আপনার Windows PC কে Android এ রূপান্তর করুন Windows, Android উভয়ই এপ্স ও গেমস চালান

আপনার Windows PC কে Android এ রূপান্তর করুন Windows, Android উভয়ই এপ্স ও গেমস চালান

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।ঈদের আগাম সুবেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি।আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে Android সবচেয়ে জনপ্রিয় অপরেটিং সিস্টেম।কিন্তু Android অপরেটিং সিস্টেম শুধু মাত্র মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ।আজ আপনাদের কিভাবে Windows Pc কে Android এ রূপান্তর করবেন তা বলবো।তবে আপনার পিসিতে Windows এর সব কিছু স্বাভাবিক ভাবে কাজ করবে।তাই কোন চিন্তা করবেন না।এবং আপনি যে কোন সময় আবার আপনার পিসিকে Windows এ রূপান্তর করতে পারবেন।এর জন্য আপনাকে মাত্র দুটি ধাপ অনুসরণ করতে হবে।একটি আপনার পিসি কে Android এর মতো দেখানোর জন্য এবং অপরটি Android এপ্স ও গেমস চালানোর জন্য।নিন্মের ধাপ দুটি অনুসরণ করুনঃ

ধাপ ১:স্কিন প্যাক ইন্সটল

আপনার পিসি কে Android এর মতো দেখানোর জন্য স্কিন প্যাক ইন্সটল করতে হবে।শুরুতেই স্কিন প্যাক টি ডাউনলোড করে নিন।ফাইলটি ওপেন করুন।ফাইলটি Zip করা আছে।Zip খুলুন।সেটআপ ফাইল এ ক্লিক করে ইন্সটল করুন।ইন্সটল হওয়ার পর পিসি রিস্টার্ট দিন।দেখবেন আপনার পিসি সম্পূর্ণ Android এর লেটেস্ট ভার্সন Android M এর মত দেখতে।দেখতে Android এর মতো হলেও এতে কোন Android এপ্স বা গেমস কাজ করবে না এর জন্য আপনাকে ২ ধাপটি অনুসরণ করতে হবে।

ধাপ ২:ব্লুস্টাক ইন্সটল

আপনার উইন্ডোজ পিসিতে Android এপ্স ও গেমস চালানোর জন্য ব্লুস্টাক প্রয়োজন।শুরুতেই ব্লুস্টাক ডাউনলোড করে নিন।ফাইলটিকে ডাবল ক্লিক করে ইন্সটল করুন।ব্লুস্টাক ইন্সটল হতে একটু সময় লাগবে এবং এ সময় আপনার পিসিতে ইন্টারনেট থাকা জরুরী।কেননা ব্লুস্টাক ইন্সটল হওয়ার সাথে কিছু ফাইল অটোমেটিক ডাউনলোড করে নেয় যা ব্লুস্টাককে চালাতে লাগবে।এবং তা ছাড়া আপনার পিসি তে Android এপ্স ও গেমস চলবে না।এখন আপনার কাজ শেষ।পিসিকে রিস্টার্ট করুন।আপনার পিসি এখন সম্পূর্ণ Android হয়ে গেছে।আপনার পিসিতে এখন সকল Android এপ্স ও গেমস চলবে।

স্কিন প্যাক ডাউনলোড
ব্লুস্টাক ডাউনলোড

টিউনটি কেমন লাগলো জানাবেন। Like দিতে ও Share করতে ভুলবেন না। ভালো থাকবেন।
আরও লাইক দিতে পারেনঃ Facebook

 

Level 0

আমি রিদওয়ানুল হক ফারদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I dont know it will work or not…but what a post..really awesome liksen.

” ব্লুস্টাক ইন্সটল হওয়ার সাথে কিছু ফাইল অটোমেটিক ডাউনলোড করে নেয় যা ব্লুস্টাককে চালাতে লাগবে।এবং তা ছাড়া আপনার পিসি তে Android এপ্স ও গেমস চলবে না।” etate koto mb lagte pare?

ok দেখি। কিন্তু apps install কিভাবে দিতে হবে? আর আবার windows এ ফিরে যাব কি করে?

    এই সফটওয়্যার দুটির Install সাধারণ সফটওয়্যার Install এর মতই।আর সফটওয়্যার দুটি Uninstall করলেই আবার Windows এ ফিরে যাওয়া যাবে।

দেখি ফিরতে পারি কিনা।

MB গুলা নষ্ট হলো

ভাই আপনেততো আমারে বিপদে পালাইলেন সপ্টওয়ার গুলো ইন্সটল করার পর আমার পিসি রিস্টাট করার পর এখন আমার পিসি চালুহয়না চালু হলেও মনিটরে কালো হয়েথাকে আমি এখন কিকরবো একটু হেল্প করেন। ০১৮১৯৯৯৫৯৮৯

    Android M স্কিন প্যাক সফটওয়্যার ইন্সটলের সময় কোন ফাইল মিসিং হয়েছে তাই এমন হল।উইন্ডোজ Restore করুন।উইন্ডোজ Restore এর জন্য কম্পিউটার অন হওয়ার সময় F8 বাটন চেপে ধরুন।যেই অপ্সেন আসবে তা থেকে ফিক্স এ ক্লিক করুন।আপনার উইন্ডোজ কোনটি জানালে ভালো হয় ?

উইনডোজ সেভেন

windows 8.1 এ কি হবে?বা হলে পিসির কোন সমস্যা হবে কি???

আমিও Bluestacks চালাই।কিন্তু Offline vertion থাকলে ভাল হতো।

লেখার জন্য ধন্যবাদ