আসসালামুআলাইকুম,আশাকরি সকলে ভাল আছেন,আমি ভাল আছি,আজ আমি আপনাদের সাথে যে টা শেয়ার করব তা তো বুঝতেই পাচ্ছেন,তবুও আরেকবার বলছি কিভাবে আপনি আপনার pc তে time box এর পাশে আপনার নাম লিখবেন এটা করা খুবি সহজ আপনি নিচের নিয়ম আনুযায়ে করলে আমার মনে হয় আপনাদের বুঝতে কোন সমস্যা হবে না আর যদি না বুজেন কস্ট করে নিচের ভিডিও টি দেখলে আর কোন সমস্যা হবে না এরপরেউ কোন সমস্যা থাকলে জানাবেন আমি হেল্প করার চেস্টা করব।এটা একবার দেখলেই করতে পারবেন আবার অনেকে হয়তো পারেন যারা পারেন না তারা এটা দেখে খুব সহযে করে ফেলুন ১ মিনিট ও লাগবে না।
#প্রথমে Control panel এ যাবেন
#Date and Time এ যাবেন
# নিচের মত একটি বক্স আসবে তাপর আবার Date and Time এ যাবেন
#Change Date and Time এ যাবেন নিচের মত
#Change calendar satting এ যাবেন নিচের মত
#AM symbol and PM symbol এর পর যে box দুটা দেখতে পাচ্ছেন সেখানে আপনার নাম লিখুন
# অ্যাপ্লাই দিন কাজ শেষ এর পর দেখুন আপনার time box এর পাশে আপনার নাম চলে এসেছে নিচের মত
ভালো লাগলে জানাবেন তাহলে হয়তো জারা কস্ট করে এই লিখা গুলো লিখে তাদের মনে একটু হলেউ ভালো লাগবে >
বুঝতে সমস্যা হলে কি ভাবে আপনি আপনার pc তে time box এর পাশে আপনার নাম লিখবেন এখানে ভিডিও দেখতে পারেন।
***সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। এই ট্রিকসটি আশাকরি সবার উপকারে আসবে। কোন
সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।।***
আমি সুহান আহাম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ONE SONDOR HOISE….