আপনি আর কতদিন নিজের পরিবারের মান সন্মান নষ্ট করবেন?

টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন? আমি অনেক ভালো আছি।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও টিউমেন্ট করেন এতে আমার খুব ভালো লাগে।আমি আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।কারন আজ দেখলাম টেকটিউনস এ ইংরেজি টিউন? কিছু টিউনারদের টিউনের অত্যাচারে ইদানিং টেকটিউনস আসতেই ভাল লাগেনা।এ সমস্যা সুধু আমার না।আমি মনে করি এই সমস্যা আপনাদের ও হয়।

আমরা টেকটিউনসের সকল টিউনাররা কিছু সমস্যার মুখোমুখি হয় যার সমাধান আমরা নিজেরা সমাধান করতে পারিনা।যেমন- ধরুন আপনার টিউন করতে না করতেই টেকটিউনস মুছে ফেলছে।আমি আজ আপনাদের কিছু কথা বলবো।আমার কথা মেনে চললে হয়তবা আপনার কষ্ট করে লেখা টিউনস হট টিউনস এ স্থান পাবে।যদি হট টিউনস এ স্থান নাও পায় তবুও টেকটিউনস থেকে মুছে যাবেনা।

আমরা টেকটিউনসের টিউনাররা সবাই মিলে প্রতিদিন ধরুন ১০০-২০০ টি টিউনস করি।কিন্তু প্রতিদিন প্রকাশিত হয় বা টেকটিউনসে থাকে ১০-২০ টি টিউনস।এই প্রশ্ন সকল টিউনার দের।টেকটিউনস এ যদি টিউনস এর প্ররিমান বেশি হয় তাহলে সমস্যা কোথায় ?টিউনস মুছে ফেলে টেকটিউনসের কি লাভ ?টিউন মুছে না ফেললেই তো টেকটিউনসের বেশি লাভ।কারন তখন বেশি ভিজিটর আসবে এবং টেকটিউনস এর সুনাম বাড়বে।

আপনার বা আমাদের এই ধারণাটা পুরোপুরি ভুল।কারন আমারা কখনো টেকটিউনসের ধারা বা নিয়ম না মেনে টিউনস করি না।টিউন করার সময় জাস্ট এড নিউ টিউন এ ক্লিক করি এবং টিউন করার বডিতে/জায়গায় টেকটিউনসের নিয়মগুলো না দেখেই তা মুছে দিয়ে টিউন লিখা শুরু করি।এটি একটি গুরুত্বপূর্ণ অপরাধ।কেননা একমাত্র আমাদের কারণেই টেকটিউনসের সুনাম নষ্ট বা বাড়তে পারে।আমারই পারি টেকটিউনস কে ধংস বা টেকটিউনসকে আরো প্রসারিত করতে।যেমন-ছেলে মেয়েদের কারণে বাবা মায়ের সুনাম বাড়ে বা বাবা মা মানুষের কাছে অপমানিত হয়।

রেফারেল লিঙ্ক

আমরা টিউন করার সময় খুব সুন্দর করে লিখি কিন্তু যখন লিঙ্ক প্রবেশ করাই তখন লিঙ্কে আমার বা আপনার রেফারেল লিঙ্ক ঢুকিয়ে দেয়।এটা কি ঠিক বলেন ?এতে করে আপনি টেকটিউনস এর নিয়ম ভঙ্গ করলেন এবং টেকটিউনস এর সকল পাঠক ও টিউনারদের সাথে বেইমানী করলেন।কারন আমি বা আপনি খুব ভালো লিখি।তাই সবাই আমার বা আপনার লিখা পরে।এখন আপনি অজান্তে তাদের রেফারেল করে নিজের সার্থ হাছিল করলেন।এটি কি বেইমানী না ?বিশেষ করে বর্তমান যত অনলাইন আয়ের নামে টিউনস হচ্ছে তার বেশির ভাগই রেফারেল এ ভরা।আমি ভাবতাম আমারদের জন্য কত ভালো ভালো টিউনস প্রকাশিত হচ্ছে।কিন্তু পরে দেখলাম না !এই টিউনস এর মাধ্যমে উক্ত টিউনার আমাকে ধোকা দিচ্ছে।আপনারা বিশ্বাস না করলে অনলাইন এর যে সব টিউনস প্রকাশিত আছে তার যে কোনো একটা টিউনস দেখুন এবং ওই টিউনস এ দেওয়া লিঙ্ক এ ক্লিক না করে নিচের ধাপ অনুসরণ করুন।

