কাগজের ফুল [পর্ব-০২] বানিয়ে ফেলুন চমৎকার কিছু ফুল এবং সাজান আপনার ফুলদানি

আসসালামুআলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টিউন কাগজের ফুল দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে ছিল কিভাবে কাগজের ফুল বানিয়ে আপনার ঘর বা রুম কে চমৎকাররুপে সাজাবেন। আর এখন বানাব ফুলদানি সাজাতে চমৎকার কিছু ফুল।

কাগজ নিয়ে কতশত নৌকা আর প্লেন বানিয়েছেন সেটা মনে করতে নিশ্চই কারো কষ্ট করতে হবে না, ছোটবেলার সোনালী স্মৃতি কার না মনে থাকে। না হয় একটু ফিরে গেলাম সেই সোনালী অতীতে, চিন্তার কিছু নেই আমি আপনাকে টাইম মেশিনে চড়ার কথা বলছিনা। কাগজ নিয়ে খেলতে খেলতে আমরা আজকে ফুলের স্টিক বানাবো যা দিয়ে চমৎকার ভাবে ফুলদানি সাজানো যায়।

কাগজের ফুল বানাতে আপনার হাতের কাছেই যা যা রাখা প্রয়োজন-

১। রঙ্গিন কাগজ

২।  কেঁচি

৩। আঠা

আপনি চাইলে নিজের মত রঙ্গ করে নিতে পারেন কাগজে অথবা যে কয়টা রঙ্গের কাগজ পাওয়া যায় তাই ব্যবহার করতে পারেন। তবে নিজের পছন্দমত রঙ্গ করে নিলে ফুলগুলো দেখতে বেশি সুন্দর দেখায়। প্রথমে কাগজের টুকরা বানানোর পালা, ২ ইঞ্চি চওড়া করে কাগজ কেটে টুকরো করুন আর লম্বা আপনার মন মত দিতে পারেন তবে আমি ৮ ইঞ্চি রেখেছি।  লম্বা দিকের যে কোন এক পাশে ১ সেন্টিমিটার করে হালকা একটু ভাজ করে রাখেন।

এবার আঙ্গুল বানানোর পালা। যে পাশে ভাজ করেছেন ঠিক তার উল্টা পাশ থেকে ভাঁজ পর্যন্ত কেটে ছোট আঙ্গুল তৈরি করুন। এক্ষেত্রে যে অংশটুকু কাটবেন তা দুইভাজ করে কাটলে অনেকটা সহজ হয়। তবে লক্ষ রাখতে হবে যাতে প্রত্যেকটি আঙ্গুল সমান সাইজের হয় এবং আঙ্গুল যেন চিকন বা হালকা চওড়া করে কাটা হয়। এক্ষেত্রে আপনি চাইলে পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে তারপর কাটলে কোন রিস্ক থাকে না।

এতক্ষণে আপনি নিশ্চই আঙ্গুল বানিয়ে ফেলেছেন। এখন আঙ্গুলগুলো মুচড়িয়ে রোল বানাতে থাকেন। প্রত্যেকটি আঙ্গুলকে শেষ প্রান্ত থেকে মোচড়াতে থাকেন যতটুকু কাটা আছে ততটুকু পর্যন্ত। আপনাকে ধৈর্য সহকারে সময় নিয়ে এই কাজটি করতে হবে কেননা এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমি আবার বলছি আপনি সময় নিন এবং ধৈর্য সহকারে কাজটি করুন। আশা করি আপনি খুব সহজেই বানাতে পেরেছেন।

ফুল বানানোর আগে আপনাকে ফুলের ডাঁটা বানাতে হবে। এক্ষেত্রে অবশ্য সবুজ রঙ্গের কাগজ ব্যবহার করা ভালো। প্রথমে লম্বা করে কাগজের টুকরা কাটুন। আমি সাইজ রেখেছি ২x১০ ইঞ্চি করে। এরপর যে কোন এক কোনা থেকে কোণাকুণিভাবে মোচড়াতে থাকেন যতক্ষন পর্যন্ত শেষ না হয়। এবার মোচড়ানো ডাঁটার দুই প্রান্তে আঠা লাগিয়ে দিন যাতে খুলে না যায়।

এবার আঙ্গুল বানানো কাগজটা নিন এবং হালকা ভাঁজ করা অংশ যেটা আঙ্গুল কাটার সময় বাচিয়ে রেখেছিলেন সেখানে আঠা লাগাতে থাকেন। কাগজের কোনপাশে আঠা লাগাতে হবে তা উপরের ছবি দেখে ভালোভাবে বুজে নিন। আঠা লাগানো শেষ হলে এবার ডাঁটার একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত পর্যন্ত আস্তে আস্তে মুচড়িয়ে আঠাযুক্ত কাগজটির পুরোটা লাগিয়ে নিন। প্রয়োজনে বারবার উপরের ছবিটি খেয়াল করুন।

এবার পাতা বানাতে হবে। পাতা ছাড়া ফুল দেখতে বেমানান দেখায়। আগের মতই সবুজ রঙ্গের কাগজ নিতে পারেন পাতা বানানোর জন্যে। ২x৩ ইঞ্চি সাইজ করে কাগজের টুকরা করুন। এবার ১ সেন্টিমিটার সাইজ রেখে পুরো কাগজটি ভাঁজ করে ফেলেন। এরপর যে কোন এক প্রান্তকে কেঁচি দিয়ে এমনভাবে কাটুন যাতে তা সূচালো আকৃতির হয়।

এবার কাগজটির ভাঁজ খুলে ফেলুন এবং আঠা লাগিয়ে নিন যাতে করে ডাঁটার নিচের অংশে লাগিয়ে নিতে পারেন। ডাঁটার মধ্যে পাতা লাগানো শেষ হলে আপনি কিছুক্ষন শুঁকাতে দিন।

একবার বানানো হয়ে গেলে পরেরবার থেকে আপনার অনেক কম সময় লাগবে আর অনেক মজা করে বানাতে পারবেন। তো বানাতে থাকেন যে কয়টি ফুল আপনি চান। আপনি চাইলে রঙ্গ পরিবর্তন করে কিংবা কাগজের টুকরার সাইজ পরিবর্তন করে ভিন্নতা নিয়ে আসতে পারেন।

এবার দেখুন কত চমৎকার ফুলদানিতে রাখার ফুল হয়ে গেল। এখন কথা হল ফুল তো বানানো হয়ে গেল কিন্তু ফুলদানি পাবেন কোথায়। চিন্তার কোন কারন নাই আগামি টিউন এ ফুলদানি কিভাবে বানায় সে বিষয় এ টিউন করব। আশা রাখছি আপনারা টিউমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য।

Level 0

আমি সাদ্দাম হোসাইন শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am just a simple boy....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে

অসাধারন। ফুলদানি কিভাবে বানাতে হয়? তারাতারি টিউন করুন…

স্বাগতম মামুন ভাই

স্বাগতম ইব্রাহিম ভাই।

ধন্যবাদ মাসুদ ভাই। আশা আজকের মধ্যেই দেয়ার চেষ্টা করব।

vai ekta jinis bujlam na protom je angul banabo tar por vaj korbo vaj kore ki halka ata lahabo ta na hole ki vag takbe ???

nice

forid vai ata lagate hobe na vaj thakbe r jokhon atha laganur kotha hoiche thik tokhon e lagaben. dhonnonad.

চমৎকার টিউনস..!! খুবই পছন্দ হয়েছে.. আপনার “কাগজের ফুল” তৈরীর টিউগুলো
ধন্যবাদ আপনাকে