টেলিকমিউনিকেশন সিস্টেম (মোবাইল) [পর্ব-০৪] :: BTS 3900A এর MRFU-2G পরিচিতি, RRU+BBU-3G কানেকশন

প্রথম পর্বের লিংক

২য় পর্বের লিংক

৩য় পর্বের লিংক

গত তিনটা টিউনের পরে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আশাকরি। আমি চেষ্টা করবো মোটামুটি সব দিকের বেসিক বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করতে। তাই টিউনগুলো ছোট হবে আপনাদের আয়ত্বে রাখার সুবিধার জন্য। সব টিউনের পরে মোবাইল নেটওয়ার্কের উপরে একটা ভালো রকমের ধারনা পাবেন।

৪র্থ ধাপের শেষ অংশঃ

Base Transceiver Station (BTS) অনেক বার বলেছি এরপরের টিউনেও বলা হবে। যে কোম্পানীতেই যান সবখানেই BTS পাবেন। BTS হলো পুরো সিস্টেম এর সিপিইউ হলো এম আর এফ ইউ। একটা MRFU তিন রকমের নেটওয়ার্কের কাজ করে (বুঝতেই পারছেন চাইনীজ ১টা জিনিশ দিয়ে ১০টা কাজ সম্ভব)। তবে একই সময়ে (RAT) রেডিও এক্সেস টেকনোলজির যে কোন একটা সিস্টেম চালু রাখতে পারে, জি এস এম/ ইউ এম টি এস/ এল টি ই। তবে চাইলে সফটওয়ার ডিফাইন রেডিও (SDR) মোডে ডুয়াল সিস্টেম বা দুইটা রেডিও ওয়েভ চালু রাখা যায়। Multi-mode RFU (MRFUs, MRFUds, MRFUes)। ১. GSM RFU (GRFUs, DRFUs)। ২. UMTS RFU (WRFU, WRFUds)। ৩. LTE modules (LRFU)

RF (রেডিও ফ্রিকুয়েন্সি) ইউনিট যে কাজ গুলো করে, ডাটা প্রসেসিং, মডুলেশন, কম্বিনেশন, RF সিগনাল ডিভিশন করে এন্টেনাতে পাঠাবে। আবার এর উল্টোভাবে RF সিগনাল রিসিভ করে ডিমডুলেশন করে আমপ্লিফিকেশন করবে তারপরে A/D কনভার্ট করে দেবে। GSM এর বেসব্যান্ড সিগনাল প্রসেস করবে। পাওয়ার কন্ট্রোল করবে। Voltage Standing Wave Ratio (VSWR) এবং Tower Mounted Amplifier (TMA) সেট করে দেবে। CPRI ক্লক জেনারেট করবে এবং ক্লক সিগনালে কোন ফল্ট(ঝড়ের দিনে বা খারাপ আবহায়ায়) পেলে রিজেনারেট করবে। এখানে বলে রাখা ভালো যে, এগুলো মনে রাখা একান্ত বাঞ্চনিয় না হলে বি টি এস কমিশনিং এ কিছুই বুঝতে পারবেন না।

RFU একই সময়ে একটা সিগনাল প্রসেস করতে পারে, কিন্তু ট্রাফিক বিবেচনা করলে ৩৬০ ডিগ্রি কভার করতে ১২ টা আর এফ ইউ দরকার পড়ে। নতুন টেকনোলজীতে এতো RFU ইউজ করা হয় না এর বদলে ৬টা Dual Transceiver Units (DTRUs) ইউজ করা হয়। এই ডুয়াল টেকনোলজী ই যেটা ২জি নেটওয়ার্ক কে ২.৫জি তে নিয়ে এসেছে।

৫ম ধাপঃ

এবার কষে লাত্থি মারুন ২জির উপরে। MRFU দিয়ে গরুর গাড়ীর মত স্পীডে আর কতদিন? এবার চাই ৩জি স্পীড (!) হুয়াউয়ে ২০০৫ সালে প্রথম ৩জির জন্য নতুনভাবে আর্কিটেকচার ডিজাইন করে নিয়ে আসে BBU(Baseband Unit)+RRU ইউনিট যেটা নেটওয়ার্ক স্ট্যাব্লিশিং এর ৩০% খরচ কমিয়েছে। এই দুই ইউনিট এর মাঝে common public radio interface (CPRI) দিয়ে কানেকশন করা হয়। এটা (M)RFU এর দুইটা অংশ আলাদা করা।

৩জি কানেকশনের জন্য মুলত Remote Radio Unit (RRU) ইকুইপমেন্ট ইউজ করা হয়। এটা 2G/3G ফ্রিকুয়েন্সি প্রসেস করতে পারে। ১২টা সেল এবং ৭২টা ক্যারিয়ার সাপোর্ট করতে পারে। RRU unit এন্টেনার কাছাকাছি লাগানো হয় যাতে ফিডার(ফিডার হলো ফাইবার ক্যাবলের সংক্ষিপ্ত নাম) কম লাগে এবং BTS এর পারফরমেন্স বৃদ্ধি করে। আর আর ইউ এর সাথে বিটিএস কেবিনেট এর বি বি ইউ ইউনিটের মাঝে অপ্টিক ফাইবার দিয়ে ক্রস কানেকশন দেয়া হয়। আর আর ইউ -৪৮volt(নেগেটিভ৪৮) ভোল্ট সংযোগে চলে। MRFU(2G) vs RRU+BBU(3G) এর ক্লিয়ার ফিগার টা দেখুন।

এটা প্রথম শুরু করে ভোডাফোন আর হুয়াউয়ে যৌথ প্রজেক্ট হিসেবে স্পেন এর মাদ্রিদ আর বার্সেলোনাতে, এবং সাফল্যর সাথে High-Speed Packet Access (HSPA) নেটওয়ার্ক সাপ্লাই দিতে সক্ষম হয়। এরপরে হংকং, সিঙ্গাপুর, এবং জাপানের কিছু এরিয়াতে সাপ্লাই শুরু করে, আশ্চার্যজনক ভাবে ভিন্ন ভিন্ন ওয়েদারেও নেটওয়ার্ক স্পীড ঠিক ঠাক থাকে। আসলে মাল চাইনীজ হলেও কার্যকারিতা বেশ ভালো যা সিম্ফোনি বা ওয়াল্টন ইউজাররা বেশ ভালোভাবেই বুঝে গেছেন।

 

কোন প্রশ্ন থাকলে টিউমেন্টবক্স তো আছেই, যে কোন প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারো আসবো মাইক্রোওয়েভ এন্টেনা এর বেসিক আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।

Level 2

আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice
awasome
all post are helpfull