এই লিঙ্ক/এখানে এর উপর মাউস এর বাম বাটনে ক্লিক করুন> কপি লিঙ্ক এড্রেস এ ক্লিক করুন>এখন আপনার ব্রাওজারে পেস্ট করুন।দেখুন এটি উক্ত ওয়েবসাইটের মূল ঠিকানা নয়।এটি একটি রেফারেল লিঙ্ক।বর্তমানে টেকটিউনসে আমারা এই রকম রেফারেল পাবার জন্য টিউনস করি।এতে আমাদের লাভ টেকটিউনসে ভিজিটর বেশি সেইজন্য রেফারেল বেশি পাওয়া যায়।এতে করে আমারা টেকটিউনসকে ধংসের মুখে ঠেলিযে দিচ্ছি।এর অর্থ হলো "যে থালাতে ভাত খাওয়া আবার সেই থালাতে লাথি মারা"।এখন টেকটিউনস বাচতে আমাদের এই সব টিউনস মুছে দেয়।এটা কি টেকটিউনসের অপরাধ,না আমাদের অপরাধ ?

কপি করা টিউন

আমরা সবসময় সর্টকাট কাজ করতে পছন্দ করি।একটা টিউনস হুবহু টেকটিউনস এও দেখা যায় এবং অন্য ব্লগ সাইটেও দেখা যায়।বুঝতে পারিনা,উক্ত টিউন /টিউন টি কোথায় মূলত প্রকাশ হয়েছিল।কেও টেকটিউনস থেকে কপি করে এখানে এনেছে না কি এখান থেকে কপি করে টেকটিউনস এ নিয়ে গিয়েছে।

এটি পুরো পুরি অন্যায়।আমি এক জায়গায় অনেক কষ্ট করে টিউন লিখবো আর আপনি এই টিউন কপি করে অন্য ব্লগে পেস্ট করবেন।এই কাজটা আমারা অনেকেই টেকটিউনসে করে থাকি।এর জন্য আমাদের টিউনস টেকটিউনস মুছে ফেলে।এটা কি টেকটিউনসের অপরাধ,না কি আমাদের অপরাধ ?

সুনির্দিষ্ট না করে এলোমেলো টিউন

আমারা টিউন করার সময় ৫০- ১০০ শব্দ লিখে পাবলিশ এ ক্লিক করি।আপনি বলুন ১০০ শব্দের টিউনস পরে আমরা বা পাঠকরাই কি বুঝবো?এটাকে কি টিউনস বলা চলে ?

তখন আমাদের টিউনস টেকটিউনস মুছে ফেলে।এটা কি টেকটিউনসের অপরাধ,না কি আমাদের অপরাধ ?

টেকটিউনস নীতিমালার "প্রতিটি নীতি" ভাল করে পড়ুন ও বুঝুন

আমরা বারবার এই রকম অপরাধ করতে থাকি তখন টেকটিউনস বাধ্য হয়ে আপনার বা আমার টিউন করা বন্ধ করে দেয়।এটা কি টেকটিউনসের অপরাধ ?

আপনারা টিউনস করার পূর্বে টেকটিউনসের সকল নিয়ম গুলো ভালোভাবে এখান থেকে দেখে নিন এবং টিউনস করার পূর্বে -টিউনস লেখার জায়গায় বা এডিটরে কি লিখা আছে তা ভালোভাবে পরে টিউনস করবেন।দেখবেন আপনার টিউনস কখনো টেকটিউনস মুছে ফেলবে না।

নিজ থেকে টিউন লিখুন মৌলিক টিউন লিখুন

সবসময় নিজে থেকে লেখার চেষ্টা করুন দেখবেন ভালো লাগবে এবং বেশি বেশি টিউমেন্ট পাবেন।শুধু তাই নয় আপনার লেখা হবে আনকমন একটা টিউনস।দেখবেন আপনার টিউনস সারা জীবন টেকটিউনসের পাতায় রয়ে গেছে।

