মোবাইলে ব্লগিং: মাই ওয়াপ ব্লগ(মেগা টিউন)

আসসালামু আলাইকুম। যারা সাধারণ মোবাইল ব্যবহার করেন ব্লগস্পট ব্যবহার করা তাদের জন্য কঠিন। তাই তাদের জন্য রয়েছে একটি ভালো বিকল্প। সেটি হচ্ছে মাইওয়াপব্লগ। একটাই সমস্যা, মোবাইল ভার্সনে নিজেদের বিজ্ঞাপন দেয়(ডাউনলোড বাটন)। তাছাড়া সবই ভালো। পিসি ভিউ আর মোবাইল ভিউয়ের জন্য আলাদা টেমপ্লেট আছে। মানে মোবাইল, পিসি সবকিছুর জন্যই উপযুক্ত।

মাইওয়াপব্লগে আপনি ব্লগস্পটের বেশিরভাগ সুবিধাই পাবেন। কিছু অতিরিক্ত সুবিধাও আছে। যেমন- মোবাইল ফ্রেন্ডলি, মোবাইলেই সব করতে পারবেন। অসুবিধাও আছে। যেম- আগেও বলেছি এড দেখায়।

রেজিস্ট্রেশনের নিয়ম:

১. এখানে যান- http://www.mywapblog.com/en/register.php
২. আপনার সাইটের ডোমেইন নাম ইউজারনেম ঘরে লিখুন।
৩. Change Domain ঘরে ডোমেইন সিলেক্ট করুন।
৪. সব ঘর পূরণ করে রেজিস্টার করুন।

মাই ওয়াপ ব্লগে টেমপ্লেট আপনি সিএসএস জানলে এডিট করতে পারবেন। না জানলেও সমস্যা নেই। ওদের ডিফল্ট টেমপ্লেট গুলো অসাধারণ। আর আরও মজার জিনিস হলো পিসি, মোবাইল, আর স্মার্টফোনের জন্য এখানে পাবেন আলাদা আলাদা টেমপ্লেট। আর এগুলোর সবই ঠিক করতে পারবেন আপনার জাভা বা সিম্বিয়ান মোবাইল দিয়েই।
টেমপ্লেট পরিবর্তন: মাই ওয়াপ ব্লগে লগ ইন করুন। পাশে এরকম একটা মেনুবার পাবেন-
Appearance এর Theme অপশনে যান। এবার দেখুন এরকম একটা মেনু উপরে-
সাধারণ মোবাইলের টেমপ্লেট ঠিক করার জন্য Mobile, স্মার্টফোনের টেমপ্লেট ঠিক করার জন্য High-End Mobile, আর পিসির টেমপ্লেটের জন্য Desktop অপশনে যান। সবশেষে পছন্দের টেমপ্লেটের নিচের এক্টিভ বাটনে ক্লিক করুন। ব্যাস! কাজ শেষ।
এবার আশা যাক ন্যাভিগ্যাশন মেনু। Appearance এর Navigation Menu অপশনে যান। এবার ইডিট বা ডিলিট করতে চাইলে অপশনের নিচেই বাটন পাবেন। নতুন যোগ করতে চাইলে বিবিকোড দ্বারা কাজ করতে হবে। চিন্তার কিছু নেই, বিবিকোডটাও দিয়ে দিচ্ছি।
[url=লিংক]টেক্সট[/url]
এর আগে পিছে কোন টেক্সট যুক্ত করতে চাইলে করতে পারবেন সাধারণ ভাবেই। যেমন-
টেক্সট [url=লিংক]টেক্সট[/url] টেক্সট
এবার টিউন করার পালা।
কোন ক্যাটাগরীতে টিউন করার জন্য আগে Add এর Category অপশনে যান। ৫ এম্বির কম কোন ফাইল বা ইমেজ আপলোডের জন্য File মেনুতে যান। টিউন করার আগেই টিউনের সব ইমেজ আপলোড করে নিয়ে পরে ইনসার্ট করতে হবে। এবার নতুন টিউন লিখতে Post অপশনে যান।
আর আপনি রেজিস্টারের সময় বেশ কিছু সাবডোমেইন পাবেন। যদি নিজের একটি ফ্রি ডোমেইন পার্ক করতে চান তবে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন-
<বি:দ্র: এই অংশটুকু সংগৃহীত।।সোর্স>
  • প্রথমে মাইওয়াপব্লগে ঢুকে ড্যাশবোর্ডে অপশন থেকে পার্কিং ডোমেইনে যাবেন।। shot-1.png
  • তারপর যেই পেউজটি আসবে সেটা থেকে help অপশনে ক্লিক করবেন।। shot-2.png
  • এখন নতুন যেই পেইজটি আসবে সেখানে আপনার মাইওয়াপব্লগ সাইটের ডি.এন.এস. টি (ডোমেইন নেম সার্ভার) পাবেন।। shot-3.png
  • তারপর ডি.এন.এস. টি আপনি সেভ করে রাখুন।।
  • এখন আপনি আপনার পছন্দের ডোমেইন হোস্টে গিয়ে কপি করুন।। আমি এখানে ডট.টিকে সাইটের সেটিংটি দেখিয়েছি।। shot-4.png

</বি:দ্র>

ভালো লাগলে ঘুরে আসুন আমার ব্লগে

ব্লগস্পটে চূড়ান্ত নতুনদের জন্য আমার টিউটোরিয়াল দেখুন এখানে

তো আজকের মত বিদায়। আল্লাহ হাফেজ। সবশেষে মাফ চাইছি ভুলক্রুটি এবং কপি-পেস্ট অংশের জন্য।

Level New

আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা ভাই, এইসব ব্লগের টিউনগুলোতে কোন ওয়েব পেজের লিঙ্ক লিখলে তাতে ক্লিক হয়না কেন? কোন পদ্ধতি থাকলে জানাবেন

    অবশ্যই পদ্ধতি আছে। এড আপলোডেড ইমেজ, ইনসার্ট আপলোডেড ইমেজ এর পরেরটার পরেরটা লিংক করার বাটন। জাস্ট টেক্সট সিলেক্ট করে ওখানে ক্লিক করুন। তারপর লিংক লিখুন।

ধন্যবাদ ভাই। আচ্ছা এই ব্লগগুলোতে অ্যাড সেট করব কিভাবে? যদি বলতেন

    খুবই সহজ। Appearance এর ads অপশনে যান। এবার সব এড কোড দিন বা নির্দেশনা অনুযায়ী কাজ করুন। কোন কোম্পানীর অ্যাড দিবেন বললে ভালো হয়।