঠিক অপর প্রান্তে তার দিকে মুখ করেই প্যারেন্ট/আপলিঙ্ক রয়েছে, অর্থাৎ যেখান থেকে নেটওয়ার্ক এসেছে। দুই এন্টেনার মাঝে শুধুই ফাকা জায়গা। একাধিক থাকলে বুঝতে হবে এখান থেকে অন্য বিটিএস এও নেটওয়ার্ক সাপ্লাই দেয়া হয়েছে। স্টার টপোলজি, পার্শিয়াল টপোলজি, আর ট্রী টপোলোজি মিলে এই মোবাইল নেটওয়ার্ক। আমার মতে এই টপোলজির নাম বিচ্ছিরী টপোলজি, কেন বিচ্ছিরি বললাম জানেন? লিঙ্ক ডাউন হলে সহজে বুঝা যায় না কোথা থেকে এই লিংক শুরু হয়েছে। আর টাওয়ার খুজতে খুজতে মেজাজ চরম গরম হবে।

 

লিংক যত কিলো দূরে থাকবে এন্টেনার সাইজ মানে দেখতে তত বড় হবে। ০.৩ মি. থেকে ৩.৭ মি.(১২ফুট) বা তারও চেয়ে বড় হতে পারে। এন্টেনা ফুল সেটিং এর পরে ভেজাইল্লা কাজ হলো লিঙ্ক করা অর্থাত অপর প্রান্তের এন্টেনার সাথে এলাইনমেন্ট করা। এন্টেনা সেটিং করার সময় অবশ্যই দুই প্রান্তের পোলারাইজেশন একই রাখতে হবে, মানে হয় হরিজোন্টাল নয়ত ভার্টিক্যাল। মিসম্যাচ করা যাবে না। এরপরে BSC (প্রতিটি প্রভাইডারের নিজস্ব নাম্বার আছে) এ ফোন করে লিংক আপডেট চেয়ে নেয়া।

দুই প্রান্তের এন্টেনা এলাইনমেন্ট করার প্রক্রিয়া।

১। রৌদ্রজ্জল দিনে অপর প্রান্তের এন্টেনা দেখা গেলে হাতের ইশারা করতে পারেন, বা কম্পাস ব্যবহার করতে পারেন।

একপ্রান্তে কম্পাস ৯০/৩৬০ হলে অপর প্রান্তে উল্টো হবে মানে ২৭০/৩৬০ হবে, ৪৫/৩৬০ হলে এর উলটো ২২৫/৩৬০ হবে, ১৩৫/৩৬০হলে ৩১৫/৩৬০ হবে। অথবা জিপিএস ব্যবহার করতে পারেন।

২। ODU/IDU এলাইনমেন্ট মোড অন করে আপডেট ৫সে. করুন, একপাশে এন্টেনা স্থির রেখে অপর প্রান্তে আস্তে আস্তে ডানে বামে সুইপ করতে থাকুন যতক্ষন পর্যন্ত হাইষ্ট সিগনাল না পান। মাল্টি মিটারে ২-৪db গেইন পাবেন।

৩। এবার এটা স্থির রেখে অপর প্রান্তের এন্টেনা ডানে বামে সুইপ করুন যতক্ষন পর্যন্ত হাইষ্ট সিগনাল না পান। এবার পর্যাপ্ত পরিমানে নাটবোল্ট টাইট দিয়ে দিন।

 

এন্টেনা মাউন্টিং মেথড চার রকমের- লেফট সাইড, রাইট সাইড, হরিজোন্টাল, ভার্টিক্যাল।

লেফট সাইড মাউন্টিং-হরিজোন্টাল পোলারাইজেশন

লেফট সাইড মাউন্টিং- ভার্টিক্যাল পোলারাইজেশন

রাইট সাইড মাউন্টিং- হরিজোন্টাল পোলারাইজেশন

এবার ধাপে ধাপে প্লেট গুলো লাগানো দেখে নিন। হয়ত হাসতে পারেন, প্রঃ এতো সহজ নাটবোল্ট টাইট দেয়ার বিষয় নিয়ে এত কিছু বলার প্রয়োজন কি? উঃ আছে ব্রো, কারন এই বাকেট গুলো আপনি সিরিয়াল অনুযায়ী মিলিয়ে লাগাতে না পারলে কখনই সফল হবেন না। হয়ত দেখা গেলো ৭২মি. টাওয়ারের উপরে ১২ফুট ব্যাসার্ধের একটি এন্টেনা লাগানোর জন্য উঠালেন। কিন্তু ভুলভাবে প্লেট মাউন্টিং সাজানোর কারনে আবার নামাতে হবে। বুঝতেই পারছেন এতো বড় এন্টেনা উপরে উঠানো আর নামানো কত ঝামেলার কাজ।

সাপোর্টিং ও ক্যাবলিং স্টাইল দেখুন।

ফুল গ্রাফ ভিউ দেখে নিন।

আশাকরি এখন মাইক্রোওয়েভ এন্টেনার কাজ, এলাইনমেন্ট, মাউন্টিং, পোলারাইজেশন, সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছেন।

এরপরেও যদি কিছু বুঝতে না পারেন তবে টিউমেন্টবক্স তো আছেই, যে কোন প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারো আসবো MW এন্টেনার বাকী অংশ ODU/IDU ও BTS কমিউনিকেশন সিস্টেম এর বেসিক আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।

Level 2

আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice , carry on bro

Level New

khub sundor tune. Tobe amar akta jinis janar chilo. apni ki call center er dialer Somporke janen. jodi jene thaken tahole parle seta nia post korben. amra aro upokrito hobo..
OS gula holo: goautodail v3. vicidial 1.3. ai dialer gula vai onek problem kore sob solution net a thik moto paoa jay na. jodi apanr a somporke jana thake tahole request korbo ar por ata niya dharabahik kono tune korar… Thanks.

thanks thanks thanks thanks thanks thanks thanks thanks