আশা করি সবাই ভাল আছেন। আমি আজ ছোট্ট একটি নিউজ দিব, সেটা হচ্ছে এখন থেকে আপনাকে আর কষ্ট করে স্কাইপ ইনসটল করে কথা বলতে হবে না। আপনি চাইলে এখন থেকে আপনার পিসি এর যেকোন ব্রাউজার থেকেই স্কাইপ ইউস করতে পারবেন। প্রথমে এই লিংকে যান স্কাইপ ওয়েব
তারপর স্টেপগুলো ফলো করেন। বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন। আর আগে কেউ টিউন করছে কিনা জানি খুজে পাই নাই। তাই আমি করলাম। তো চলুন শুরু করা যাক।
স্টেপ ওয়ানঃ
স্টেপ টুঃ
স্টেপ থ্রিঃ
স্টেপ ফোরঃ
স্টেপ ফাইভঃ
স্টেপ সিক্সঃ
স্টেপ সেভেনঃ
স্টেপ এইটঃ
তো আর কি সবাই এখন স্কাইপ ইউস করুন কোন জামেলা ছাড়াই। এইটি মুলত তাদের উপকার হবে যাদের, পিসি কনফিগারেশন ভাল না এবং স্কাইপ ইন্সটল করলে পিসিএর বারটা বেজে যায় তাদের জন্য। আর যারা সবসময় স্কাইপ ইউস করেন না মাঝে মধ্যে কোন দরকারে ইউস করতে হয় তাদের জন্য কাজে দিবে। তো সবাই ভাল থাকবেন। কোন সমস্যা হলে জানাতে পারেন টিউমেন্ট করে অথবা ফেইসবুকে।
আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Trying to learn new somethings!
ভালো টিউন। 🙂