শেষ কথা

সবসময় লিঙ্কে মূল ওয়েবসাইটের ঠিকানা দিবেন।এর পরও যদি টেকটিউনস আপনাদের কষ্ট করে লিখা টিউনস মুছে দেয়।তখন ভাববো আমাদের কোনো দোষ নেই সব দোষ টেকটিউনস এর।তাহেল আমি কথা দিচ্ছি।আমি আপনাদের নিয়ে নতুন টেকটিউনস তৈরী করব।আর যদি আমার দেখানো পথে চলে আপনার লেখা টিউনস মুছে না গিয়ে হট টিউনস এ স্থান পায় তাহলে আমাকে একটা ধন্যবাদ না দিয়ে টেকটিউনস কে একটা ধন্যবাদ দিয়েন।কেননা আমি যত টুকু শিখেছি টেকটিউনস থেকেই শিখেছি।

সবাই ভালো থাকবেন এবং টেকটিউনসের ধারা মেনে টিউনস করবেন,অযথা রেফারেল লিঙ্ক দিবেন না,কপি করা টিউনস টেকটিউনসে পেস্ট করবেন না,যদিও একটু কপি করেন তাহলে পূর্ব প্রকাশিত কথাটা উল্লেখ করুন।দেখবেন একদিন টেকটিউনস বিশ্বের মধ্যে এক নাম্বার প্রযুক্তিগত ব্লগ সাইট নামে সুনাম অর্জন করেছে।এটা টেকটিউনস এর গর্ব নয় এটা আমাদের গর্ব।কেননা আমাদের লেখা টিউনস এর মান অন্যান ব্লগ সাইট এর লেখা টিউনস এর চেয়ে উন্নত তাই আমার ব্লগ সাইট টেকটিউনস একদিন ঠিকই অনেক দূর এগিয়ে যাবে,সাথে আমরাও।

আরো বিস্তারিত

বি:দ্র: কিছু অসাধু বাক্তি আমাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করতেছে।তাই আমি আমার এই টিউনটি পুনরায় আপনাদের সামনে তুলে ধরলাম। তাই দয়া করে টিউন করার আগে টেকটিউনস এর নীতিমালা মেনে টিউন করুন।

আমার সম্পর্কে:

আমার ওয়েবসাইট- https://bestsocialplan.com
অনলাইনে আয় করতে চান? ফ্রি টিপস পেতে অ্যাড হন- https://www.facebook.com/groups/odeskhelpbd
আমার সাথে আয় করতে অ্যাড হন- http://bestfreelancehelp.blogspot.com/2015/06/blog-post.html
আমি ফেইসবুকে- https://www.facebook.com/sagorengineer

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর! ধন্যবাদ!

    আপনাকেও অনেক ধন্যবাদ।

      jibonre   
      Level 2

      এই টিউন টা দেখার পর যদি কেউ এক ভুল আবার করে ,
      তবে তাকে যদি টেকটিউন ব্যান বা ব্লক করে তবে ঠিক করবে।
      এক টপিক নিয়া ১০০ খানা টিউন IDM এর Crack ,
      CCleaner pro with Crack , [যদি ও ক্রাক শব্দ টি ব্যান তাও লিখলাম]
      আরে আমরা সবাই জানি IDM প্রতি ১৪ দিনে একটা নতুন বের হয় তা বলে প্রতিদিন IDM নিয়া একটা টিউন ,
      আরে নিজে লিখলে বুজতাম খালি কপি আর পেস্ট ,
      আর এই নতুন একটা জিপি সিম এর offer রোজ রোজ সত্যি কেউ পায় কি,
      আরে কত টপিক আছে লিখুন টিউন ;কপি পেস্ট না করে। দয়া করে পরিবার টি ভাঙবেন না।
      এক সাথে আছি এক সাথে থাকব। টেকটিউন কে আরো ভালো করে রাখব।

      —————–এই মতামত টি একান্ত আমার বাক্তিগত। যদি ভুল বলি তবে বলবেন।

একদম ঠিক বলেছেন ভাইয়া ।আমাকে একটা পরামর্শ দিবেন?

আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান কথা গুলো শেয়ার করার জন্য

আমিও অনেক আগে পেক পকে করসিলাম কিন্তু কেউ কানেই নেয় নাহ টেকটিউন্স এর অবস্থা কিন্তু এম্নেতেই খারাপ হয় নাহ

মূল্যবান কথা