কাগজের ফুল [পর্ব-০৫] চমৎকার কিছু ফুল বানিয়ে ঘর সাজান ফুলে ফুলে

আসসালামুআলাইকুম, আশা রাখছি কাগজের ফুল পর্বের এই পর্বটি সবার কাছে অনেক ভাল লাগবে। চলুন তাহলে টিউন এ চলে যাই।

ফুল আমাদের সবার কাছেই অতি প্রিয়। পৃথিবীতে খুব কম মানুষই পাওয়া যাবে যারা ফুল পছন্দ করেন না। অনেকে নিজে বাগান করতে না পারলেও বাজার থেকে ফুল কিনে এনে ঘর সাজান। কিন্তু এ ফুল ক্ষনস্থায়ী। বেশিরভাগ ক্ষেত্রে ২/৩ দিনের মধ্যেই এ ফুল গুলো নষ্ট হয়ে যায়। অগত্যা আবার নতুন করে বাজার থেকে ফুল কিনে আনতে হয়। এভাবে বাজার থেকে নিয়মিত ফুল কিনে আনা ব্যায়বহুলও বটে। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে নিজে ঘরে বসেই কাগজের ফুল বানাতে পারেন। এ ফুল গুলো বাজারের ফুলের চেয়ে দীর্ঘস্থায়ী হলেও এ ফুলের সুবাস নেই। কিন্তু তাতে কি, এর সৌন্দর্য বিমোহিত করতে পারে আপনিসহ আপনার বাসায় আসা অথিতিকেও।

উপকরনঃ

১. কিছু রঙ্গিন কাগজ।

২. আঠা

৩.একটি ছোট কার্ডবোর্ড এর টুকরা।

৪.কেচিঁ

কিভাবে করবেন?

একটি কাগজকে চার টুকরা করে কেটে নিন। আপনি চাইলে একটি পুরো কাগজ ও নিতে পারেন। সে ক্ষেত্রে আপনার ফুলটি ৩ ফুট চওড়া হয়ে যাবে। নিচের লেয়ার এর জন্য একটি কাগজকে দুই ভাগে ভাগ করে নিতে পারেন। নিচের লেয়ারের জন্য একটি কাগজকে চার ভাগ করে নিতে পারেন। আর কার্ডবোর্ডটিকে গোল করে কেটে নিন।

এবার কাগজকে পেঁচিয়ে “কোন” আকৃতির করে ফেলুন  এবং দুই কাগজের জোড়ায় আঠা লাগিয়ে দিন।

কাগজগুলো পেঁচাতে থাকুন এবং আঠা লাগাতে থাকুন।

এবার গোল করে কাটা কার্ডবোর্ড টির উপরে “কোন” গুলোকে আঠা দিয়ে লাগিয়ে দিন। প্রথম রাউন্ড “কোন” একটু ফাঁকা ফাঁকা করে লাগাবেন।

এভাবে বাকি “কোন” গুলোও আঠা দিয়ে লাগিয়ে ফেলুন। আপনি যদি বিভিন্ন রঙের পাপড়ির জন্য বিভিন্ন রঙের কাগজ ব্যবহার করেন তবে খেয়াল রাখবেন এক  রাউন্ডের “কোন” অন্য  রাউন্ডে ব্যবহার করবেন না। এভাবে “কোন” গুলো লাগাতে লাগাতে ফুলের কেন্দ্র পর্যন্ত চলে আসুন।

আঠা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ব্যাস হয়ে গেল আপনার ফুল। আপনি চাইলে আপনার পছন্দমত রঙের ফুল বানাতে পারেন। আর কতভাবে বানান যায় তার আইডিয়া পেতে পারেন নিচের ছবিগুলো থেকে।

 

 

 

এবার দেখুন ঘর সাজানোর জন্য কি চমৎকার ফুল আপনি বানিয়েছেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

ফেসবুক এ আমি

m.facebook.com/saddamhossainshishir

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি সাদ্দাম হোসাইন শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am just a simple boy....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর, ভালো লাগছে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে।
আর আমি বুঝে উঠতে পারছি না এই টিউন নিয়ে কোনো সমালোচনা হবে কিনা । টেক ব্লগ তো

    সমালোচনা করার কোনো অবকাশ নাই!! কারণ টেকটিউনসএ এডুটিউন অর্থাৎ শিক্ষাবিষয়ক টিউন করার অনুমতি আছে!! আর তাই ধরে নিন এটা “চারুকলা” ‍বিষয়ক 🙂

ki korbo vai bolen ei dhoroner post to oneker valo lage abar oneke chai tai korchi r ki….. somalochona hobe kina jani na… tobe jodi kew ullekh kore somalichona kore tahole next e r ei post korbo na.

    আপনি চালিয়ে যান..!! নিজের স্বার্থের জন্যই হয়ত বলছি.., কারণ টিউনগুলো অসম্ভব ভালো লেগেছে..

prob nai chalea Jan.

অসাধারন হইছে ভাই,,,,
আশাকরি আপনার আরো সুন্দর সুন্দর টিউন পাব।

ধন্যবাদ 🙂

ভাই চিকন কালির কলম দিয়ে লিখুন। মোটা কালির লিখা ফোনে পড়তে সমস্যা হচ্ছে।

tnx jahidul hasan. chesta korbo aro sundor tune korte..