IDM এ নতুন Category Create করা আর ঐ Category এর file নির্দিষ্ট ফোল্ডার এ সেভ করা [Mega Tune]

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন? আমিও আল্লাহর রহমতে ভাল আছি। অনেক দিন পর  একটা নতুন টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি টিউনটি সবার কাজে আসবে।

চলুন শুরু করি

আমরা যারা Internet use করি তারা IDM ছাড়া চলতেই পারি না। এই IDM install করার পর আমরা Download Folder Default ভাবে কিছু Folder দেখতে পাই।

এই সব ফোল্ডারে Default ভাবে নির্দিষ্ট ফাইল জমা হয়। আমরা চাইলে আরো কিছু Folder add করতে পারি এবং সেই Folder এ নির্দিষ্ট ফাইল জমা করতে পারি।

এর জন্য আমাদের যা যা করতে হবে

  • ধরুন আমরা Android এর Apps (file name.apk) download করে Apps folder এ save করে রাখব। তাই প্রথমেই Apps নামে একটি  Folder  create করতে হবে

 

 

  • এবার IDM ওপেন করে Download -> Option এ যেতে হবে।

  • তারপর File type tab এ গিয়ে APK অ্যাড করতে হবে (apk হল android apps এর extension)

আমি torrent category create করার জন্য torrent add করেছি

  • এবার Save to tab এ গিয়ে New তে ক্লিক করে ছবির মত কাজ করতে হবে

  • Browse এ গিয়ে Download folder এ থাকা Apps folder টা select করতে হবে

  • সবকিছু ঠিক থাকলে এই রকম দেখাবে

  • ব্যাস আপনার কাজ শেষ  🙂 🙂  🙂 🙂

এবার check করার পালা

  1. চলুন একটা আপ্পস ডাউনলোড করে চেক করি [ File name : AVG Antivirus Pro v4.4.1 PreCracked.Apk ]
  2. Just click on Download Button
  3. File টা IDM এর মাধ্যমে download করতে বলবে

4. Start Download এ Click করুন

Download এর আগে Folder টা ফাকা

Download হবার পর ফোল্ডার

😎 😎 😎 😎  😀  🙂  😛

আপনি চাইলে এইরকম আরও অনেক অ্যাড করতে পারেন

Tune টি কারো উপকারে আসলে অবশ্যই Comments এ জানাবেন। আর কোন ভুল হলে ক্ষমা করবেন।।

 

Level 0

আমি Sowrove Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for tips

jibonre   
Level 2

বেশ ভালো টিউন ,ভালো লাগলো।
ধন্যবাদ টিউন টি করার জন্য।
আরো ভালো টিউন এর আশা করি।
ভালো থাকবেন ভালো রাখবেন।
আর নতুন নতুন টিউন দিবেন।

ধন্যবাদ কাজের টিউন

বেশ ভালো টিউন ,ভালো লাগলো।
ধন্যবাদ টিউন টি করার জন্য।

Many Many Thanks………….

ধন্যবাদ, বেশ ভাল টিউন ।
IDM fake registration error এর কোন permanent solution আছে আপনার কাছে। আমি IDM GrHIp, broken ফাইল delete/rename করেছে । Host file edit করেছি এই পদ্ধতি আগে কাজ করত। এখন error দেই । কোন solution থাকলে share করেন।