টেলিকমিউনিকেশন সিস্টেম (মোবাইল) [পর্ব-০২] :: GSM এন্টেনা পরিচিতি ও এন্টেনা সেটিং করার পদ্ধতি

প্রথম পর্বের লিংক
২য় ধাপঃ
কাষ্টমারের কাছে নেটওয়ার্ক ডিষ্ট্রিবিউশনের মুল কাজটি জি এস এম এন্টেনা করে থাকে, এর মাধ্যমেই আমরা মোবাইলে 2G/3G/4G নেটওয়ার্ক পেয়ে থাকি। জিএসএম এন্টেনা গুলো মাল্টি ফ্রিকুয়েন্সির হয়ে থাকে, যেমন- ৮৫০/৯০০/১৮০০/১৯০০/২১০০/২৪০০ MHz নেটওয়ার্ক সাপোর্ট GSM/UMTS/HSPA/CDMA/3G করে থাকে। প্রতিটি টেলিকম কোম্পানীই তাদের ট্রাফিক অনুযায়ী এন্টেনার হরিজোন্টাল / ভার্টিক্যাল এঙ্গেল ও এন্টেনার ফ্রীকোয়েন্সি ব্যান্ড নির্ধারন করে থাকে, যাতে ট্রাফিক অনুযায়ী পুরো ৩৬০ ডিগ্রীতে ৫/৭ কিলোমিটার এরিয়ায় নেটওয়ার্ক কভার করে। মুলতঃ আউটডোর এন্টেনার দুইটা লেফট/রাইট পোর্ট থাকে, অর্থাৎ সেন্ডিং আর রিসিভিং পোর্ট। আবার ডুয়াল টাইপের এন্টেনাতে ৪টা পোর্ট থাকে যেটা ৯০০/১৮০০ ব্যান্ডের হয়ে থাকে।

ক্যাবল লাগানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে, নয়ত এন্টেনা শর্ট করে নষ্ট হয়ে যেতে পারে। এই এন্টেনা গুলো সাধারনত বাইরে থাকে ফলে ঝড় বৃষ্টি রোদ সহ্য করে তাই এর দুইটা পোর্টের কানেক্টরগুলো বিটুমিন আঠা লাগাতে হবে। এরপরে উপরে থেকে নিচে থেকে উপরে এভাবে কমপক্ষে তিনবার ব্লাক ফিনিশিং টেপ দিয়ে পেচিয়ে দিতে হবে।

সঠিকভাবে আউটডোর এন্টেনা সেটিং করার জন্য দুইটা মিটার দরকার হয়, কম্পাস আর স্প্রিট লেভেল। কম্পাস দিয়ে কৌনিক ডিগ্রিতে মাপ নেয়া হয়। স্প্রিট লেভেল দিয়ে হরিজোন্টাল আর ভার্টিক্যাল এংগেল নির্ধারন করা হয়।

শহরের বাইরের টাওয়ার গুলো তো দেখেছেন অনেক বড় বড় তাইনা? এগুলো ট্রাফিক রেঞ্জ অনুযায়ী ২৫ মিটার থেকে ৭২ মিটার লম্বা হয়ে থাকে। এতো উপরে উঠতে হলে অবশ্যই সেফটি বেল্ট, হেলমেট, সেফটি সু লাগবে, প্রথম প্রথম উপরে উঠতে ভয় পেতে পারেন কিছুটা, নিচের দিকে তাকাবেন না ভুলেও। পুরো টাওয়ারে মাঝে রেষ্ট করার ৩/৪ টা প্লেট বসানো আছে যাতে উঠতে ক্লান্ত না হয়ে যান। পরে উপরে উঠা মামুলী ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে খাড়া ল্যাডার দিয়ে উঠার সময়ে হাটু সাবধানে রাখবেন।

শপিংমলে বা বড়বড় কর্পোরেট হাউজে নেটওয়ার্ক সাপ্লাই দেয়ার জন্য ইন্ডোর এন্টেনা আছে। ছাদের সাথে ড্রিল করে বা সিলিংয়ের সাথে ক্লিপিং করে লাগিয়ে দেয়া হয়।

আপনার ট্রাফিক বেশি হলে বা কাভারেজ না পেলে উনাদের কাষ্টমার কেয়ারে যোগাযোগ করে দেখতে পারেন। উনাদের মনের মত মিলে গেলে(লাভ হলে) তবেই আপনিও পেতে পারেন এমন একটা পার্সোনাল এন্টেনা। এরজন্য বেশি কিছু প্রয়োজন হয় না, ছোট একটা রিপিটারের মাধ্যমেই যেকোন কোম্পানী আপনার রুমে নেটওয়ার্ক সাপ্লাই দিতে পারে।

আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারো আসবো জি এস এম এ ব্যবহৃত ক্যাবল আর মাইক্রোওয়েভ এর বেসিক আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।

 

Level 2

আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাদের বাসর ভিতর ভালভাবে নেটওয়ার্ক পায়না(3জি রবি) এক্ষেত্রে তাদের বললে কি ব্যাবস্থা করে দিবে? টাকা পয়সা কত নিবে েএইসব।
আমাদের বাসায় কম করে হলেও 10 টা রবি নাম্বার সচল

    নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানী গুলো সাধারনত কর্পোরেট লেভেলে চুক্তি ভিত্তিক কাজ করে থাকে, ওখানে ফ্রী পোষ্টপেইড সিম দেয় সাথে নেটওয়ার্ক ও দেয়। প্রাইভেট ভাবে দেয় কিনা জানা নেই। তবে খোজ নিয়ে দেখতে পারেন।

    apnar eita niye next kono porbe janiye dibo… 🙂

      এখন ও জানান নি

        টিউনের ধারাবাহিকতা রক্ষার জন্য জানাতে পারিনি বলে দুঃখিত । আশা করি ৯ম টিউনে আপনার সমস্যা নিয়ে বিস্তারিত টিউন করবো। 🙂

ভাল লাগছে । চালিয়ে যান ।