কাগজের ফুল [পর্বঃ- ০১] ঘর সাজাতে / দেয়ালের সুন্দর্য্য বাড়াতে আপনি নিজেই তৈরী করুন অসাধারণ চমৎকার কিছু কাগজের ফুল

আসসালামুআলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার টিউন শুরু করতে যাচ্ছি।

বিশেষ করে আমার এই টিউন টি যারা কাজের ফাকে অবসর সময় অহেতুকভাবে কাটান তাদের জন্য। এখন এই অবসর সময় টা আপনি চাইলে আপনার ঘর বা রুম এর সুন্দর্য্য বাড়াতে সময়টা কাজে লাগাতে পারেন। তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম চমৎকার সব কাগজের তৈরী ফুল নিয়ে। আপনি চাইলে আপনি ও আপনার অবসর সময় টা কাজে লাগাতে পারেন শুধু নিছের কিছু ধাপ অনুসরন করে।

ছোটবেলা থেকেই কাগজ দিয়ে মজার মজার জিনিষ তৈরি করতে আমরা অভ্যস্ত। বিয়ে,জন্মদিন কিংবা অন্য যেকোন অনুষ্ঠানকে বর্ণীল করে তুলতে কাগজের ফুল বা নকশা করা কাগজের যেন জুড়ি নেই। কাগজ দিয়ে সেই রকমই একটি মজার জিনিস তৈরির পদ্ধতি  আপনাদের দেখিয়ে দিচ্ছি।

কাগজের তৈরি এই জিনিসটি তৈরিতে একগুচ্ছ কাগজের পাখা ব্যবহার করা হয়েছে। তারপর পিনআপ করার তা পর দেয়ালে জুড়ে দেয়া হয়েছে। দেখুন কিভাবে তা তৈরি করা হয়েছে,

প্রয়োজনীয় উপকরণঃ

১। রঙিন কাগজ (নিজের পছন্দমত কপি করার পেপার ব্যবহার করতে পারেন)

২। স্টাপ্লার

৩। স্টাপ্লার পিন

৪। টেপ

এটি একটি মাত্র উপকরণ দিয়ে তৈরি তাই খুব সহজ।

এ ফোর বা ৮ ১/২X১১ ইঞ্চি সাইজের কাগজ নিয়ে ১ ইঞ্চি ব্যাবধান করে ভাঁজ করতে থাকুন। কাগজের পাখা তৈরিতে আমরা যে ভাবে কাগজ ভাঁজ করি ঠিক সেইভাবে।

এবার মাঝ বরাবর ভাঁজ করে মাঝ খানটায় পিনআপ করতে হবে।

এভাবে তিনটি ভাঁজ করা কাগজ একসাথে জুড়ে দিতে হবে। তিনটি কাগজই এক রঙের বা তিনটি ভিন্ন রঙের হতে পারে।

তিনটি কাগজ এভাবে স্টাপ্লার দিয়ে পিন আপ করতে হবে।

আর আপনি যদি একটু নিখুঁত ভাবে কাজটি করতে চান তাহলে আঠা দিয়ে জুড়ে দিতে পারেন।

জুড়ে দেয়া কাগজ গুলো অনেকটা এমনই হবে। এভাবে তৈরি করতে পারেন নিজের ইচ্ছামত কাগজের ফুল।

কাগজ গুলো একের উপর একটি রাখলে অনেকটা এমন আকর্ষণীয় দেখাবে।

এবার ওয়ালে জুড়ে দেবার পালা। টেপ দিয়ে একটির পাশে একটি জুড়ে দিন।

আপনি সরাসরি ওয়ালে তা জুড়ে দিতে পারেন বা সাদা আর্ট পেপারের উপর প্রথমে বসিয়ে সেটা দেয়ালে লাগাতে পারেন। তবে ব্যাকগ্রাউন্ড সাদা হলে তা ভালো ফুটবে। এবার দেখুন কত আকর্ষণীয় হয়েছে দেখতে।

আজ এখানেই। পরবর্তী টিউন করার জন্য আপনাদের টিউমেন্ট আশা করছি। ভাল লাগলে অবশ্যই টিউমেন্ট করবেন। আগামি টিউনটি হবে আরো চমৎকার।

 

 

Level 0

আমি সাদ্দাম হোসাইন শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am just a simple boy....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর টিউন করেছেন। যদিও এই পাখার নিয়মটা আগে থেকেই জানতাম।
এই রকম আর্ট নিয়ে আরো টিউন আশা করছি আপনার কাছ থেকে।।। 😀

বাহ চমৎকার। সুন্দর টিউন

bro ফেসবুক আইডি লিঙ্ক দেন না কেন???

Level New

nice…..thanks

থ্যাংস টেক রিচার্স ভাইয়া আপনার সুন্দর টিউমেন্ট এর জন্য। অবশ্যই নেক্সট টাইম এ আরো সুন্দর টিউন করার চেষ্ট করব।

স্বাগতম যোবায়ের আহমেদ ভাইয়া।

জাহিদ হাসান ভাইয়া নেক্সট টিউন এ ফেসবুক আইডি লিংক দিতে চেষ্টা করব।

সজিব ও নিল আকাশ ভাইয়া আপনাদের ও স্বাগতম।

চালিয়ে যান

thanks.arokom r o nuton kichu nea likhun.

ফাটাফাটি

ধন্যবাদ সবাইকে।

তাতে আপনার সমস্যা টা কি। এই টিউন এর মাধ্যমে যদি অন্য কেউ কিছু শিখতে পারে তাও তো ভালো। আপনাকে বলি নাই আমার চামচামি করতে। নিজের চরকার তেল দাও। আপনার ভাল না লাগলে দূরে থাকেন।