আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।৩য় টিউন শেষ। এখন ৪র্থ টিউন এর পালা। টিউন গুলা কেমন হচ্ছে তা আপনারাই ভাল বলতে পারেন। আশা করি আমার টিউনে সবাই টিউমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। এবার এর টিউন কাগজের গুলাপ। সত্যি কথা বলতে গুলাপ আমার খুবই পছন্দের একটি ফুল। তাই ফুলের কথা বললে আমার গোলাপের কথাই প্রথমে মনে আসে। তাজা দেখলেই কেমন যেন মন ভালো হয়ে যায়। ছোট বেলায় গোলাপের এত পাগল ছিলাম যে যেখানেই দেখতাম, কোন দিকে না তাকিয়েই তুলে নিয়ে আসতাম, ফুল নয় আস্ত গাছ!! এভাবেই সমৃদ্ধ করতাম আমার বাগান। জানি, আমার মত এত পাগল আপনারা না। তবুও ঘর সাঁজাতে সবার প্রথম পছন্দ গোলাপই, মনেহয় এই ব্যাপারটিতে আমার সাথে সবাই একমত হবেন। ঘরের কোনায় একগুচ্ছ গোলাপের উপস্থিতি পরিবেশটাই কেমন যেন পাল্টে দেয়। বাগানের ফুল তো তুলে আনলে বেশিদিন তাজা থাকে না। কয়েক দিন পর ফেলে দিয়ে আবার নতুন ফুল রাখতে হয়। কিন্তু যদি এমন হত যে একবার ফুলদানিতে রেখে দিলাম আর মাসের পর মাস একই রকম থাকবে, ব্যাপার টা বেশ ভালোই হত কি বলেন? ফরমালিন দিয়ে তাজা রাখার বুদ্ধি দিচ্ছি না, কাগজের গোলাপের কথা বলছি। কাগজ দিয়ে খুব সহজেই ফুল তৈরির কৌশল আছে, সেই ফুল ঘ্রাণ না দিলেও সৌন্দর্য ঠিকই বিলাবে মাসের পর মাস।
কিভাবে করবেন?? দেখিয়ে দিচ্ছিঃ
প্রয়োজনীয় উপকরণঃ
১। আর্ট পেপার (লাল হলে ভালো হয়)
২। কেঁচি
৩। আঠা
কার্য পদ্ধতিঃ
এটি তৈরির জন্য দুই রঙের আর্ট পেপার নিতে হবে। ফুলের জন্য লাল বা কাছাকাছি ধরণের পেপার আর পাতা তৈরির জন্য সবুজ পেপার।
ফুল তৈরির জন্য প্রথমে লাল আর্টপেপার টিতে পেন্সিল দিয়ে প্যাঁচানো দাগ কেটে নিতে পারেন। অথবা সরাসরি চিত্রে যেভাবে দেখানো হয়েছে, ঠিক সেভাবে কাটতে পারেন।
এভাবে অনেক গুলো কাটতে পারেন, তারপর চিত্রের মত পেঁচিয়ে গোল গোল করে শেষ প্রান্তটি আঠা লাগিয়ে দিতে হবে।
সবুজ কাগজটি পাতার মত কেটে নিচে বসিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল !
আরো সহজ পদ্ধতি
পেন্সিল দিয়ে এভাবে দাগ কেটে তার পর কেঁচি দিয়ে কাটতে পারেন।
এবার সবচেয়ে মজার কাজ, ডেকোরেশন পার্ট। নিচে চিত্রের মত “গোল” গুচ্ছ তৈরী করতে পারেন অথবা “লাভ মানে হার্ট” আকারেও ফুলের গুচ্ছ তৈরি করতে পারেন।
শুঁকনো গাছের ডাল এনে তাতে জুড়ে দিতে পারেন। কেমন লাগছে ?? কাগুজের গোলাপ দেখতে এত আকর্ষণীয় লাগবে নিশ্চয় ভাবেন নি ?? আমি দেখিয়ে দিলাম এবার করার পালা আপনার।।
আর হ্যা একটা কথা বারবারই বলি আপনাদের ভাল লাগলে অবশ্যই টিউমেন্ট করে আগামী টিউন এর জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।
ফেসবুক এ আমি
খুবই সুন্দর……….পরবর্তী টিউনের অপেক্ষায়………..