প্রিয় ভাই/বোন,
আমি আপনাদের দোয়ায় এখন অনেকটা সুস্থ। ধন্যবাদ আমার জন্য দোয়া করবার জন্য।আজ আমি আপনাদের সামনে javascript টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সবার ভাল লাগবে।
একটি ওয়েবসাইট কে সোন্দর্য্যমন্ডিত করতে চাইলে javascript এর অনেক প্রয়োজন।
জাভাস্ক্রিপ্ট কি ঃ- এটি এক ধরনের ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এর অর্থ হচ্ছে যে ওয়েব ব্রাউজ করবে তার ব্রাউজার এই স্ক্রিপ্টগুলোকে run/execute করবে।।জাভাস্ত্রিপ্ট এর প্রধান সুবিধা হল এর মাধ্যমে ভিজিটরকে সাইটের এর প্রতি আর্কষন সৃষ্টি এর যায়।
আপনার প্রথম জাভাস্ক্রিপ্ট কোড
আমাদের প্রথম ধাপ হচ্ছে ট্যাগ ব্যবহারের মাধ্যমে ব্রাউজার কে বোঝাতে হবে যে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি। script type হিসাবে "text/JavaScript" সেট করতে হবে।
ওয়েব পেজ এর body তে লিখতে হলে document.write( ) ব্যাবহার করা হয়।
মজার code পেতে এখানে ক্লিক করুন http://simantoromel.ucoz.com/index/javascript/0-13
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
১০৭ বার দেখা হয়েছে কিন্তু কমেন্ট নাই,
টিউনটাতো খারাপ না আমাদের ভিজিটররা কি কিছু শিখতে আগ্রহী না!
যদি আগ্রহী হয়ে থাকেন শিক্ষনীয় টিউন গুলুতে বেশী বেশী কমেন্ট করেন।
*টিউটোরিয়ালটা শুরু করলেন আশা করছি শেষও করবেন কমেন্ট যাই আসুক না কেন চালিয়ে যাবেন।
আপনার সম্পুর্ন সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ।